তবু ঝুলে থাকল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল – ইউ এস বাংলা নিউজ




তবু ঝুলে থাকল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৯ 78 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে করাচিতে আসর শুরু হবে। ৯ মার্চ হবে ফাইনাল। ভারতের বিপক্ষে ২০ ফেব্রুয়ারি দুবাইতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নানা সংকট ছিল। শেষ পর্যন্ত সব সমাধান হয়েছে। আইসিসি, বিসিসিআই ও পিসিবি সমঝোতায় আসায় আসরের সূচি ঘোষণা করা হয়েছে। তবে ঝুলে আছে কেবল ফাইনাল। সূচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রাখা হয়েছে লাহোরে। তবে ভারত ফাইনালে উঠলে ম্যাচটি

হবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল রাখা হয়েছে দুবাইয়ে। অর্থাৎ ভারত সেমিতে উঠতে পারে ভেবেই একটি সেমিফাইনাল দুবাইতে রাখা হয়েছে। ম্যাচটি ৪ মার্চ মাঠে গড়াবে। ওই ম্যাচের পরই জানা যাবে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল লাহোরে নাকি দুবাইতে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বেশ জলঘোলা হয়েছে। ভারত নিরাপত্তা অজুহাতে পাকিস্তানে যাচ্ছে না। ওদিকে পাকিস্তান শুরুতে পুরো টুর্নামেন্ট নিজ দেশে আয়োজনের সিদ্ধান্তে অটল ছিল। পরে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তাব আসে। সেখানে পিসিবি রাজি হলেও তারা ‘চিরস্থায়ী হাইব্রিড বন্দোবস্তের’ প্রস্তাব দেয়। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত আইসিসি ও এসিসির টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে। শেষ পর্যন্ত আইসিসির নতুন চেয়ারম্যান

জয় শাহ পিসিবির প্রস্তাবে সম্মত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পেয়ারা বাগান ঘুরে মুগ্ধ দর্শনার্থীরা ভারতের ওপর শুল্ক দ্বিগুণ, বাংলাদেশের লাভ কতটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মন্ত্রীসহ সব আরোহী নিহত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, লকডাউন জারি আবারও বাড়ল তেলের দাম বৃহস্পতিবার যেসব এলাকায় থাকবে না গ্যাস শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রী রাজাপাকসে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই চীন সফরের ঘোষণা মোদির, আসবেন পুতিনও সাগরিকার জোড়া গোলের জাদুতে দুর্দান্ত শুরু বাংলাদেশের চেনা দখলদার, জিডি করেই দায় সারে গৃহায়ন ইসলামে অর্থনৈতিক ন্যায় ও সুদমুক্ত সমাজ গঠনের পথ ১৪৬ যাত্রী নিয়ে এক ঘণ্টা উড়ে ফিরে এল বিমানের ফ্লাইট ট্রাম্প ‘নাখোশ’: মোদি যাচ্ছেন চীন, আসছেন পুতিনও ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৮ পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন সেনাপ্রধান অসীম মুনির? ডিআইজিসহ ৭৬ পুলিশ কর্মকর্তাকে নতুন দায়িত্ব চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক পিটিআই’র এবার প্রেমিকের বিয়ে ভেঙে দিয়ে আলোচনায় উরফি জাভেদ ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্তদের পাশে উর্বশী