বঙ্গবন্ধু বইমেলায় তসলিমা নাসরিন বললেন- – ইউ এস বাংলা নিউজ




বঙ্গবন্ধু বইমেলায় তসলিমা নাসরিন বললেন-

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ | ৫:১৬ 289 ভিউ
নিউইয়র্কে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলায় ২৪ মে শুভেচ্ছা বক্তব্যকালে বাংলাদেশের ধর্মীয় মৌলবাদি-জঙ্গিদের প্রাণনাশের হুমকিতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলেন, ৩১ বছর যাবত নির্বাসিত জীবন-যাপন করছি। আমি নিজের দেশে যেতে পারি না। যে পশ্চিম বঙ্গে বাস করছিলাম সেখানেও নিরাপত্তাহীনতা, সেখানেও এখোন আমার স্বাধীনতা নেই। এখানে আমি এসেছি শুধু দেখতে যে, কী ঘটছে এখানে। এই সিটিতেই আরেকটি বইমেলা হচ্ছে, শুনেছি ওখানে সবাই জয় বাংলার পক্ষে নয়, তাই ঐ বইমেলা (মুক্তধারা আয়োজিত মেলার প্রতি ইঙ্গিত করে) অনেক বড় এবং পুরনো জানা সত্বেও আমি ওখানে যাবার ব্যাপারে কোন আগ্রহ প্রকাশ করিনি। আমি এখানে এসেছি কারণ, আমি মুক্তিযুদ্ধের

পক্ষের মানুষ। আমি বাংলাদেশের পক্ষের মানুষ এবং স্বাধীনতার পক্ষের মানুষ। আমি এখানে এসেছি এবং আপনাদের আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এইভাবে সম্মান জানানোর জন্যে। কারণ আমি জানি ঐ বইমেলায় এমন অনেক মানুষ থাকবে যারা নারী বিদ্বেষী, যারা আমাকে ওখানে একেবারেই সম্মান জানাবে না, তা আমি জানি। সুতরাং আপনারা যে আন্তরিকতা দেখালেন তা আমি চিরকাল মনে রাখবো। জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনির মধ্যে তসলিমা উচ্চারণ করেন, আপনারাই আমার দেশ। এখানে এসে এই যে ভালবাসা আমি পাচ্ছি সেই ভালবাসাই আমাদের দেশ। উল্লেখ্য, তসলিমা নাসরিনের উপস্থিতিকে সকলেই অভিবাদন জানিয়েছেন। প্রাণ খুলে কথা বলেছেন। বইয়ের স্টল

ঘুরিয়ে দেখিয়েছেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধায় অংশিদার করেছেন। এমনকি প্রবাসের কবিগণের কবিতা পাঠের অনুষ্ঠানেও তাকে অতিথি হিসেবে সম্মান জানিয়েছেন এবং তসলিমা নিজের লেখা কবিতাও পাঠ করেছেন। কবিতার নাম ছিল ‘যুদ্ধ’। ওদের অস্ত্র আছে, তাই যুদ্ধে নেমেছে/ ওরা ধ্বংস ভালাবাসে, তাই যুদ্ধে নেমেছে/ তুমি আমি চল চুম্বন করি ঠোঁটে, চলো মধ্যম আঙুল দেখাই যুদ্ধবাজদের/ চুম্বনে সিক্ত হয়ে চলো তুমি আমি এক একটি দেশ হয়ে উঠি, তোমার নাম আজ থেকে রাশিয়া, আমি ইউক্রেন/ তুমি যদি কিউবা, এল সালভাদর, নিকারাগুয়া, তুমি যদি পানামা, তুমি যদি ইরাক, আফগানিস্তান, আমি আমেরিকা/ তুমি আজ ইসরায়েল, আমি ফিলিস্তিন, আমি ভারত, তুমি চীন/ চলো চুম্বন করি, আর মধ্যম আঙুল

তুলে ধরি নৃশংসতা আর ধ্বংসস্তুপের দিকে/ যত অস্ত্র আছে জগতে, যত পারমাণবিক বোমা, সব জড়ো করে একটি গভীর চুম্বনের সামনে কেউ দাঁড় করাতে পারবে না, হেরে যাবে/ কোনও ভয়াবহ মারণাস্ত্রও একটি সাদামাটা চুম্বনের চেয়ে শক্তিশালী নয়/ চলো চুম্বন করি, চলো পরস্পরকে স্পর্শ করি ভালবেসে/ সন্তান জন্ম নিক আমাদের/ সে সন্তানের নাম দেবো : পৃথিবী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জন্য দুঃসংবাদ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই আসছে বাজারে সবজির সেঞ্চুরি: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিতে ধাক্কা, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি: ভয়াবহ সংকটে অর্থনীতি পুলিশি বাধায় চারুকলার পর গেণ্ডারিয়াতেও পণ্ড ‘শরৎ উৎসব’: ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা আওয়ামী লীগ কি সশস্ত্র সংগ্রাম করবে? কারাবন্দীদের উপর নির্যাতন: সংবিধান ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি বেবিচকের এ কেমন সংস্কার! দুদকের মামলার একদিন পরই আসামী উল্টো পুরস্কৃত, পেলেন আরও বড় দায়িত্ব নৃশংস বর্বরতা আর নরকীয়তার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হল – নূরুল মজিদ হুমায়ূনের নিথর দেহে হাতকড়া লাগিয়ে। ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো? শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ১৯ বছর ধরে ইসরায়েলে বন্দি কে এই ‘দ্বিতীয় ইয়াহিয়া সিনওয়ার’? হংকংয়ের কাছে হেরেও যে সমীকরণে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার