অবসর নিতে চলেছেন ফখর! – ইউ এস বাংলা নিউজ




অবসর নিতে চলেছেন ফখর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:১৩ 60 ভিউ
পাকিস্তানের অভিজ্ঞ ওপেনার ফখর জামান তার দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই একটা বড় দুঃসংবাদ দিয়েছিলেন। প্রথম ম্যাচ খেলে ছিটকে গিয়েছিলেন তিনি। এবার তিনি আরও বড় এক দুঃসংবাদ দিচ্ছেন পাকিস্তানকে। ওয়ানডে ক্রিকেটকেই বিদায় বলতে চলেছেন তিনি। এমনই এক দাবি করে বসেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি। সে সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পর তিনি ৫০ ওভারের ফরম্যাটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিতে পারেন। পাকিস্তানের হয়ে ৮৬টি ওয়ানডে খেলা ফখর সম্প্রতি তার ঘনিষ্ঠদের সঙ্গে অবসর নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। এই ৮৬ ম্যাচে তিনি ৪৬.২১ গড়ে ৩৬৫১ রান করেছেন, যেখানে ১১টি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতে। সম্প্রতি তার ঘনিষ্ঠ

মহলে এমন মন্তব্য করেছেন ফখর, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি হবে আমার শেষ আইসিসি টুর্নামেন্ট। আমি ওয়ানডে ক্রিকেট থেকে বিরতি নিতে চাই’ দাবি সামা টিভির। এমন সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে তার স্বাস্থ্যগত সমস্যা। দীর্ঘদিন ধরে হাইপারথাইরয়েডিজমে ভুগছেন ফখর, যার কারণে চিকিৎসকরা তাকে আড়াই মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এই অসুস্থতার জন্য তিনি গত দুই মাস ধরে সব ধরনের ক্রিকেট থেকে বাইরে রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় বলেই চোট পান ফখর। শাহীন শাহ আফ্রিদির ডেলিভারিতে কভার ড্রাইভ করেছিলেন নিউজিল্যান্ডের ব্যাটার উইল ইয়ং। সেটি ফেরাতে গিয়ে হঠাৎই অস্বস্তি বোধ করেন তিনি। মাঠেই প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে বাইরে নিয়ে যাওয়া হয় এবং দুই ঘণ্টার বেশি সময়

তিনি মাঠের বাইরে ছিলেন। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ফখর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘পাকিস্তানের হয়ে বড় মঞ্চে প্রতিনিধিত্ব করা দেশের প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন ও গর্বের বিষয়। দুর্ভাগ্যবশত, আমি এখন আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অংশ নই। তবে নিশ্চয়ই আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী।’ এদিকে, নির্বাচকদের নীতিমালার সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয়ে ফখর নাখোশ বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য অনুমতিপত্র (এনওসি) পাওয়া নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে তার মধ্যে। গত মাসেই তিনি ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) অংশ নিয়েছিলেন। তবে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফখরের ওয়ানডে অবসর নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফখর তার পরিবার নিয়ে বিদেশে চলে যাওয়ার কথাও ভাবছেন। তার

একমাত্র ছেলে জাইনের কারণেই এ বিষয়ে ভাবছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হ্রাস পেলেও যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে এখনো শুল্ক দিতে হবে ৩৬.৫% দৌলতপুরে মহিলা আ.লীগের নেত্রীসহ গ্রেফতার ২ ফেসবুক লাইভে এসে রাজনীতি ছাড়ার ঘোষণা বৈষম্যবিরোধী নেত্রী লিজার রাফাল ধ্বংসে চীনা প্রযুক্তির কার্যকর ব্যবহার পাকিস্তানের যেভাবে ‘তীব্র আকাশযুদ্ধে’ ভারতের রাফাল ভূপাতিত করে পাকিস্তান সৌদিতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ, তবুও পিছিয়ে পড়তে পারেন বাংলাদেশি কর্মীরা পাকিস্তানে খনিজ তেলের বিশাল ভাণ্ডার : ডোনাল্ড ট্রাম্প এনসিপি, ছাত্রদল ও শিবিরের কর্মসূচি ঘিরে ডিএমপির নির্দেশনা ট্রাম্পের তোপে চরম অস্বস্তিতে নয়াদিল্লি ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে ৫ শিশু নিহত কাবার ইমামের সতর্ক বার্তা এক্সপ্রেসওয়ের ছুটে চলা – থেমে গেল দুই তরুণের জীবন বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেলে ঢাকাগামী ৭২ বিমান যাত্রী যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো ৩৯ বাংলাদেশি পুরুষাঙ্গ কেটে হিজড়ায় রুপান্তর করে চলছে মাসিক চাঁদাবাজি বেনাপোল বন্দর: এক বছরে ভ্রমণ রাজস্ব কমেছে প্রায় ৯০ কোটি ‘বরবাদ’ নির্মাতার বিরুদ্ধে অভিনেত্রী দোয়েলের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ টটেনহ্যাম ছাড়ার ঘোষণা এশিয়ান ফুটবলের নায়ক সনের মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত