‘বরবাদ’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন শাকিব? – ইউ এস বাংলা নিউজ




‘বরবাদ’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিলেন শাকিব?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৮:০৬ 56 ভিউ
ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর থেকে হইচই পড়ে গেছে চারদিকে। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হলো মেহেদী হাসান হৃদয়ের। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনয়শিল্পী, নির্মাতারাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। বক্স অফিসেও ভালো করছে এটি। এরই মধ্যে সিনেমাটির বাজেট, শাকিব খানের পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন নির্মাতা হৃদয়। ২০১২ সাল থেকে টিভি নাটকে কাজ করছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ তার প্রথম সিনেমা। আর অভিষেকেই ধামাকা দেখালেন। এই সাফল্যে কেমন অনুভব করছেন? এ প্রশ্নের জবাবে মেহেদী হাসান হৃদয় বলেন, “অনেক ভালো লাগতেছে। এই ভালো লাগাটা ঠিক বলে বোঝানো যাবে না। নির্মাতা, প্রযোজক, আর্টিস্ট অর্থাৎ সিনেমার সঙ্গে জড়িত সকলের চাওয়া

থাকে সিনেমাটি সবাই দেখুক। সুতরাং ওই জায়গায় আমরা পেরেছি।” রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ‘বরবাদ’ সিনেমা। এটি নির্মাণে ঠিক কত টাকা ব্যয় হয়েছে? এ প্রশ্ন রাখতেই হৃদয় বলেন, “প্রযোজককে এ প্রশ্ন করলে ভালো হতো। আমি একদম সঠিকভাবে বলতে পারব না, এত টাকাই খরচ হয়েছে। তবে ১৫-১৬ কোটি টাকা তো হবেই।” দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে গেছে। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এখন পর্যন্ত ১২৩টি প্রেক্ষাগৃহে চলছে ‘বরবাদ’ সিনেমা। এত টাকা কি উঠানো সম্ভব? উত্তরে হৃদয় বলেন, “আমি মনে করি, সম্ভব। মানুষ যেভাবে সিনেমাটি দেখতেছেন, তাতে টাকা উঠে যাবে। এরকম ভালো না চললে টাকাটা উঠতো না।” ‘বরবাদ’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন মেগাস্টার

শাকিব খান? প্রশ্নটি শুনে খানিকটা চুপ হয়ে যান নির্মাতা। তারপর হৃদয় বলেন, “খুব সম্ভবত ১ কোটি ২০ লাখ টাকা।” ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫ ‘চিরকুট লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে’ শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানাল ডিএমপি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন জামায়াত-এনসিপি নির্বাচনে না গেলে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন: ফুয়াদ পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বুলু মোহাম্মদপুরে বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের পুরস্কৃত করল পাকিস্তান বিএনপি চাঁদাবাজের দল: ফয়জুল করীম ওয়েস্টিন: সকালের নাস্তা ৪ হাজার টাকা, রাতের খাবার ৮ হাজার ৪৫০ টাকা খাবারের অভাবে স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা নদীর পানিতে বন্দি ১৩ পরিবার ‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন’— প্রশ্ন হৃদয়ের রাজধানীতে মুলার কেজি ৮০ টাকা পাইপলাইনে তেল সরবরাহে নতুন যুগে ঢুকছে বাংলাদেশ একাত্তর-পচাত্তর-চব্বিশ একই সুতোয় গাঁথা বাংলাদেশ জাসদ: শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ন্যায্যতা পায় না