বিপর্যয় থেকে মুগ্ধ-রনির ব্যাটে ভালো পুঁজি খুলনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫
     ১০:৫৭ অপরাহ্ণ

বিপর্যয় থেকে মুগ্ধ-রনির ব্যাটে ভালো পুঁজি খুলনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৭ 167 ভিউ
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের শুরু এবং শেষটায় ভালো রান পেয়েছে খুলনা টাইগার্স। তবে মিডলে বাজে ব্যাটিং করেছে দলটি। ওপেনিংয়ে নাঈম শেখ ও উইলিয়াম বোসিস্টো এবং শেষ দিকে মুকিদুল ইসলাম মুগ্ধ, জিয়াউর রহমান ও আবু হায়দার রনির ব্যাটে ৮ উইকেটে ১৭৩ রানের ভালো পুঁজি পেয়েছে খুলনা। ঢাকার হয়ে মুস্তাফিজুর রহমান, চাতুরাঙ্গা ডি সিলভা ও আলাউদ্দিন বাবু ভালো বোলিং করেছেন। শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। নাঈম শেখ ও বোসিস্টো ওপেনিং জুটিতে ৪.৫ ওভারে ৪৯ রান যোগ করেন। নাঈম ১৭ বলে সাতটি চারের শটে ৩০ রান করে আউট হন। এরপরই ধস নামে খুলনার ব্যাটিং অর্ডারে। ৬.৩ ওভারে ৫৭

রানে ৩ উইকেট হয়ে যায় তারা। তিনে ব্যাট করতে নেমে আফিফ হোসেন (১) ও চারে নেমে ইব্রাহিম জাদরান (৫) ব্যর্থ হন। রান পাননি পাঁচে নামা অধিনায়ক মেহেদী মিরাজও (৮)। এরপর মোহাম্মদ নওয়াজ ৮ রান ও ওপেনার বোসিস্টো ২৮ বলে ২৬ রান করে ফিরলে ৮৭ রানে ৬ উইকেট হয়ে যায় খুলনা। দলের ওই বিপদে মুগ্ধ ও জিয়া ৪৩ রানের জুটি গড়েন। অভিজ্ঞ জিয়া ফিরে যান ১৫ রানে ২২ রান করে। তিনি দুটি চার ও একটি ছক্কা তোলেন। আগের ম্যাচে দেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-২০ ফিফটির রেকর্ড গড়া মুগ্ধর ব্যাট থেকে এদিন ২২ বলে আসে ৩২ রানের ইনিংস। তিনি দুটি ছক্কার সঙ্গে একটি

মার মারেন। শেষ ওভারে তিন ছক্কায় আবু হায়দার ৮ বলে ২১ রানের ইনিংস খেলেন। ঢাকার প্রথম দুই ম্যাচে ভালো বোলিং করতে পারেননি মুস্তাফিজ। খুলনার বিপক্ষে তিনি ৪ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। আলাউদ্দিন বাবু ৩ ওভারে ১৫ রান খরচা করে নেন ১ উইকেট। এছাড়া চাতুরাঙ্গা ২ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। আবু জায়েদ রাহি ছিলেন বেশ খরুচে। জাতীয় দলের বাইরে চলে যাওয়া এ পেসার ৪ ওভারে ৪৯ রান দিয়ে ১ উইকেট নেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ১৯ রান খরচে ৭ উইকেট শিকার করে রেকর্ড মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন নিউ ইয়র্কে উৎসবের ঝলমল প্রস্তুতি, রকেফেলারে ক্রিসমাস ট্রি স্থায়ী বসবাসের সুযোগ দিতে গোল্ড কার্ড ভিসা বিক্রি শুরুর ঘোষণা ট্রাম্পের সিদ্ধান্ত নিতে ব্যর্থ সিনেট, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ার ঝুঁকি নিউ জার্সিতে নৃশংস বন্দুক হামলা, বালকসহ ৩জন নিহত নয়া বন্দোবস্তঃ মুক্তিযুদ্ধ বিরোধী পুরনো ষড়যন্ত্র