![](https://usbangla24.news/wp-content/themes/pitwmeganews/pitw-assets/pitw-image/user_default.png)
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/abhishek-sharma-67a350e062acc-1.jpg)
৯৭ ধাপ এগিয়ে হেডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অভিষেক
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/saikat-67a34b8fa5d43.jpg)
চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারিং প্যানেলে সৈকত, নেই ভারতের কেউ
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/abhishek-sharma-67a350e062acc.jpg)
৯৭ ধাপ এগিয়ে হেডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অভিষেক
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/shakib-67a217d71229a.jpg)
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব, থাকছেন কারা
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/bpl-barishal-67a0e4d7060f7.jpg)
মোহাম্মদ-হৃদয়ের নৈপুণ্যে হেসেখেলে ফাইনালে বরিশাল
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/1-4-67a04831b0b0f.jpg)
প্লে-অফের আগ মুহূর্তে তিন বিদেশিকে উড়িয়ে আনছে রংপুর
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/1-3-67a043f93a6be.jpg)
সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পরাকে নিজের অপূর্ণতা মানছেন হান্নান
ক্যাচ ধরেই কোটি টাকার বেশি পেলেন দর্শক
![](https://usbangla24.news/wp-content/uploads/2025/02/1-67a34b684b643.jpg)
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যাচেই নজর কাড়লেন এক দর্শক। তিনি গ্যালারি থেকে ক্যাচ ধরে প্রায় দেড় কোটি টাকা জিতে নিলেন। ডেওয়াল্ড ব্রেভিসের মারা ছক্কায় ক্যাচ ধরে এ পুরস্কার জিতে নেন এক দর্শক।
টুর্নামেন্টের নিয়মানুসারে এক হাতে ক্লিন ক্যাচ ধরার জন্য সেই দর্শক পুরস্কার পান ২ মিলিয়ন আফ্রিকান র্যান্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৩০ লাখ ৭০ হাজার ২৫ টাকা।
দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি লিগের নিয়মানুসারে কোনো দর্শক যদি ব্যাটসম্যানের মারা ছক্কা একহাতে ক্লিন ক্যাচ ধরতে পারেন, তাহলে তাকে দক্ষিণ আফ্রিকার মুদ্রায় ২ মিলিয়ন র্যান্ড পুরস্কার দেওয়া হয়। এক্ষেত্রে ক্লিন ক্যাচ ধরা জরুরি। বল কোথাও লেগে প্রতিহত হলে চলবে
না। অন্য কারও হাতে বা নিজের শরীরের অন্য কোথাও লাগার পরে বল তালুবন্দি করলেও পুরস্কার মিলবে না। এমনকি একাধিকবারের চেষ্টায় ধরা অর্থাৎ জাগলিং ক্যাচও পুরস্কারের জন্য বিবেচিত হবে না। অবশ্য ক্যাচ ধরা দর্শকের বয়স হতে হবে ১৮ বছরের উপরে। গতকাল মঙ্গলবার গেবেরহায় সেন্ট জর্জ পার্কে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ক্যাপটাউন ও প্যারেল রয়েলস। এই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মুম্বাই ক্যাপ টাউন। দলের হয়ে ৩০ বলে ৪টি ছক্কার সাহায্যে ৪৪ রান করে অপরাজিত থাকেন ডেওয়াল্ড ব্রেভিস। তার মারা ছক্কায় ক্যাচ ধরে পুরস্কার জিতে নেন ওই দর্শক। তিনি মুম্বাই ক্যাপ টাউনের জার্সি পরেছিলেন। এছাড়া
২৭ বলে ৪৪ রান করেন রায়ান রিকেল্টন। ৩২ বলে ৪০ রান করেন রিশি ভেন দার ডুসেন। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭ বলে ৩২ রান করেন ডিলন্ড পোর্টগিটার। টার্গেট তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৬০ রানেই অলআউট হয় রয়েল প্যারেলস। দলের হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক ডেভিড মিলার।
না। অন্য কারও হাতে বা নিজের শরীরের অন্য কোথাও লাগার পরে বল তালুবন্দি করলেও পুরস্কার মিলবে না। এমনকি একাধিকবারের চেষ্টায় ধরা অর্থাৎ জাগলিং ক্যাচও পুরস্কারের জন্য বিবেচিত হবে না। অবশ্য ক্যাচ ধরা দর্শকের বয়স হতে হবে ১৮ বছরের উপরে। গতকাল মঙ্গলবার গেবেরহায় সেন্ট জর্জ পার্কে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ক্যাপটাউন ও প্যারেল রয়েলস। এই ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মুম্বাই ক্যাপ টাউন। দলের হয়ে ৩০ বলে ৪টি ছক্কার সাহায্যে ৪৪ রান করে অপরাজিত থাকেন ডেওয়াল্ড ব্রেভিস। তার মারা ছক্কায় ক্যাচ ধরে পুরস্কার জিতে নেন ওই দর্শক। তিনি মুম্বাই ক্যাপ টাউনের জার্সি পরেছিলেন। এছাড়া
২৭ বলে ৪৪ রান করেন রায়ান রিকেল্টন। ৩২ বলে ৪০ রান করেন রিশি ভেন দার ডুসেন। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৭ বলে ৩২ রান করেন ডিলন্ড পোর্টগিটার। টার্গেট তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৬০ রানেই অলআউট হয় রয়েল প্যারেলস। দলের হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক ডেভিড মিলার।