চ্যাম্পিয়ন্স ট্রফির এ টু জেড – ইউ এস বাংলা নিউজ




চ্যাম্পিয়ন্স ট্রফির এ টু জেড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৫৬ 32 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে মাঝে আর মাত্র একদিন বাকি। ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হচ্ছে আইসিসিরি এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটি। ওয়ানডের শীর্ষে থাকা পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ ৮টি দেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে খুটিনাটি জানার বিষয়গুলো তুলে ধরা হলো- ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় পাকিস্তান। পাকিস্তান এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে। শুধু তাই নয়! চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার করাচি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান বনাম নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো পাকিস্তানেই হবে। তবে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না যাওয়ায় বিরাট কোহলিদের খেলাগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো

বিভিন্ন দেশের টিভি চ্যানেল এবং ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে। ভারতীয় দর্শকরা সরাসরি জিও স্টারে খেলা দেখতে পারবেন। এছাড়া আর ডিজিটাল স্ট্রিমিংয়ে নেটওয়ার্ক-১৮ এবং জিও হোস্টারে খেলা দেখতে পারবেন। পাকিস্তানের ভক্তরা- পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস এবং ডিজিটাল স্ট্রিমিং মাইকো ও তামাশা অ্যাপে দেখতে পারবেন। বাংলাদেশের ভক্তরা নাগরিক টিভি, টি-টি স্পোর্টস এবং টপি অ্যাপে খেলা দেখতে পারবেন। অস্ট্রেলিয়ার নাগরিকরা প্রাইম ভিডিওতে দেখতে পারবেন। নিউজিল্যান্ডের মানুষ খেলা দেখবেন স্কাই স্পোর্ট এনজেড টিভিতে। দক্ষিণ আফ্রিকার ভক্তরা খেলা দেখবেন সাব-সাহারান আফ্রিকাতে। আফগান ভক্তরা খেলা দেখবেন এটিএনে। শ্রীলংকান ভক্তরা খেলা দেখবেন মহারাজা টিভিতে। টুর্নামেন্টে অংশ নেওয়া ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে

রয়েছে- ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ বিতে রয়েছে- অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা প্রতিটি দল গ্রুপপর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে যাবে। টুর্নামেন্টে আফগানিস্তান প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে। প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান। ২০২৩ সালের বিশ্বকাপে সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান, ইংল্যান্ড এবং শ্রীলংকাকে পরাজিত করেছে আফগানরা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে আফগানরা। প্রাইজ মানি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৭ সালের তুলনায় ৫৩ শতাংশ বেশি। এবারের চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার।

আর রানার্সআপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার। সেমিফাইনালে ওঠা দল পাবে ৫৬০,০০০ হাজার ডলার। উদ্বোধনী ম্যাচ: পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ১৯ ফেব্রুয়ারি, করাচি, বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি দুবাই। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৯ মার্চ পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনাল হবে। তবে ভারত যদি ফাইনালে উঠে তাহলে ফাইনাল ম্যাচ হবে দুবাইতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শীর্ষ নেতাদের নিয়ে তাস চেয়ারম্যানের মধ্যাহ্নভোজ বৈঠক রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর পূর্তিতে কর্মসূচি ধর্ষণে ব্যর্থ হয়ে মুখে মাটি ঢুকিয়ে শিশু জান্নাতিকে হত্যা করে বেলাল কাশ্মীরে হামলা: ব্যথিত পাকিস্তানের শোবিজ তারকারা পানি পান করে ক্ষুধা মেটাতাম, বলছেন অভিনেত্রী বাবর আজমকে ছাড়িয়ে কোহলির রেকর্ড ‘তোমায় মেরে ফেলব’, গম্ভীরকে হুমকি নবজাতকের গোড়ালির রক্ত পরীক্ষায় ধরা পড়বে ভবিষ্যতের রোগ তদন্ত ছাড়া ভিসি-প্রোভিসির পদত্যাগে ন্যায়বিচারের পরাজয় হয়েছে ভারতে কাশ্মীরি শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? জবাবের অপেক্ষায় ফ্রান্স ১৯৪৭ সালে যেভাবে দু’ভাগ হয়েছিল কাশ্মীর ‘আর কত নোংরামি করবে মোদি সরকার?’ আনন্দে ভাসছেন কুয়েটের শিক্ষার্থীরা, পতাকা উড়িয়ে উল্লাস কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ কিয়েভে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ হামলা, ‘ভ্লাদিমির স্টপ’ বললেন ট্রাম্প ভারত-পাকিস্তান: কার কয়টি যুদ্ধবিমান ইউজিসির চার কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, হতে পারে কয়েকটি চুক্তি সই