পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী আইনি বৈধতা (টিপিএস) বাতিল করলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী আইনি বৈধতা (টিপিএস) বাতিল করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫ | ৬:০৭ 15 ভিউ
যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার পাঁচ লাখ ৩০ হাজার অভিবাসীর অস্থায়ী আইনি মর্যাদা (টিপিএস) বাতিল করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২১ মার্চ) ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (২২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অভিবাসননীতির কড়াকড়ি আরোপে ট্রাম্পের এটি সর্বশেষ পদক্ষেপ।প্রতিবেদনে বলা হয়, আগামী ২৪ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত দুই বছরের ‘প্যারোল’ (সাময়িক প্রবেশাধিকার) প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। স্থানীয় স্পনসর থাকা সাপেক্ষে ওই কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই অভিবাসননীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেন। এরইমধ্যে

দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যায় নির্বাসনে পাঠানোর পদক্ষেপ নিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব প্যারোল কর্মসূচি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন লঙ্ঘন করেছে। এ জন্য তিনি ২০ জানুয়ারির এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন। গত ৬ মার্চ ট্রাম্প বলেন, রাশিয়ার সাথে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া প্রায় ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র প্যারোল মর্যাদা বাতিল করা হবে কি না, সে বিষয়েও তিনি শিগগির সিদ্ধান্ত নেবেন। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন এই মর্যাদা এপ্রিলের মধ্যেই প্রত্যাহার করার পরিকল্পনা করছে। বাইডেন ২০২২ সালে ভেনেজুয়েলাবাসীদের জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছিলেন এবং ২০২৩ সালে

সেটি কিউবা, হাইতি ও নিকারাগুয়ায় সম্প্রসারিত হয়। গত সোমবার (১৭ মার্চ) ফেডারেল রেজিস্ট্রারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে আজ জুমাতুল বিদা হায়দ্রাবাদকে হারিয়ে ৫ উইকেটে জিতল লখনউ পাচারের টাকায় দুবাইয়ে বাপবেটার ৩৩ তলা ভবন বিদেশে পাচারের টাকায় ৮ গ্রুপের সাম্রাজ্য নদীবন্দর ও লঞ্চে নিরাপত্তা ঘাটতিতে নাশকতার শঙ্কা পবিত্র শবে কদরে ইবাদতে মশগুল ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদযাত্রায় ৯ ট্রেন বিমানবন্দর স্টেশনে দাড়াচ্ছে না সন্‌জীদা খাতুনের মরদেহ বিএমইউকে দান ৪ দিন পর নিভল সুন্দরবনের আগুন কে-পপে আলোড়ন তোলা বিরোধ, যা বলল নিউজিন্স ৩৪ বছরে আমাকে ১৬ বছরের মতো লাগবে কেন? মাদকে আসক্ত কতজন? হবে শুমারি মাতৃভূমিতে ফিরতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রোহিঙ্গারা, গভীর জঙ্গলে চলছে প্রশিক্ষণ তামিম আর ক্রিকেটে ফিরতে পারবেন তো? রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তা ১২ ডলারই থাকছে খোলাবাজারে ডলারের চাহিদা বেড়েছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কে ওয়াচ টাওয়ারে পর্যবেক্ষণ গজারিয়ায় সাতশ গাছ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা বিরোধীদের হাতেই ইস্তাম্বুল, নতুন ছক এরদোগানের