সেই আমিরাতের কাছে এবার সিরিজ হার বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




সেই আমিরাতের কাছে এবার সিরিজ হার বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ৫:৪৯ 47 ভিউ
শঙ্কাটাই সত্যি হলো। শেষ পর্যন্ত সিরিজটাও হেরে বসল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে সফরকারীরা। শারজায় তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেট ও ৫ বল হাতে রেখে জিতে সিরিজ নিজেদের করে নেয় আমিরাত। প্রথম ম্যাচ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দুই ম্যাচ জিতল, সঙ্গে পকেটে পুরল সিরিজটাও। আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা স্পষ্ট ছিল শুরু থেকেই। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে সফরকারীরা। তবে ইনিংসের শেষদিকে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও জাকের আলীর দৃঢ়তায় বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রানের লড়াকু সংগ্রহ গড়ে তোলে। শেষ ওভারে আসে

নাটকীয় ২৬ রান। হাসান মাহমুদ ১৫ বলে ২৬ ও শরীফুল ৭ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। মূল ভিতটা অবশ্য গড়ে দিয়েছিলেন ওপেনার তানজিদ হাসান। মাত্র ১৮ বলে ৪০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তবে ব্যাটারদের সেই লড়াকু সংগ্রহও যথেষ্ট হয়নি। আমিরাতের ব্যাটাররা শুরু থেকেই জয়ের প্রতি মনোযোগী ছিল। পাওয়ার প্লেতেই ৫০ রান তোলে তারা, ৬ ওভারে হারায় একমাত্র উইকেট – অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের। এরপর নিয়মিত উইকেট হারালেও রানরেটের চাপ কখনোই ছিল না। রাহুল চোপড়া, আলিশান শারাফু ও আসিফ খানের কার্যকর ইনিংসে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম সাকিব ও রিশাদ হোসেন একটি করে উইকেট নিলেও তারা প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেননি। শরীফুল,

হাসান ও মেহেদীদের বলেও আসেনি তেমন কোনো সাফল্য। এই হারের ফলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কোনো সহযোগী সদস্য দেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ হারল। এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও সিরিজ হেরেছিল টাইগাররা। অন্যদিকে, আয়ারল্যান্ডের পর আমিরাত দ্বিতীয়বার কোনো টেস্ট খেলুড়ে দেশকে সিরিজ হারানোর কৃতিত্ব অর্জন করল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার সিলেট সীমান্ত দিয়ে ৫৩ জনকে পুশ-ইন, যথারীতি মুখে কুলুপ সরকার-বিজিবির কক্সবাজারে চুরি করতে বাসায় ঢুকে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ জাতির পিতার সমাধি ধ্বংসের ডাক দেওয়া দুর্বৃত্তদের রক্ষায় জনতার ওপর সেনার গুলি এনসিপি’র ‘মুজিববাদ মূর্দাবাদ’ স্লোগানে গোপালগঞ্জে জনবিস্ফোরণ, বিক্ষোভে সেনার গুলি-নিহত ৪ বুটের শব্দে নির্ঘুম রাত পার গোপালগঞ্জবাসীর: এ যেন একাত্তরের এক যুদ্ধবিধস্থ জনপদ গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি রক্ষায় গিয়ে সেনার গুলিতে শহিদ ৪, আহত শতাধিক ইজারার টাকা তোলা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২ গত জুলাইয়ে জনতার পাশে দাঁড়ানো সেনার এই জুলাইয়ে গোপালগঞ্জে জনতার ওপর বর্বরতা, নির্বিচার গুলি-হত্যা এনসিপি’র ‘মুজিববাদ মূর্দাবাদ’ স্লোগানে গোপালগঞ্জে জনবিস্ফোরণ, বিক্ষোভে সেনার গুলি-নিহত ৪ আওয়ামী লীগের মিছিল থেকে ধরে নিয়ে বুট দিয়ে পিষে মারলো সেনাবাহিনী জামায়াত-শিবির এনসিপি প্রতিরোধে গোপালগঞ্জে গৃহবধূ-বৃদ্ধা-কিশোরীরাও রাজপথে এপিসিতে চড়ে গোপালগঞ্জে জনরোষ থেকে পালিয়ে বাঁচলেন এনসিপি নেতারা ইরানের এক হামলায় ইসরাইলের ৩০ বৈমানিক নিহত গোপালগঞ্জে কারফিউ জারি গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি পলাতক ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পদত্যাগ করলেন জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে পদদলিত হয়ে নিহত ২১ ফিলিপাইনে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে এআই ও ভুয়া তথ্য যেভাবে কোলেস্টেরল কমাবেন