তবু ঝুলে থাকল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল – ইউ এস বাংলা নিউজ




তবু ঝুলে থাকল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৯ 98 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে করাচিতে আসর শুরু হবে। ৯ মার্চ হবে ফাইনাল। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি দুবাইতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নানা সংকট ছিল। শেষ পর্যন্ত সব সমাধান হয়েছে। আইসিসি, বিসিসিআই ও পিসিবি সমঝোতায় আসায় আসরের সূচি ঘোষণা করা হয়েছে। তবে ঝুলে আছে কেবল ফাইনাল। সূচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রাখা হয়েছে লাহোরে। তবে ভারত ফাইনালে উঠলে ম্যাচটি

হবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল রাখা হয়েছে দুবাইয়ে। অর্থাৎ ভারত সেমিতে উঠতে পারে ভেবেই একটি সেমিফাইনাল দুবাইতে রাখা হয়েছে। ম্যাচটি ৪ মার্চ মাঠে গড়াবে। ওই ম্যাচের পরই জানা যাবে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল লাহোরে নাকি দুবাইতে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বেশ জলঘোলা হয়েছে। ভারত নিরাপত্তা অজুহাতে পাকিস্তানে যাচ্ছে না। ওদিকে পাকিস্তান শুরুতে পুরো টুর্নামেন্ট নিজ দেশে আয়োজনের সিদ্ধান্তে অটল ছিল। পরে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব আসে। সেখানে পিসিবি রাজি হলেও তারা ‘চিরস্থায়ী হাইব্রিড বন্দোবস্তের’ প্রস্তাব দেয়। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত আইসিসি ও এসিসির টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। শেষ পর্যন্ত আইসিসির নতুন চেয়ারম্যান

জয় শাহ পিসিবির প্রস্তাবে সম্মত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর দেশের বাজারে আরেক দফা বাড়ানো হলো স্বর্ণের দাম র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১৬ শিক্ষার্থী বহিষ্কার গাড়ির হর্ন ব্যবহারে বিআরটিএ’র নির্দেশনা সারা দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৮৫৭ ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস হামাসকে সশস্ত্র থাকার অনুমোদন দেওয়া হয়েছে: ট্রাম্প ফিলিস্তিনি বন্দিদের কয়েক ঘণ্টার মধ্যে মুক্তির আভাস ইসরায়েলের ৭ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস সালমান শাহ হত্যা মামলার রায় ২০ অক্টোবর জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে পালাবদলের আভাস দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২ একদিনে ক্রিপ্টো বাজার থেকে উধাও এক ট্রিলিয়ন ডলার ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরাইলের পার্লামেন্টে হট্টগোল দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরাইল ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত দাম বাড়ল ভোজ্যতেলের