হারানো মুকুট ফিরে পেলেন ইসমাইল, শিরিনের রাজত্ব চলছেই – ইউ এস বাংলা নিউজ




হারানো মুকুট ফিরে পেলেন ইসমাইল, শিরিনের রাজত্ব চলছেই

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০০ 10 ভিউ
এবারের জাতীয় অ্যাথলেটিক্সে নেই ইমরানুর রহমান। তাই দেশের নতুন দ্রুততম মানবের মুকুট কার মাথায় ওঠে, তা নিয়ে বাড়তি আগ্রহ ছিল। তবে নতুন কোনো দ্রুততম মানব পায়নি বাংলাদেশ, বরং নিজের হারানো মুকুট ফিরে পেয়েছেন ইসমাইল হোসেন। জাতীয় অ্যাথলেটিক্সে গেল তিন আসরে ইমরানের কাছ থেকে সেরার তকমা খুইয়েছিলেন ইসমাইল। অবশেষে ইমরানের অনুপস্থিতির সুযোগ কাজে লাগিয়ে ফের ১০০ মিটার স্প্রিন্টে বাজিমাত করেছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে ফের দেশের দ্রুততম মানব বনেছেন ইসমাইল। তিন বছর পর আবার দ্রুততম মানবের খেতাব জিতে উচ্ছ্বসিত এই অ্যাথলেট বলেন, ‘আবার দ্রুততম মানব হয়েছি ভালো লাগছে। এই জন্য আমার কোচ কাফি স্যারকে অনেক ধন্যবাদ। তিনি গত কয়েক মাস

আমার জন্য অনেক পরিশ্রম করেছেন।’ কোচের পাশাপাশি তার পরিবারকেও ধন্যবাদ দিয়েছেন, ‘আমার স্ত্রী হার্ডেলসের রানী তামান্না। সেও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে এবং আমি বাবা হওয়ার পর তার কাছ থেকে আরো সাহায্য পেয়েছি। আমার আজকের এই অর্জনেও তাদের অবদানও ৫০ ভাগ।’ এদিকে ১০০ মিটার স্প্রিন্টে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ১২.০১ সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছেন নৌবাহিনীর এই অ্যাথলেট। পদক জয়ের পর নিজের ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানান শিরিন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে এসএ গেমসে স্বর্ণ জেতা। সেই লক্ষ্যে নিজেকে প্রস্তুত করছি। আমার বর্তমান টাইমিং থেকে আরো উন্নতি করলে এটা সম্ভব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুয়েট প্রশাসন ও ছাত্র রাজনীতিকে ‘লাল কার্ড’ বাকি এগারো মাস কেউ খোঁজ রাখেন না একুশের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির লোমহর্ষক বর্ণনা ম্যাচ শেষে শামির পরামর্শ নিলেন তাসকিন প্রথম শুনানিতে আদালতে ইউন যুক্তরাজ্যে রেকর্ড ছাড়িয়েছে মুসলিমবিদ্বেষ ভারত নিয়ে ট্রাম্প মাস্কের ‘মতানৈক্য’ মালয়েশিয়ায় অনলাইন প্রতারণা: বাংলাদেশিসহ ৪৬ অভিবাসী গ্রেফতার চীনা ঋণ পুনঃতফসিলের অনুরোধ পাকিস্তানের পোস্টারের পর সিনেমাতেও কাটা পড়লেন উর্বশী বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘গুপ্তচর ক্যামেরা’ বানিয়ে সাড়া ফেলল চীন ইতিহাসের সর্বোচ্চ দামে সোনা ‘দেশে বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্তরা কুয়েটকে অস্থিতিশীল করতে চাচ্ছে’ গাজায় যাচ্ছে ১৫টি ভ্রাম্যমাণ বাড়ি বহনকারী ট্রাক জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৮ এপ্রিল মিসরে আবারও আবিষ্কৃত হল ফারাওয়ের সমাধি ট্রাম্পের হুমকিকে ভয় পাই না: শেইনবাউম যোগী আদিত্যনাথকে একহাত নিলেন গায়ক বিশাল সালমানের বিরুদ্ধে জ্যাকুলিনকে নকল করার অভিযোগ