ইয়াঙ্কিস ও মেটস আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে: এরিক ‌‌অ‍্যাডামস্ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫
     ৮:১০ অপরাহ্ণ

ইয়াঙ্কিস ও মেটস আমাদের অর্থনীতিকে শক্তিশালী করছে: এরিক ‌‌অ‍্যাডামস্

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ | ৮:১০ 265 ভিউ
অ‍্যাডামস্ প্রশাসন ঘোষণা করেছে, ২০২৫ সালের মৌসুমে নিউইয়র্ক ইয়াঙ্কিস ও মেটসের হোম গেমগুলো শহরের অর্থনীতিতে প্রায় ৯০৯ মিলিয়ন ডলার যোগ করবে। ‌‍সোমবার (মার্চ ৩১) কমিউনিটি অপ:এড-এ সিটি মেয়র এরিক অ‍্যাডামস্ বলেন, 'যখনই অ্যামেজিং মেটস বা ইয়াঙ্কিস আমাদের শহরে খেলতে আসে, আমাদের অর্থনীতিও লাভবান হয়।' ক্রীড়া শুধু আমাদের মনোবল চাঙা করে না, বরং একটি দেশের আর্থিক অবস্থাকেও শক্তিশালী করে। প্রতি বছর হাজার হাজার দর্শক এসব গেম দেখতে আসে, যা শুধু স্টেডিয়ামেই নয়, পুরো নিউইয়র্ক শহরের পাঁচটি বরোর অর্থনীতিতেও প্রভাব ফেলে। অ‍্যাডামস্ বলেন, 'যখন কেউ কোনো রেস্টুরেন্টে, স্টেডিয়ামে, দোকানে বা হোটেলে টাকা খরচ করে, তার মানে তারা নিউইয়র্কারের আয় নিশ্চিত করছে। তারা আমাদের শেফ,

বারটেন্ডার, ওয়েটার, খুচরা বিক্রেতা, পরিচ্ছন্নতা কর্মী এবং শহরের জীবনযাত্রা সচল রাখা বহু পরিশ্রমী মানুষকে সহায়তা করছে। বেসবলপ্রেমীরা শুধু খেলা উপভোগ করেই নয়, নিজেদের খরচের মাধ্যমে কর্মজীবী পরিবারগুলোর হাতে অর্থ তুলে দিচ্ছে এবং স্থানীয় ব্যবসায়ীদের আয় বাড়াচ্ছে। এভাবেই তারা নিউইয়র্ক সিটির অর্থনীতিকে আরও শক্তিশালী করছে, যা অ্যারন জাজ এবং জুয়ান সোটোর মতো হোমারদের উপর প্রভাব ফেলছে।' ‌‍অ‍্যাডামস্ মনে করেন, তাদের প্রশাসন শহরের ইতিহাসে সর্বোচ্চ কর্মসংস্থানের রেকর্ড ভেঙেছে। তিনি বলেন,'আমাদের শহরে এখন রেকর্ড সংখ্যক ছোট ব্যবসা রয়েছে, আমরা ব্যাপক পরিমাণে নতুন সাশ্রয়ী মূল্যের আবাসন নির্মাণ করছি এবং ২০২৫ সালে নিউ ইয়র্ক সিটিতে রেকর্ড সংখ্যক পর্যটক আসার আশা করা হচ্ছে। পাশাপাশি, আমরা দায়িত্ব

