রান তাড়ার ইতিহাস গড়ে ফাইনালে পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




রান তাড়ার ইতিহাস গড়ে ফাইনালে পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:০৩ 65 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে এক রূপকথার রাতের সাক্ষী হলো পাকিস্তান ক্রিকেট। ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেঞ্চুরি করলেন মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আগা। তাতে পাহাড়সম লক্ষ্য পানির মতো সহজ হয়ে গেল। এক ওভার ও ৬ উইকেট হাতে রেখেই ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রান তাড়ার কীর্তি গড়ে জয় পেয়েছে পাকিস্তান। নিজেদের দুই ম্যাচের দুটি জিতে আগেই ফাইনালে পৌঁছে যায় নিউজিল্যান্ড। আজকের ম্যাচটি পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার জন্য ছিল ডু-অর-ডাই। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে একেবারে মন্দ পারফর্ম করেনি দক্ষিণ আফ্রিকা। দলটির কেউ তিন অঙ্কের দেখা না পেলেও ৮০ রানের বেশি করেছেন তিন ব্যাটার।

এর মধ্যে সর্বোচ্চ ৮৭ রান আসে হাইনরিখ ক্লাসেনের ব্যাটে। অধিনায়ক ও ওপেনার টেম্বা বাভুমা করেন ৮২ রান। ৮৩ রানের ইনিংস খেলেন আগের ম্যাচে কিউইদের বিপক্ষে দেড়শ করা ম্যাথু ব্রিৎজকে। তাদের বিস্ফোরক ইনিংসগুলোতে চড়ে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫২ রান তোলে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের পক্ষে খরুচে বোলিংয়ে ৬৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। রানপাহাড় গড়ে স্বস্তিতেই ছিল দক্ষিণ আফ্রিকা। ৯১ রানের মধ্যে পাকিস্তানের ৩ উইকেট তুলে নিয়ে জয়ের সুবাসও জাগিয়েছিল তারা। কিন্তু এরপর সব হিসাব-নিকাশ পালটে দেন রিজওয়ান এবং সালমান। ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় এবং পাকিস্তানের সর্বোচ্চ চতুর্থ উইকেট জুটি গড়ে দলকে লক্ষ্যের দিকে নিয়ে যান তারা। তাদের ২৬০ রানের অবিশ্বাস্য

জুটিতে ইতিহাসগড়া রান তাড়ার সাক্ষী হন করাচি স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেটপ্রেমীরা। ৪৯ তম ওভারের পঞ্চম বলে ফেরার আগে ১০৩ বলে ১৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সালমান। তার ইনিংসে ছিল ১৬টি চার ও দুটি ছক্কার মার। আর অধিনায়ক হিসেবে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়া রিজওয়ানের ব্যাটে ৯ চার ও ৩ ছক্কায় ১২২ রান। এতে ৬ বল বাকি থাকতেই জয়ের আনন্দে ভাসে পাকিস্তান। আগামী ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশ সময় বিকেল তিনটায় একই মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ নির্যাতনসহ নানা অভিযোগে পুলিশের আরও ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত সেমিফাইনালে খেলবে না ভারত, ফাইনালে পাকিস্তান বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১ গোপালগঞ্জে সেনাবাহিনীর বর্বরতা – ৭১ সালের পাকিস্তানি সেনা বর্বরতাকে হার মানায়। ‘Ekattorer Prohori Foundation, USA’ condemns heinous attack on minority Hindu community in Rangpur ডিম নিক্ষেপ করতে এসে ছাত্রদলের ৫ নেতাকর্মী আটক শাবিতে নেই জরুরি সেবা, ভোগান্তিতে শিক্ষার্থীরা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ গাজার একাংশ দখলের ইঙ্গিত ইসরাইল মন্ত্রীর মাইলফলক স্পর্শ করে মুগ্ধ সাগর-হিমেল সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে ১৫ দেশের যৌথ বিবৃতি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিল জাপান ইসরাইলের দুই মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হলো