
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

শূন্য রানে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

‘আমরা সবাই জানি বাংলাদেশ দুর্দান্ত ফর্মে আছে’

ভারত-পাক ম্যাচের টিকিট বিক্রিই হচ্ছে না, জানা গেল কারণ

খেলা ছাড়ার আগেই চাকরি পেলেন উসমান খাজা

নিউজিল্যান্ডের ক্যাফে থেকে বের করে দেওয়া হয়েছিল কোহলি-আনুশকাকে!

শনিবার বাংলাদেশে আসছেন আম্পায়ার সাইমন টাফেল

এশিয়া কাপে রাতে মাঠে নামছে পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে
আমিরাতের বিপক্ষে বাড়তি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, জানা গেল সূচি

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে প্রথম ম্যাচের পর বাংলাদেশের প্রস্তাবের প্রেক্ষিতে সিরিজে আরও একটি ম্যাচ খেলতে সম্মত হয়েছে আমিরাতি ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার (১৯ মে) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে তারা।
আজ (সোমবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আরব আমিরাত। আর বাড়তি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। সিরিজের অন্য দুই ম্যাচের মতো এই ম্যাচটিও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৯টায় শুরু হবে।
আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জয় পায় বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের ৫৩ বলে করা সেঞ্চুরিতে চড়ে সে ম্যাচে ৭ উইকেটে ১৯১ রান স্কোরবোর্ডে জমা করে লিটন
দাসের দল। জবাব দিতে নেমে ২০ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন পেসার হাসান মাহমুদ। দুটি করে উইকেট যায় তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী এবং মোস্তাফিজুর রহমানের ঝুলিতে। এদিকে আরব আমিরাত সিরিজের পরপরই পাকিস্তানের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে মাঠে নেমে পড়ার কথা রয়েছে বাংলাদেশের। নতুন সূচি পরিকল্পনা অনুযায়ী, ২৭ ও ২৮ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে।
দাসের দল। জবাব দিতে নেমে ২০ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন পেসার হাসান মাহমুদ। দুটি করে উইকেট যায় তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী এবং মোস্তাফিজুর রহমানের ঝুলিতে। এদিকে আরব আমিরাত সিরিজের পরপরই পাকিস্তানের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে মাঠে নেমে পড়ার কথা রয়েছে বাংলাদেশের। নতুন সূচি পরিকল্পনা অনুযায়ী, ২৭ ও ২৮ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে।