ইংলিসের ব্যাটে ইংল্যান্ডকে রেকর্ড গড়ে হারাল অস্ট্রেলিয়া – ইউ এস বাংলা নিউজ




ইংলিসের ব্যাটে ইংল্যান্ডকে রেকর্ড গড়ে হারাল অস্ট্রেলিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৩৪ 13 ভিউ
মাথার ওপর ছিল রেকর্ড রান তাড়ার চাপ। তার ওপর ১৩৬ রানে নেই হয়ে গিয়েছিল ৪ উইকেট। সেখান থেকে ৩৫২ রান তাড়া করতে হলে কেউ একজনকে অতিমানব হিসেবে আবির্ভূত হতে হতো। সেটা জশ ইংলিসই হলেন। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের গড়া রানের এভারেস্ট ১৫ বল আর ৫ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংল্যান্ড ৫০ ওভারে ৩৫১ রান তোলে। ইংলিশ ব্যাটার বেন ডাকেট খেলেন অসাধারণ এক ইনিংস। ১৬৫ রান করে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি। তার আগে রেকর্ডটি ছিল ন্যাথান অ্যাস্টল ও গ্র্যান্ট ফ্লাওয়ারের, যারা ১৪৫ রান করে যৌথভাবে এই শীর্ষস্থানে ছিলেন। শেষ দিকে

জফরা আরচারের ১৫ রানের ঝড়ো ইনিংস ইংল্যান্ডকে ৩৫১ রানের এভারেস্টে পৌঁছে দেয়। এভারেস্টই, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩৫০ রানের দলীয় ইনিংস আর একটাও ছিল না এ পর্যন্ত। আজ ইংল্যান্ডই সে চূড়ায় প্রথম পা রাখে। তাদের সে দম্ভ স্থায়ী হলো স্রেফ ঘণ্টা চারেক। অজিদের রান তাড়ার শুরুটা অবশ্য তেমন কিছুর আভাস দিচ্ছিল না। এই বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। জফরা আরচারের দুর্দান্ত বোলিংয়ে ফিরে যান ওপেনার ট্র্যাভিস হেড। এরপর স্টিভেন স্মিথও বেশি সময় টিকতে পারেননি, বেন ডাকেটের দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। লাবুশেন ও ম্যাথিউ শর্ট চেষ্টা করলেও ইংলিশ স্পিনারদের চাপের মুখে উইকেট হারান লাবুশেন। শর্টও বিদায় নিলে

১৩৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদের মহাসমুদ্রেই পড়ে যায় অস্ট্রেলিয়া। এই কঠিন পরিস্থিতিতে দলকে টেনে তোলেন অ্যালেক্স ক্যারি এবং জশ ইংলিস। পঞ্চম উইকেটে ১৪৬ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয়ের স্বপ্ন দেখান তারা। ক্যারি ৬৩ বলে ৬৯ রান করে ফিরলেও, তখনও ইনিংসের হাল ধরে রেখেছিলেন ইংলিস। তবে ফেরার আগে ক্যারি গুরুত্বপূর্ণ অবদানই রেখে গেছেন অজি ইনিংসে। ক্যারিকে হারালেও ইংলিস মনোবল হারাননি। জফরা আরচারকে বিশাল ছক্কা মেরে ৭৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ৪টি ছক্কা। সেই একই স্টাইলিশ ছক্কা মেরেই দলের জয় নিশ্চিত করেন ইংলিস। ইংল্যান্ডের জন্য হতাশার বিষয় ছিল ফিল্ডিংয়ের সময়

সহজ ক্যাচ ফেলে দেওয়া। বিশেষ করে জফরা আরচার ক্যারির সহজ ক্যাচ মিস করে বসেন, যখন ক্যারির ফিফটিও হয়নি! সেই মুহূর্তের পর আর পেছনে তাকাতে হয়নি অস্ট্রেলিয়াকে। ৫ উইকেটের জয় নিয়ে তবেই মাঠ ছাড়ে। এই ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও গড়ল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ৩৫১ রানের দলীয় রেকর্ড ভেঙে ৩৫৬ রান করে তারা নিজেদের নাম লেখাল ইতিহাসের পাতায় ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক? লুট করা মোবাইল সেটের বিনিময়ে গাঁজা নেন তারা: পুলিশ তাসকিন-রিয়াদের প্রশংসা, নাহিদ-জাকেরও আছেন স্যান্টনারের ভাবনায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী এস আলম পরিবারের আরও ৮ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’ উদ্যোগ অনেক, প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন পরপর ফিরলেন শাকিল-রিজওয়ান হামাসের হাতে কত জিম্মি রয়ে গেছেন ফেডারেল কর্মীদের হুঁশিয়ারি মাস্কের, দ্বিমত এফবিআই-পররাষ্ট্র দপ্তরের পোপ ফ্রান্সিসের অবস্থা ‘সঙ্কটাপন্ন’ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বাধ্যতামূলক অবসরে এবার ৪ ডিআইজি নেতানিয়াহু ‘নোংরা খেলা’ খেলছেন: হামাস আমাজনের শহরে বিশাল গর্ত পর্ষদ পুনর্গঠন হওয়া কিছু ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে ‘আমার লোকজন খাজনা ওঠাবে, বাধা দিলে ভয়াবহ পরিণতি’ অস্ট্রেলিয়ার কাছে চীনের মহড়া জিম্মিদের ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিলেন না নেতানিয়াহু আলোচনায় থাকতেই কি সাকিবের দলবদল