দুই ক্লাবে যোগ দিয়েও ‘সমস্যার’ কিছু দেখছেন না তামিম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মার্চ, ২০২৫
     ৯:৪৪ অপরাহ্ণ

দুই ক্লাবে যোগ দিয়েও ‘সমস্যার’ কিছু দেখছেন না তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ৯:৪৪ 113 ভিউ
ঢাকা প্রিমিয়ার লিগে এবার দেখা যাচ্ছে অদ্ভুত এক দৃশ্য। মোহামেডান ৩ মার্চ উদ্বোধনী ম্যাচে খেলবে গুলশান ক্লাবের বিপক্ষে। ‘অদ্ভুত’ হয়ে যাচ্ছে বিষয়টা, কারণ তামিম ইকবাল। দুটো ক্লাবই ‘তামিমের’। মোহামেডানে এবার অধিনায়ক হিসেবে আছেন তিনি। ওদিকে গুলশানের সঙ্গে ‘যুক্ত’ আছেন তিনি কার্যনির্বাহী হিসেবে। এই দুই ভূমিকায় থাকলে স্বার্থের সংঘাত হওয়াটা অস্বাভাবিক কিছু নয় আদৌ। তবে বাংলাদেশের সাবেক এই ওপেনার মনে করেন, ঢাকা প্রিমিয়ার লিগে এক দলের অধিনায়কত্ব করা এবং আরেক দলের স্পন্সরশিপ আনা স্বার্থের সংঘাত সৃষ্টি করে না। সম্প্রতি তামিম শিরোনামে আসেন যখন খবর প্রকাশিত হয় যে, তিনি ঢাকা প্রিমিয়ার লিগে গুলশান ক্রিকেট ক্লাবের কার্যনির্বাহী হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন।

নতুন করে প্রিমিয়ার লিগে আসা ক্লাবটির সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ওঠে, কারণ একই সময়ে তিনি ঐ প্রতিযোগিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের (এমএসসি) নেতৃত্বও দেবেন। আগামী ৩ মার্চ শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে মোহামেডান আর গুলশান। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রাক-টুর্নামেন্ট সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তামিম স্পষ্ট করে বলেন যে, তিনি এতে কোনো সমস্যা দেখছেন না। ‘আমি গুলশান ক্রিকেট ক্লাবের মালিক নই, এখানে বড় একটা পার্থক্য আছে। আপনারা [গণমাধ্যম] এই ধারণা তৈরি করেছেন যে আমি গুলশানের মালিক। আমি শুধু বলেছি যে, আমি দলের সঙ্গে আছি।’ ‘একটা দলকে নেতৃত্ব দেওয়া এবং আরেকটা দলের

সঙ্গে যুক্ত হওয়ার মধ্যে সমস্যা কোথায়? যদি গুলশানের বিপক্ষে কম রান করি, তাহলে কি আপনারা বলবেন আমি ইচ্ছে করে আউট হয়েছি?’ ‘আমি এখানে কোনো স্বার্থের সংঘাত দেখি না, কারণ আমি দলটির মালিক নই। আমি কেবল তাদের জন্য স্পন্সর এনেছি, এই পর্যন্তই। ব্যক্তিগতভাবে আমি এতে কোনো সমস্যা দেখি না। সবকিছুকে নেতিবাচকভাবে দেখার দরকার নেই। যদি স্পন্সররা এগিয়ে না আসে, তাহলে ১৫-২০ জন খেলোয়াড় দলই পেত না।’ খেলোয়াড়দের স্বার্থেই এভাবে দুই ভূমিকায় নেমেছেন তামিম, ইঙ্গিত দিলেন তিনি। বললেন, ‘একটু ভিন্নভাবে ভাবুন। সবসময় নেতিবাচক দিক না দেখে ইতিবাচক দিকগুলো ভাবুন। যদি আমি স্পন্সর আনতাম না এবং অন্যরাও এগিয়ে না আসত, তাহলে খেলোয়াড়দের পারিশ্রমিক অর্ধেকে নেমে

যেত। আমি শুধু একটি উদাহরণ দিচ্ছি, কিন্তু যদি স্পন্সররা না আসে, তাহলে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। তাই খেলার এবং খেলোয়াড়দের স্বার্থে ভাবুন, সবকিছুকে নেতিবাচকভাবে দেখবেন না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নয়া বন্দোবস্তের বাংলাদেশে জলে, স্থলে, অন্তরীক্ষে জামাতময় বিজয় উৎসব! তারেকের দেশে ফেরার আগে লন্ডনে জামায়াত আমির: সমঝোতা নাকি গোপন ষড়যন্ত্রের ছক? ক্ষুদ্র ব্যবসায়ীরা ধ্বংসের মুখে, ইউনূস শাসনে অর্থনীতি ধ্বস! শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটির রায় ‘আইনগতভাবে অবৈধ’: মোহাম্মদ আলী আরাফাত একজন বিদেশি বীরপ্রতীকের গল্প Bangladesh’s Export Downturn: Four Months of Decline সংস্কৃতি মন্ত্রণালয়ের লুটপাট : জুলাইয়ের খুনিদের আসল চেহারা বিজয় দিবসে বীর বাঙালীর কণ্ঠরোধ,স্বাধীনতার বিজয় আজ হুমকির মুখে *শহিদ বুদ্ধিজীবী দিবসে জামাত নেতাদের হীন উদ্দেশপ্রণোদিত ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি* রহস্যজনক মৃত্যু ঘিরে তদন্ত অব্যাহত হাজারীবাগে এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধার চিকেন’স নেক’ সুরক্ষায় মিজোরামে চতুর্থ সেনাঘাঁটির ভাবনা ১৯ ডিসেম্বর সীমান্তবর্তী পারভা ও সিলসুরি পরিদর্শনে ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকি: সাম্প্রতিক ঘটনা ও ভবিষ্যৎ ঝুঁকি বিজয়ের দিনে মামলা ছাড়াই যুবলীগ নেতা গ্রেফতার জুড়ীতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ব্রিটিশ সংসদে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা অবাধ নির্বাচন ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তার: মুক্তির আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ‘দেখামাত্র গ্রেপ্তার’ নির্দেশ: ইউনুস সরকারের নগ্ন ফ্যাসিবাদ পদত্যাগের পর রাষ্ট্রীয় সুবিধা ভোগের ঘটনায় চাপের মুখে প্রশাসন, ব্যাখ্যা নেই দুই সাবেক উপদেষ্টার ! ‘ভ্যালুলেস সোনাদিয়া-সেন্টমার্টিনের গুরুত্ব বাড়িয়েছে মালাক্কা প্রণালী’ চৌধুরী মুজাহিদুল হক সৌরভ মায়ের বয়সী নারীকে ধানমন্ডি ৩২ এর রাস্তায় হে/নঃস্তা করা এনসিপি নেত্রী রুমির ঝু/ল/ন্ত ম/র/দেঃহ উদ্ধার: ফেনী সদর: শর্শদি বাজার শাখায় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ, তিন মোটরসাইকেল পুড়ে ছাই