ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ক্যাচ ধরেই কোটি টাকার বেশি পেলেন দর্শক
৯৭ ধাপ এগিয়ে হেডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অভিষেক
চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারিং প্যানেলে সৈকত, নেই ভারতের কেউ
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব, থাকছেন কারা
মোহাম্মদ-হৃদয়ের নৈপুণ্যে হেসেখেলে ফাইনালে বরিশাল
প্লে-অফের আগ মুহূর্তে তিন বিদেশিকে উড়িয়ে আনছে রংপুর
সাকিবের বিদায়ী টেস্ট খেলতে না পরাকে নিজের অপূর্ণতা মানছেন হান্নান
৯৭ ধাপ এগিয়ে হেডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অভিষেক
অভিষেক শর্মা। ক্রিকেট সম্পর্কে টুকটাক খোঁজখবর রাখলে প্রায় বছরখানেক ধরে এই নামটা নিশ্চিত অনেকবার শুনেছেন আপনি। সবশেষ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঝোড়ো ব্যাটিংয়ে নিয়মিত খবরের শিরোনাম হয়েছেন। এবার ভারতের জার্সিতেও আলোড়ন সৃষ্টি করেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ২৭৯ রান করেছেন অভিষেক। এমন পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন হাতেনাতে। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে ৯৭ ভাগ এগিয়েছেন তিনি।
ইংল্যান্ড সিরিজ শুরুর আগে ৯৯ নম্বরে ছিলেন, আর এখন শীর্ষে থাকা অজি ব্যাটার ট্র্যাভিস হেডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অভিষেক। সিরিজের প্রথম তিন ম্যাচে ১১৫ রান করে এগিয়েছিলেন ৫৯ ধাপ। আর শেষ দুই ম্যাচে ১৬৪ রান করে এক লাফে পেরিয়েছেন ৩৮
ধাপ। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা হেডের রেটিং ৮৫৫। আর দুইয়ে উঠে আসা অভিষেকের রেটিং এখন ৮২৯ পয়েন্ট। ভারতীয়দের মধ্যে অভিষেক ছাড়াও এগিয়েছেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। এর মধ্যে পান্ডিয়া ৫ ধাপ এগিয়েছেন। আর অভিষেকের মতোই ৩৮ ধাপ এগিয়েছেন দুবে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। পাশাপাশি র্যাংকিংয়েও সুখবর পেয়েছেন তিনি। তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় তিনে উঠে এসেছেন তিনি। ইংল্যান্ড সিরিজে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জয় করেছিলেন এই ঘূর্ণিবাজ।
ধাপ। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা হেডের রেটিং ৮৫৫। আর দুইয়ে উঠে আসা অভিষেকের রেটিং এখন ৮২৯ পয়েন্ট। ভারতীয়দের মধ্যে অভিষেক ছাড়াও এগিয়েছেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। এর মধ্যে পান্ডিয়া ৫ ধাপ এগিয়েছেন। আর অভিষেকের মতোই ৩৮ ধাপ এগিয়েছেন দুবে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। পাশাপাশি র্যাংকিংয়েও সুখবর পেয়েছেন তিনি। তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় তিনে উঠে এসেছেন তিনি। ইংল্যান্ড সিরিজে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জয় করেছিলেন এই ঘূর্ণিবাজ।