হারানো মুকুট ফিরে পেলেন ইসমাইল, শিরিনের রাজত্ব চলছেই – ইউ এস বাংলা নিউজ




হারানো মুকুট ফিরে পেলেন ইসমাইল, শিরিনের রাজত্ব চলছেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০০ 31 ভিউ
এবারের জাতীয় অ্যাথলেটিক্সে নেই ইমরানুর রহমান। তাই দেশের নতুন দ্রুততম মানবের মুকুট কার মাথায় ওঠে, তা নিয়ে বাড়তি আগ্রহ ছিল। তবে নতুন কোনো দ্রুততম মানব পায়নি বাংলাদেশ, বরং নিজের হারানো মুকুট ফিরে পেয়েছেন ইসমাইল হোসেন। জাতীয় অ্যাথলেটিক্সে গেল তিন আসরে ইমরানের কাছ থেকে সেরার তকমা খুইয়েছিলেন ইসমাইল। অবশেষে ইমরানের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে ফের ১০০ মিটার স্প্রিন্টে বাজিমাত করেছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে ফের দেশের দ্রুততম মানব বনেছেন ইসমাইল। তিন বছর পর আবার দ্রুততম মানবের খেতাব জিতে উচ্ছ্বসিত এই অ্যাথলেট বলেন, ‘আবার দ্রুততম মানব হয়েছি ভালো লাগছে। এই জন্য আমার কোচ কাফি স্যারকে অনেক ধন্যবাদ। তিনি গত কয়েক মাস

আমার জন্য অনেক পরিশ্রম করেছেন।’ কোচের পাশাপাশি তার পরিবারকেও ধন্যবাদ দিয়েছেন, ‘আমার স্ত্রী হার্ডেলসের রানী তামান্না। সেও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং আমি বাবা হওয়ার পর তার কাছ থেকে আরো সাহায্য পেয়েছি। আমার আজকের এই অর্জনেও তাদের অবদানও ৫০ ভাগ।’ এদিকে ১০০ মিটার স্প্রিন্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ১২.০১ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। পদক জয়ের পর নিজের ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানান শিরিন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে এসএ গেমসে স্বর্ণ জেতা। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছি। আমার বর্তমান টাইমিং থেকে আরো উন্নতি করলে এটা সম্ভব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শীর্ষ নেতাদের নিয়ে তাস চেয়ারম্যানের মধ্যাহ্নভোজ বৈঠক রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর পূর্তিতে কর্মসূচি ধর্ষণে ব্যর্থ হয়ে মুখে মাটি ঢুকিয়ে শিশু জান্নাতিকে হত্যা করে বেলাল কাশ্মীরে হামলা: ব্যথিত পাকিস্তানের শোবিজ তারকারা পানি পান করে ক্ষুধা মেটাতাম, বলছেন অভিনেত্রী বাবর আজমকে ছাড়িয়ে কোহলির রেকর্ড ‘তোমায় মেরে ফেলব’, গম্ভীরকে হুমকি নবজাতকের গোড়ালির রক্ত পরীক্ষায় ধরা পড়বে ভবিষ্যতের রোগ তদন্ত ছাড়া ভিসি-প্রোভিসির পদত্যাগে ন্যায়বিচারের পরাজয় হয়েছে ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? জবাবের অপেক্ষায় ফ্রান্স ১৯৪৭ সালে যেভাবে দু’ভাগ হয়েছিল কাশ্মীর ‘আর কত নোংরামি করবে মোদি সরকার?’ আনন্দে ভাসছেন কুয়েটের শিক্ষার্থীরা, পতাকা উড়িয়ে উল্লাস কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলা, ‘ভ্লাদিমির স্টপ’ বললেন ট্রাম্প ভারত-পাকিস্তান: কার কয়টি যুদ্ধবিমান ইউজিসির চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে কয়েকটি চুক্তি সই