রান তাড়ার ইতিহাস গড়ে ফাইনালে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




রান তাড়ার ইতিহাস গড়ে ফাইনালে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০৩ 88 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে এক রূপকথার রাতের সাক্ষী হলো পাকিস্তান ক্রিকেট। ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেঞ্চুরি করলেন মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগা। তাতে পাহাড়সম লক্ষ্য পানির মতো সহজ হয়ে গেল। এক ওভার ও ৬ উইকেট হাতে রেখেই ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার কীর্তি গড়ে জয় পেয়েছে পাকিস্তান। নিজেদের দুই ম্যাচের দুটি জিতে আগেই ফাইনালে পৌঁছে যায় নিউজিল্যান্ড। আজকের ম্যাচটি পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার জন্য ছিল ডু-অর-ডাই। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে একেবারে মন্দ পারফর্ম করেনি দক্ষিণ আফ্রিকা। দলটির কেউ তিন অঙ্কের দেখা না পেলেও ৮০ রানের বেশি করেছেন তিন ব্যাটার।

এর মধ্যে সর্বোচ্চ ৮৭ রান আসে হাইনরিখ ক্লাসেনের ব্যাটে। অধিনায়ক ও ওপেনার টেম্বা বাভুমা করেন ৮২ রান। ৮৩ রানের ইনিংস খেলেন আগের ম্যাচে কিউইদের বিপক্ষে দেড়শ করা ম্যাথু ব্রিৎজকে। তাদের বিস্ফোরক ইনিংসগুলোতে চড়ে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের পক্ষে খরুচে বোলিংয়ে ৬৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। রানপাহাড় গড়ে স্বস্তিতেই ছিল দক্ষিণ আফ্রিকা। ৯১ রানের মধ্যে পাকিস্তানের ৩ উইকেট তুলে নিয়ে জয়ের সুবাসও জাগিয়েছিল তারা। কিন্তু এরপর সব হিসাব-নিকাশ পালটে দেন রিজওয়ান এবং সালমান। ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় এবং পাকিস্তানের সর্বোচ্চ চতুর্থ উইকেট জুটি গড়ে দলকে লক্ষ্যের দিকে নিয়ে যান তারা। তাদের ২৬০ রানের অবিশ্বাস্য

জুটিতে ইতিহাসগড়া রান তাড়ার সাক্ষী হন করাচি স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা। ৪৯ তম ওভারের পঞ্চম বলে ফেরার আগে ১০৩ বলে ১৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সালমান। তার ইনিংসে ছিল ১৬টি চার ও দুটি ছক্কার মার। আর অধিনায়ক হিসেবে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়া রিজওয়ানের ব্যাটে ৯ চার ও ৩ ছক্কায় ১২২ রান। এতে ৬ বল বাকি থাকতেই জয়ের আনন্দে ভাসে পাকিস্তান। আগামী ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ সময় বিকেল তিনটায় একই মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ফের সংঘর্ষ, হতাহত বহু শাহবাগ মোড় ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা এআই চ্যালেঞ্জ নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে ইসির আলোচনা রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮ মিরপুরে অগ্নিকাণ্ড: হতাহতদের সহায়তার ঘোষণা, তদন্ত কমিটি যুগ পার হলেও ডিমিউচ্যুয়ালাইজেশনের সুফল আসেনি শেয়ারবাজারে উদ্ধার হয়নি চাইনিজ রাইফেল-এসএমজি-আড়াই লাখ গুলি, নির্বাচনে নিরাপত্তা শঙ্কা চাকসু ভোটের ফলাফল বৃহস্পতিবার ‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামে দেশের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা সারাদেশে একযোগে লালন উৎসব ও মেলা করবে শিল্পকলা একাডেমি ৩৫ বছর পর চাকসু নির্বাচন আজ পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয় বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান মিরপুরের আগুনে মৃত্যু বেড়ে ১৬ শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা রাসায়নিকের বিষাক্ত ধোঁয়ায় অজ্ঞান, পুড়ে অঙ্গার শ্রমিকরা: ফায়ার সার্ভিস নিহতদের মুখ ঝলসে যাওয়ায় পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী