ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মেসিকে ফেরানোর প্রতিশ্রুতি বার্সার নতুন প্রেসিডেন্ট প্রার্থীর
তাসকিনকে নিয়ে আগ্রহ দেখায়নি কেউ, ডাক পায়নি বাকিরা
নিলাম শেষে কেমন হলো মোস্তাফিজদের দল
দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত
রেকর্ড রান তাড়া করে বাংলাদেশের ইতিহাস গড়া জয়
মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ
১৯ রান খরচে ৭ উইকেট শিকার করে রেকর্ড
হারানো মুকুট ফিরে পেলেন ইসমাইল, শিরিনের রাজত্ব চলছেই
এবারের জাতীয় অ্যাথলেটিক্সে নেই ইমরানুর রহমান। তাই দেশের নতুন দ্রুততম মানবের মুকুট কার মাথায় ওঠে, তা নিয়ে বাড়তি আগ্রহ ছিল। তবে নতুন কোনো দ্রুততম মানব পায়নি বাংলাদেশ, বরং নিজের হারানো মুকুট ফিরে পেয়েছেন ইসমাইল হোসেন।
জাতীয় অ্যাথলেটিক্সে গেল তিন আসরে ইমরানের কাছ থেকে সেরার তকমা খুইয়েছিলেন ইসমাইল। অবশেষে ইমরানের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে ফের ১০০ মিটার স্প্রিন্টে বাজিমাত করেছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে ফের দেশের দ্রুততম মানব বনেছেন ইসমাইল।
তিন বছর পর আবার দ্রুততম মানবের খেতাব জিতে উচ্ছ্বসিত এই অ্যাথলেট বলেন, ‘আবার দ্রুততম মানব হয়েছি ভালো লাগছে। এই জন্য আমার কোচ কাফি স্যারকে অনেক ধন্যবাদ। তিনি গত কয়েক মাস
আমার জন্য অনেক পরিশ্রম করেছেন।’ কোচের পাশাপাশি তার পরিবারকেও ধন্যবাদ দিয়েছেন, ‘আমার স্ত্রী হার্ডেলসের রানী তামান্না। সেও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং আমি বাবা হওয়ার পর তার কাছ থেকে আরো সাহায্য পেয়েছি। আমার আজকের এই অর্জনেও তাদের অবদানও ৫০ ভাগ।’ এদিকে ১০০ মিটার স্প্রিন্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ১২.০১ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। পদক জয়ের পর নিজের ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানান শিরিন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে এসএ গেমসে স্বর্ণ জেতা। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছি। আমার বর্তমান টাইমিং থেকে আরো উন্নতি করলে এটা সম্ভব।’
আমার জন্য অনেক পরিশ্রম করেছেন।’ কোচের পাশাপাশি তার পরিবারকেও ধন্যবাদ দিয়েছেন, ‘আমার স্ত্রী হার্ডেলসের রানী তামান্না। সেও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং আমি বাবা হওয়ার পর তার কাছ থেকে আরো সাহায্য পেয়েছি। আমার আজকের এই অর্জনেও তাদের অবদানও ৫০ ভাগ।’ এদিকে ১০০ মিটার স্প্রিন্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ১২.০১ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। পদক জয়ের পর নিজের ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানান শিরিন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে এসএ গেমসে স্বর্ণ জেতা। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছি। আমার বর্তমান টাইমিং থেকে আরো উন্নতি করলে এটা সম্ভব।’



