সৌদি বিশ্বকাপে নিষিদ্ধ থাকবে অ্যালকোহল – ইউ এস বাংলা নিউজ




সৌদি বিশ্বকাপে নিষিদ্ধ থাকবে অ্যালকোহল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২৫ 87 ভিউ
আগামী ২০৩৪ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। তবে সেই বিশ্বকাপের সময় সৌদি আরবের কোথাও কোনো ধরণের অ্যালকোহল বিক্রি বা গ্রহণের অনুমতি দেওয়া হবে না। বলেই জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম এলবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স খালিদ বলেন, 'বর্তমানে আমরা অ্যালকোহলের অনুমতি দিচ্ছি না। অ্যালকোহল ছাড়াও আনন্দ উপভোগ করা সম্ভব—এটি বাধ্যতামূলক নয়। আপনি যদি সৌদি আরব ছাড়ার পর পান করতে চান, সেটি আপনার ব্যাপার, তবে আমাদের দেশে বর্তমানে অ্যালকোহলের কোনো সুযোগ নেই।' কাতার বিশ্বকাপের আগেও অ্যালকোহল বিক্রির অনুমতি নিয়ে বিতর্ক হয়েছিল। প্রথমে স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলেও টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে

তা বাতিল করা হয়। তবে ভক্তরা নির্দিষ্ট 'ফ্যান জোন' ও হোটেলের বারে অ্যালকোহল পান করতে পেরেছিলেন। কাতার বিশ্বকাপের মতো সৌদি আরবেও কি হোটেলগুলিতে মদ পাওয়া যাবে কিনা জানতে চান এলবিসির সাংবাদিক। জবাবে প্রিন্স খালিদ স্পষ্টভাবে বলেন, 'না, এখানে একেবারেই অ্যালকোহলের অনুমতি নেই।' সৌদি আরবের সংস্কৃতির বিষয়ে যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি আরবের এই রাষ্ট্রদূত বলেন, "আমাদের আবহাওয়ার মতোই, সৌদি আরবও 'শুষ্ক' দেশ। প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি আছে। আমরা অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত, তবে আমাদের সংস্কৃতি বদলানোর ইচ্ছা নেই।" মধ্যপ্রাচ্যের দেশটিতে সমলিঙ্গের সম্পর্কও অবৈধ এবং ট্রান্সজেন্ডার ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় না। এই প্রসঙ্গে প্রিন্স খালিদ বলেছেন, 'আমরা সবাইকে স্বাগত জানাবো। এটি শুধুমাত্র সৌদি আরবের ইভেন্ট নয়,

এটি বিশ্বকাপ, তাই আমরা যে কেউ আসতে চাইলে তাকে স্বাগত জানাতে চাই।' সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে, তারা 'স্পোর্টসওয়াশিং' করছে—অর্থাৎ, মানবাধিকার লঙ্ঘন ও পরিবেশগত ক্ষতির ইমেজ ঢাকার জন্য ক্রীড়াক্ষেত্রে বিপুল বিনিয়োগ করছে। সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন করা হলে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, হতাহত বহু শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮ মিরপুরে অগ্নিকাণ্ড: হতাহতদের সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি যুগ পার হলেও ডিমিউচ্যুয়ালাইজেশনের সুফল আসেনি শেয়ারবাজারে উদ্ধার হয়নি চাইনিজ রাইফেল-এসএমজি-আড়াই লাখ গুলি, নির্বাচনে নিরাপত্তা শঙ্কা চাকসু ভোটের ফলাফল বৃহস্পতিবার ‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামে দেশের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয় বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬ শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় অজ্ঞান, পুড়ে অঙ্গার শ্রমিকরা: ফায়ার সার্ভিস নিহতদের মুখ ঝলসে যাওয়ায় পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী