গাজায় ইসরাইলের যুদ্ধ-কুকুর, ফিলিস্তিনি নারীর বর্ণনায় প্রকাশ্যে এলো ভয়াবহতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫
     ৪:২৮ অপরাহ্ণ

গাজায় ইসরাইলের যুদ্ধ-কুকুর, ফিলিস্তিনি নারীর বর্ণনায় প্রকাশ্যে এলো ভয়াবহতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ | ৪:২৮ 92 ভিউ
দখলদার ইসরাইলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর হামলা চালাচ্ছে। বোমা, রকেট ও ড্রোন হামলা ছাড়াও গাজায় যুদ্ধ কুকুর ব্যবহার করছে ইসরাইলি সেনারা। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এসব কুকুর গাজার অসহায় নাগরিকদের ওপর আক্রমণ করছে। এমনই একটি আক্রমণের লোমহর্ষক বর্ণনা ফুটে উঠেছে এক ফিলিস্তিনি গর্ভবতী মা তাহরির হুসনি আল আরিয়ানের কথায়। বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলো ইসরাইলি সামরিক বাহিনী নিয়মতান্ত্রিকভাবে ক্যামেরা ব্যবহার করে ভবন অনুসন্ধানের কাজে ব্যবহার করছে। যার শিকার হচ্ছেন ভবনে বেঁচে যাওয়া ও লুকিয়ে থাকা অসহায় মানুষরা। গত বছরের ২৪ অক্টোবর ঘটনা, ৯ মাসের গর্ভবতী আরিয়ান তার তিন সন্তান ও স্বামীকে নিয়ে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের

বাড়িতে ছিলেন। আর সেই সময় ইসরাইলি সামরিক বাহিনী তাদের প্রতিবেশী আল-মানারা আক্রমণ করে। আক্রমণের পর তারা লুকিয়ে বাঁচার চেষ্টা করলেও তাদের হানা দেয় একটি কুকুর। ওই আক্রমণটি চলে ১০ মিনিট ধরে। এতে তার গর্ভে থাকা সন্তানের জন্ম হয়। যদিও সেই আক্রমণ কেড়ে নেয় তার নবজাতক শিশুকে। এ ঘটনার পর এখনও ট্রমায় ভুগছেন তিনি। ফিরতে পারছেন না বাড়িতে। ইসরাইলের যুদ্ধ-কুকুরের আক্রমণের শিকার হওয়া ফিলিস্তিনি গর্ভবতী মা তাহরির হুসনি আল আরিয়ান আরিয়ান নির্মম এই ঘটনা নিয়ে বলেন, ‘তারা হঠাৎ করে ক্ষেপণাস্ত্র দিয়ে এলাকায় গোলাবর্ষণ শুরু করে এবং আকাশে আগুন জ্বলে ওঠে।’ তবে বিল্ডিং ছেড়ে যেতে না পেরে আরিয়ান ও তার পরিবার নিচ তলায় তার

শ্যালকের অ্যাপার্টমেন্টে আশ্রয় নেয়। তিনি বলেন, ‘আমরা কিছুই করতে পারিনি। আমরা আটকা পড়েছিলাম। আমরা কোনো লাইট জ্বালাতে ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম ড্রোন আমাদের টার্গেট করবে। কিন্তু তারপর সিঁড়ি বেয়ে উঠার পায়ের আওয়াজ শুনতে পেলাম। স্বামীকে জিজ্ঞেস করলাম, কীসের আওয়াজ। এটি কি সেনাবাহিনী।’ কিন্তু না, এটা ছিল একটি কুকুর। যার মাথায় একটি লাইট এবং একটি ক্যামেরা ছিল, বাড়ির প্রতিটি ঘরে প্রবেশ করছে সেই কুকুর। এবং পরে এটা সোজা আমাদের দিকে বাথরুমে এসেছিল। কুকুরটি সামনে চলে এলে পরিবারটি দরজা বন্ধ করার চেষ্টা করে। কিন্তু সেই দরজা ভেঙে ঢুকে পড়ে কুকরটি। আরিয়ানার মতে, এটি একটি সাধারণ কুকুর ছিল না। এটি বিশাল, একটি সিংহের মতো ছিল এবং কালো। কুকুরটি

প্রথমে দরজা ভেঙে তার ১৭ বছর বয়সি বোনকে আক্রমণ করে, যে সাত মাসের গর্ভবতী ছিল। এটি তার প্রার্থনার পোশাক ছিঁড়েছিল, কিন্তু সৌভাগ্যক্রমে, এটি দ্রুত চলে যায়। কিন্তু তারপর, কুকুরটি আবার ফিরে আসে। আরিয়ান বলেন, ‘আমি প্রথমে এটি দেখতে পাইনি, কিন্তু তারপরে আমি অনুভব করি আমার ডান উরুতে কামর দিয়েছে কুকুরটি। আমাকে নখ দিয়ে আঁকড়ে ধরেছে। আমার স্বামী এবং অন্যরা এটিকে টেনে তোলার চেষ্টা করেছিল, কিন্তু তারা পারেনি। এটি আমাকে করিডোরে টেনে নিয়ে গিয়েছিল এবং আমি অনুভব করতে পারি যে আমার পেটে থাকা সন্তান বেরিয়ে যাচ্ছে।’ পরে বাথরুমের বাইরে থাকা ইসরাইলি সেনারা হস্তক্ষেপ করে। কুকুরটিকে থামাতে চারজন সৈন্য লেগেছিল। যা নিয়ে আরিয়ানা

বলেন, ‘আমি বুঝতে পারিনি যে পরে কী হয়েছিল, কিন্তু আমার স্বামী আমাকে বলেছিলেন। প্রথম সৈনিক আমাকে কুকুরের দাঁত থেকে বের করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। দ্বিতীয় এবং তৃতীয় সৈন্যরাও পারেনি। অবশেষে, চতুর্থ সৈনিক তার মাথায় থাপা দিয়ে সফল হয় এবং কুকুরটি আমাকে ছেড়ে দেয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের জাতীয় কবির সমাধির পাশে সমাহিত হাদি অবৈধ দখলদার সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, গুম-খুন ও মবসন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি আওয়ামী লীগের কার্যালয়ে, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে হামলা নিন্দা ও প্রতিবাদ এ. কে. খন্দকারের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক অবৈধ তফসিল মানি না, মানবো না। চরম অরাজকতায় ধুঁকছে বাংলাদেশ: ইউনুস-সেনাপ্রধান দ্বন্দ্বে শাসনব্যবস্থা অচল, কৌশলগত অবস্থানে ভারত রাজনৈতিক হাতিয়ার হিসেবে মবসন্ত্রাসের নগ্ন নৃত্য চলছে: আ.লীগ জানাজার ভিড় কি জান্নাতের মানদণ্ড? ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভ্রান্ত ধারণার অপনোদন প্রেস সচিবের উস্কানি ও সরকারের চরম ব্যর্থতা: ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের গণমাধ্যম সাংবাদিক ও প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় ১০ দেশের তীব্র নিন্দা অবৈধ ইউনুস সরকারের ব্যর্থতায় গণমাধ্যম ধ্বংস প্রেস সচিব শফিকের উস্কানিতে গণমাধ্যমের স্বাধীনতা চরম সংকটে “আমি বিএনপি চাই না জামায়াতও চাই না, আওয়ামী লীগ না থাকলে আমি ভোট দিবো না” – জনতার কথা ‘দায়মুক্তি’ শীর্ষক লাইভ প্রোগ্রামের বিশেষ পর্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মত কেউ বাংলাদেশে পয়দা হয়নাই, আওয়ামী লীগ বীরের বেশে দেশে ফিরে আসবে” –জনতার কন্ঠ অবৈধ দখলদার সরকারের শাসনে জনরোষ, ঘরে ঘরে অসন্তোষ সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের কফিনে বাংলাদেশের পতাকা নেই না ফেরার দেশে বাংলাদেশের জন্মের অন্যতম সাক্ষী ও বিমান বাহিনীর প্রথম প্রধান এ কে খন্দকার, বীর উত্তম কুষ্টিয়া নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথিপত্র