৩ আসামিকে মারধর ও জুতাপেটা, হাসপাতালে ভর্তি – ইউ এস বাংলা নিউজ




৩ আসামিকে মারধর ও জুতাপেটা, হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ | ৫:১২ 58 ভিউ
সিলেটের শাহপরানে বিল্লাল আহমদ মুন্সী (৩০) নামে এক যুবদল কর্মী খুনের ঘটনায় আটক তিন আসামিকে আদালতে তোলার সময় হামলা, মারধর ও জুতাপেটা করেছে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় শাহপরান থানা পুলিশ তাদের প্রিজন্স ভ্যান থেকে আদালতে তোলার সময় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ তাদের উদ্ধার করে ভেতরে নিয়ে যায়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। গ্রেপ্তার তিনজন হলেন হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি রুনু মিয়া মঈন ও তার দুই ছেলে কাজী জাকির আহমদ, কাজী রাসেল

আহমদ। আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতে আনা হলে ক্ষুব্ধ জনতা পুলিশি পাহারায় কিল, ঘুষি, লাথি ও জুতা খুলে মারতে থাকেন। হত্যা মামলার প্রধান আসামি রুনু মিয়া মঈনকে টার্গেট করে লাঞ্ছিত করা হয়। এরপর পুলিশ তাদের সেফ কাস্টডিতে নিয়ে যায়। পরে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শাহপরান থানার ওসি মো. মনির হোসেন বলেন, যুবদল কর্মী খুনের ঘটনায় আটক তিন আসামিকে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা, মারধর ও জুতাপেটা করেছে। পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, গুরতর আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুজনকে চিকিৎসা শেষে সিলেট কেন্দ্রীয়

কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২৫ নভেম্বর রাতে মহানগরীর শাহপরান থানাধীন বাহুবল এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হন বিল্লাল। তিনি ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে। পেশায় রঙমিস্ত্রি বিল্লাল খুনের পরদিন নিহতের ভাই মোস্তফা বাদী হয়ে থানায় রনু মিয়া মঈনকে প্রধান অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেন। বিল্লাল নগরের ৩৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন বলে জানা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে হামলার ভুয়া ভিডিও প্রচার, ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক খুলনাসহ যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’ গাজা নিয়ে নেতানিয়াহুর ভয়ংকর হুমকি ‘দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো অচিরেই মুখ থুবড়ে পড়বে’ এনবিআর বিভক্তির কারণ জানাল সরকার কাশ্মীর সমস্যা সমাধানের প্রস্তাব ট্রাম্পের, কী বলছে ভারত? নেতানিয়াহু গাজায় সেনাদের যুদ্ধাপরাধে পাঠাচ্ছেন, দাবি সাবেক সেনাপ্রধানের পানি সংকটের কারণে পাক-ভারত যুদ্ধবিরতি হুমকির মুখে সৌদি সফরে প্রেসিডেন্ট ট্রাম্প, শুরু হলো শীর্ষ বৈঠক শুটিং অসমাপ্ত রেখেই ঢাকায় ফিরলেন তটিনী রমনা বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছরের কারাদণ্ড পুতিন-জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়াকে যে হুমকি দিল ইউরোপ মামলা বাণিজ্যে বেপরোয়া গাজীপুরের বিএনপি নেতা স্বপন সারা দেশে অনলাইনে এনআইডি কার্যক্রম বন্ধ পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর অভিযান, নিহত ৩ দুর্ভিক্ষের ‘গুরুতর ঝুঁকিতে’ গাজার ২১ লাখ বাসিন্দা মেয়র নির্বাচনে জয়ী হচ্ছেন ফিলিপাইনের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট অবসর ঘোষণার পরই বৃন্দাবনে হাজির কোহলি, নিলেন গুরুর আশির্বাদ গ্রেফতার মমতাজ, যা বললেন ইলিয়াস হোসেন