
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান

বিসিবি সভাপতিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

পিএসএলের দল কালান্দার্সে যোগ দিলেন সাকিব

আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দুই বছর সাদা পোশাকে না খেলা ক্রিকেটারই হলেন টেস্ট অধিনায়ক

নেপালকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

আসছেন সেই ফাহমিদুল, এবার সুযোগ পাবেন তো?
প্রিমিয়ার যুগে প্রথমবার লিগ শিরোপা জয় মোহামেডানের

২০০৭ সালে দেশের ফুটবলে প্রিমিয়ার লিগ যুগ শুরু হয়। নতুন মোড়কে লিগ শুরুর পর আর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর লিগ শিরোপা জয় করেছে দলটি। সবমিলিয়ে দীর্ঘ ২৩ বছর পর দেশের শীর্ষ লিগের শিরোপা উঁচিয়ে ধরেছে সাদাকালোরা।
শুক্রবার (১৬ মে) চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মোহামেডানের ৪-১ গোলে বড় জয়ের পরই নিশ্চিত হয়ে যায়, আজ (শনিবার) আবাহনী নিজেদের ম্যাচে হারলেই তিন ম্যাচ হাতে রেখে শিরোপা উৎসব করবে সাদাকালোরা। শেষ পর্যন্ত সেটাই হয়েছে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিসের কাছে ২-১ গোলে হেরে গেছে আবাহনী। এই ম্যাচের শেষ বাঁশি বাজতেই শিরোপা উৎসব শুরু করেছেন মোহামেডান সমর্থকরা।
২০০২ সালে
সর্বশেষ ঢাকার শীর্ষ লিগ জিতেছিল মোহামেডান। এরপর দেশের অন্যতম বড় ক্লাব হয়েও বারবার হয়েছে হতাশ। ২০০৭ সালে চালু হওয়া প্রিমিয়ার লিগ যুগে প্রবেশ করে দেশের ক্লাব ফুটবল। এরপর শিরোপা জয় তো দূরের কথা, দেশের স্বনামধন্য ক্লাব হওয়া সত্ত্বেও একসময় অবনমন শঙ্কাতেও পড়েছিল তারা। আলফাজ আহমেদের জাদুর কাঁঠির স্পর্শে ঘুরে দাঁড়িয়েছে সেই মোহামেডান। খাদের কিনারা থেকে শুরুতে আবাহনী-কিংসদের চোখ রাঙিয়েছে। আর এবার ১৮ ম্যাচের লিগে মাত্র ১৫ ম্যাচে শেষেই নিশ্চিত করেছে শিরোপা। লিগ শিরোপা নিশ্চিতের পরই মোহামেডানের ক্লাব প্রাঙ্গণে শুরু হয় উৎসব। ফুটবলার এবন সমর্থকরা একাত্ম হয়ে আনন্দ-উৎসবে যোগ দেন।
সর্বশেষ ঢাকার শীর্ষ লিগ জিতেছিল মোহামেডান। এরপর দেশের অন্যতম বড় ক্লাব হয়েও বারবার হয়েছে হতাশ। ২০০৭ সালে চালু হওয়া প্রিমিয়ার লিগ যুগে প্রবেশ করে দেশের ক্লাব ফুটবল। এরপর শিরোপা জয় তো দূরের কথা, দেশের স্বনামধন্য ক্লাব হওয়া সত্ত্বেও একসময় অবনমন শঙ্কাতেও পড়েছিল তারা। আলফাজ আহমেদের জাদুর কাঁঠির স্পর্শে ঘুরে দাঁড়িয়েছে সেই মোহামেডান। খাদের কিনারা থেকে শুরুতে আবাহনী-কিংসদের চোখ রাঙিয়েছে। আর এবার ১৮ ম্যাচের লিগে মাত্র ১৫ ম্যাচে শেষেই নিশ্চিত করেছে শিরোপা। লিগ শিরোপা নিশ্চিতের পরই মোহামেডানের ক্লাব প্রাঙ্গণে শুরু হয় উৎসব। ফুটবলার এবন সমর্থকরা একাত্ম হয়ে আনন্দ-উৎসবে যোগ দেন।