বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ | ৬:০৯ 14 ভিউ
পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এই উদ্যোগ ভ্রমণ ও সংযোগ সহজতর করার পাশাপাশি পর্যটন, শিক্ষা এবং বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধি করবে। হাইকমিশনার আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর হবে। তিনি বাংলাদেশের মতপ্রকাশের স্বাধীনতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন,

সামাজিক যোগাযোগমাধ্যম তরুণ প্রজন্মকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করেছে, যা দেশের মুক্ত মতামত প্রকাশের সংস্কৃতিকে আরও শক্তিশালী করেছে। এছাড়া তিনি খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ব্যবসায়ীদের এসব ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানান। হাইকমিশনার আরও জানান, পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে এবং চট্টগ্রাম ও করাচি বন্দর ব্যবহার করে জাহাজপথে দুই দেশের মধ্যে বাণিজ্য চলছে। যদিও এর পরিমাণ এখনও তুলনামূলকভাবে কম। তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে কথা বলেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বাড়িটা আর নেই’, ঘরে ফেরা ফিলিস্তিনির আর্তনাদ রেলের কর্মবিরতিতে সারা দেশে লাখো যাত্রীর ভোগান্তি বরিশালে বাস টার্মিনালে সংঘর্ষ ভাংচুর, ধর্মঘটের ডাক শ্রমিকদের নায়িকাকে একনজর দেখতে আদালতে তলব! গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জবি মেলিন্ডার সঙ্গে বিবাহবিচ্ছেদ ছিল ভুল: বিল গেটস পাকিস্তানে চেকপোস্টে হামলা, গোলাগুলিতে দুই সেনাসহ পাঁচ সন্ত্রাসী নিহত পাকিস্তানে উচ্চশিক্ষার অনুমতি পেল আফগান নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথরা ৪১বার বাধা দিয়েছিল পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ৭ টিভি অভিনেত্রী চীনে হবে ম্যারাথন, দৌড়াবে মানুষ ও রোবট স্বজনের মুখটা শেষবারের মতো দেখতে দিলেন না বিমানের কর্তারা আলো থেকে অন্ধকারে আচ্ছন্ন বাংলাদেশ রুপা আসমা ফুসফুসে ক্যানসারের লক্ষণ বুঝবেন যেভাবে র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা স্থগিত পল্লবীর সাবরেজিস্ট্রার প্রদীপের অন্ধকার জীবন সেনাবাহিনী থেকে ‘ট্রান্সজেন্ডার মতাদর্শ’ বের করতে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের সেপ্টেম্বরেই পাওয়া যেতে পারে ক্যানসারের টিকা বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার