প্রথম দুই ম্যাচে ২৩৩ রান, পাকিস্তানে ইতিহাস গড়েই বাড়ি ফিরছেন ব্রিটজকে – ইউ এস বাংলা নিউজ




প্রথম দুই ম্যাচে ২৩৩ রান, পাকিস্তানে ইতিহাস গড়েই বাড়ি ফিরছেন ব্রিটজকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩১ 8 ভিউ
পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজ চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে নিয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবে টুর্নামেন্টের তৃতীয় দল দক্ষিণ আফ্রিকার জন্য পুরোপুরি ‘প্রস্তুতি’ ছিল না এই সিরিজ। এই টুর্নামেন্টে খেলা অর্ধেকই যে নেই প্রোটিয়াদের চ্যাম্পিয়নস ট্রফির দলে। এসএটোয়েন্টির কোয়ালিফায়ার ও ফাইনালে ওঠা দলগুলোর খেলোয়াড়দের ছাড়াই যে টুর্নামেন্টটি খেলেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল পাকিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে দক্ষিণ আফ্রিকার। দলটির অর্ধেকের মতো খেলোয়াড়ই ফিরে যাচ্ছেন বাড়িতে। যাঁদের একজন ম্যাথু ব্রিটজকে দারুণ দুটি রেকর্ড নিয়েই দক্ষিণ আফ্রিকা ফিরছেন। চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকা সবাই থাকলে ব্রিটজকের পাকিস্তানে বিপক্ষে খেলাই হতো না। সেই ব্যাটসম্যান নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেন ক্যারিয়ারের প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ।

আর সেই ম্যাচে ১৫০ রান করে এই সংস্করণে অভিষেকে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড গড়েন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের রেকর্ড কেড়ে নেন ব্রিটজকে। ১৯৭৮ সালে ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রান করেছিলেন কিংবদন্তি ক্যারিবীয় ওপেনার। কাল পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করে হেইন্সের আরেকটি রেকর্ড কেড়েছেন ব্রিটজকে। দুই ম্যাচে ২৩৩ রান করেছেন ব্রিটজকে, ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ২০০ রান করা প্রথম ব্যাটসম্যান তিনিই। হেইন্স ক্যারিয়ারে প্রথম দুই ইনিংসে করেছিলেন ১৯৫ রান। ৩৫০ পেরিয়ে পাকিস্তানের প্রথম জয়, সবচেয়ে বেশিবার জিতেছে কারা ওয়ানডেতে প্রথম দুই ইনিংসে সবচেয়ে বেশি রান রান ব্যাটসম্যান দল ২৩৩ ম্যাথু ব্রিটজকে দক্ষিণ আফ্রিকা ১৯৫ ডেসমন্ড হেইন্স ওয়েস্ট ইন্ডিজ ১৭৩ রেসি ফন ডার ডুসেন দক্ষিণ আফ্রিকা ১৭২ জন এডরিচ ইংল্যান্ড ১৬৭ টম কুপার নেদারল্যান্ডস ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির পর

ম্যাথু ব্রিটজকে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির পর ম্যাথু ব্রিটজকেএএফপি ব্রিটজকে আবার দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে কবে সুযোগ পাবেন, কে জানে! তবে সুযোগ মিললে প্রথমবার ব্যাটিংয়ে নেমে ৩২ রান করলেই প্রথম তিন ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও গড়বেন ব্রিটজকে। ওয়ানডেতে প্রথম তিন ইনিংসে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা নিক নাইটের। ইংল্যান্ড ব্যাটসম্যান ক্যারিয়ারের প্রথম তিন ইনিংসে দুই সেঞ্চুরিতে করেছিলেন ২৬৪ রান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ভালোবাসা দিবসে যুক্তরাষ্ট্রে ৩ লাখ ৩৫ হাজার কোটি টাকার উপহার–বাণিজ্য শাহবাগে নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের অবরোধ, ছত্রভঙ্গ করল পুলিশ প্রথম দুই ম্যাচে ২৩৩ রান, পাকিস্তানে ইতিহাস গড়েই বাড়ি ফিরছেন ব্রিটজকে নতুন এক বাসযোগ্য পৃথিবীর খোঁজ মিলেছে স্ত্রীর সঙ্গে বিদেশি পরিচালকের কিছু একটা চলছে, আঁচ করতে পেরেছিলেন তিনি মহারাষ্ট্রের সাবেক মন্ত্রীর ব্যাংককগামী ছেলেকে ঘিরে মাঝ আকাশে নাটকীয়তা ট্রাম্পের স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন ৭৫ হাজার সরকারি কর্মী সিমলা, মনীষাদের অসম প্রেমের এই ৭ সিনেমা দেখেছেন কি শাকিবের ‘দরদ’, দারুণ গল্পের করুণ নির্মাণ দিল্লিতে নারী মুখ্যমন্ত্রীর কথা ভাবছে বিজেপি? তালিকায় কারা পর্যটকশূন্য সেন্ট মার্টিনে এখন কী হচ্ছে ডিস্ক প্রলাপস কেন হয়, সতর্কতা ও চিকিৎসা কী পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ ১৪৭ কোটি টাকা, ৭ মাসে খরচ ৪৭ লাখ টাকা ট্রাম্পের সঙ্গে ‘ব্রোমান্স’ ফেরানোর চেষ্টায় মোদি যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ীই জিম্মিদের মুক্তি দেবে হামাস ইসির কাছে ২৩ প্রস্তাব দিল জামায়াত শনিবার তিন ইসরাইলিকে মুক্তি দিতে রাজি হামাস তোপের মুখে কার্যালয় ছাড়লেন ইউএনও নিখোঁজের ২৩ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রের বস্তাবন্দি মরদেহ