নেওয়ার পর থেকে বেকারত্ব সব জনগোষ্ঠীর মধ্যে কমেছে। আমাদের অর্থনীতি অনন্যভাবে ঘুরে দাঁড়িয়েছে, আর ইয়াঙ্কিস ও মেটস এই প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি ও ছোট ব্যবসাগুলোকে সমর্থন দিচ্ছে।' অ‍্যাডামস্ মনে করেন, একটি চাকরি ও নিয়মিত বেতনই আমেরিকান স্বপ্নের মূল ভিত্তি। তিনি বলেন, 'প্রতিদিন নিউইয়র্কবাসীরা নিজেদের ও পরিবারের জন্য ভালো ভবিষ্যৎ গড়তে কঠোর পরিশ্রম করেন। নিজেদের জন‍্য একটি বাড়ি কিনতে, কলেজের খরচ জোগাতে এবং অবসর জীবনের জন্য সঞ্চয় করতে তারা এগিয়ে যাওয়ার সুযোগ চান। আর এই অর্থনৈতিক অগ্রগতির পরিসংখ্যান আমাদের অর্থনীতির শক্তি প্রমাণ করে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে, আমাদের প্রশাসন কাজ করে যাচ্ছে যাতে নিউইয়র্কবাসীরা সেই স্বপ্নের আরও কাছাকাছি পৌঁছাতে

পারেন।' তিনি যোগ করেন, 'আমাদের প্রশাসন আশা করছে যে, এই বছর মেটস এবং ইয়াঙ্কিস উভয়ই ওয়ার্ল্ড সিরিজে পৌঁছাবে, যাতে আমরা চ্যাম্পিয়নশিপটি নিউ ইয়র্কে আনতে পারি। একই সঙ্গে, এটি নিউইয়র্কবাসীদের পকেটে আরও বেশি অর্থ ফেরত আনবে। আমরা চাই, আমাদের ছোট ব্যবসাগুলোও চ্যাম্পিয়নের মতো লাভবান হোক, আর পরিশ্রমী নিউইয়র্কবাসীরা চ্যাম্পিয়নের মতো মজুরি পাক।' তাই, ২০২৫ সালের মেজর লিগ বেসবল মৌসুমকে স্বাগত জানিয়ে অ‍্যাডামস্, সকল নিউইয়র্কবাসীকে গেম দেখতে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় ব্যবসাগুলোকে সমর্থন করতে অর্থ ব্যয় করার কথা বলেন। তিনি বলেন, 'আমরা নিশ্চিত করতে চাই যে নিউইয়র্ক সিটি বিশ্বব্যাপী ক্রীড়া, রেস্তোরাঁ, কেনাকাটা, বিনোদন এবং পরিবারগুলোর জন্য প্রধান গন্তব্য হিসেবে বজায় থাকবে।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফুলকপির পরোটা রেসিপি কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন ওসমান হাদি ব্যবসায়িক দ্বন্দ্বে সংঘর্ষ, পুলিশসহ টেঁটাবিদ্ধ ৬ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ভলকার তুর্ক উদীচী কার্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ভালুকায় যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা নূরুল কবীরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত বিশ্ব গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যু পরবর্তী ঘটনাপ্রবাহ মাচাদোকে নোবেল দেওয়ায় ফৌজদারি অভিযোগ দায়ের অ্যাসাঞ্জের ফুটবল ম্যাচে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯ বিশ্বকাপের ২ মাস আগে শ্রীলঙ্কার নেতৃত্বে শানাকা রাশিয়ার সম্পদ নয়, ভিন্ন উপায়ে ইউক্রেনকে অর্থ দেবে ইইউ যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে চুক্তি করলো টিকটক কোলন ক্যান্সার কীভাবে বুঝবেন ‘ব্যথা’ নিয়ে হাজির হলেন বাপ্পা মজুমদার অবৈধ দখলদার সরকারের শাসনে জনরোষ, ঘরে ঘরে অসন্তোষ জামাতি ষড়যন্ত্রে নির্বাচন অনিশ্চিত, দীর্ঘ মেয়াদী ক্ষমতায় থাকছেন ডঃ ইউনুস! ইউক্রেন হওয়ার পথে বাংলাদেশ, আতঙ্কিত জনগণ ড. ইউনুসের কূটনীতি সেভেন সিস্টার্সের জন্য চ্যালেঞ্জ বাড়াচ্ছে