হারানো মুকুট ফিরে পেলেন ইসমাইল, শিরিনের রাজত্ব চলছেই – ইউ এস বাংলা নিউজ




হারানো মুকুট ফিরে পেলেন ইসমাইল, শিরিনের রাজত্ব চলছেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০০ 56 ভিউ
এবারের জাতীয় অ্যাথলেটিক্সে নেই ইমরানুর রহমান। তাই দেশের নতুন দ্রুততম মানবের মুকুট কার মাথায় ওঠে, তা নিয়ে বাড়তি আগ্রহ ছিল। তবে নতুন কোনো দ্রুততম মানব পায়নি বাংলাদেশ, বরং নিজের হারানো মুকুট ফিরে পেয়েছেন ইসমাইল হোসেন। জাতীয় অ্যাথলেটিক্সে গেল তিন আসরে ইমরানের কাছ থেকে সেরার তকমা খুইয়েছিলেন ইসমাইল। অবশেষে ইমরানের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে ফের ১০০ মিটার স্প্রিন্টে বাজিমাত করেছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে ফের দেশের দ্রুততম মানব বনেছেন ইসমাইল। তিন বছর পর আবার দ্রুততম মানবের খেতাব জিতে উচ্ছ্বসিত এই অ্যাথলেট বলেন, ‘আবার দ্রুততম মানব হয়েছি ভালো লাগছে। এই জন্য আমার কোচ কাফি স্যারকে অনেক ধন্যবাদ। তিনি গত কয়েক মাস

আমার জন্য অনেক পরিশ্রম করেছেন।’ কোচের পাশাপাশি তার পরিবারকেও ধন্যবাদ দিয়েছেন, ‘আমার স্ত্রী হার্ডেলসের রানী তামান্না। সেও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং আমি বাবা হওয়ার পর তার কাছ থেকে আরো সাহায্য পেয়েছি। আমার আজকের এই অর্জনেও তাদের অবদানও ৫০ ভাগ।’ এদিকে ১০০ মিটার স্প্রিন্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ১২.০১ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। পদক জয়ের পর নিজের ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানান শিরিন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে এসএ গেমসে স্বর্ণ জেতা। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছি। আমার বর্তমান টাইমিং থেকে আরো উন্নতি করলে এটা সম্ভব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২১ হাজার টাকা বেতনের কেরানির ৩০ কোটির সম্পত্তি ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, কারণ ব্যাখ্যা করলেন রুবিও জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান ফের চোখ রাঙাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় এক মৃত্যু ইসরায়েলি দূতাবাসকর্মীর বাড়িতে রাশিয়ার হামলা ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমিরের বার্তা প্রাইজবন্ডের লাখ টাকা পুরস্কার পেল যেসব নম্বর অস্বস্তিতে প্রিয়াঙ্কা দ্বন্দ্বে জড়ালেন বাঁধন-সোহানা বাঁধনের সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা বাঁধনের সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা কোন দেশের ওপর ট্রাম্পের কত শুল্ক বসলো শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন পুরো হবিগঞ্জ জেলা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক অপু গ্রেপ্তার ‘শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে’ ভারত ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করে ক্ষমা প্রার্থনা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কমবে রাউজানে দ্বন্দ্ব-খুনের পেছনে মাটির ব্যবসা, বালুমহাল দখল, চাঁদা মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন