৩ আসামিকে মারধর ও জুতাপেটা, হাসপাতালে ভর্তি – ইউ এস বাংলা নিউজ




৩ আসামিকে মারধর ও জুতাপেটা, হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ | ৫:১২ 90 ভিউ
সিলেটের শাহপরানে বিল্লাল আহমদ মুন্সী (৩০) নামে এক যুবদল কর্মী খুনের ঘটনায় আটক তিন আসামিকে আদালতে তোলার সময় হামলা, মারধর ও জুতাপেটা করেছে বিক্ষুব্ধ জনতা। গুরুতর আহত অবস্থায় তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় শাহপরান থানা পুলিশ তাদের প্রিজন্স ভ্যান থেকে আদালতে তোলার সময় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ তাদের উদ্ধার করে ভেতরে নিয়ে যায়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। গ্রেপ্তার তিনজন হলেন হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি রুনু মিয়া মঈন ও তার দুই ছেলে কাজী জাকির আহমদ, কাজী রাসেল

আহমদ। আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আসামিদের আদালতে আনা হলে ক্ষুব্ধ জনতা পুলিশি পাহারায় কিল, ঘুষি, লাথি ও জুতা খুলে মারতে থাকেন। হত্যা মামলার প্রধান আসামি রুনু মিয়া মঈনকে টার্গেট করে লাঞ্ছিত করা হয়। এরপর পুলিশ তাদের সেফ কাস্টডিতে নিয়ে যায়। পরে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় শাহপরান থানার ওসি মো. মনির হোসেন বলেন, যুবদল কর্মী খুনের ঘটনায় আটক তিন আসামিকে আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা, মারধর ও জুতাপেটা করেছে। পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, গুরতর আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুজনকে চিকিৎসা শেষে সিলেট কেন্দ্রীয়

কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২৫ নভেম্বর রাতে মহানগরীর শাহপরান থানাধীন বাহুবল এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হন বিল্লাল। তিনি ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে। পেশায় রঙমিস্ত্রি বিল্লাল খুনের পরদিন নিহতের ভাই মোস্তফা বাদী হয়ে থানায় রনু মিয়া মঈনকে প্রধান অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেন। বিল্লাল নগরের ৩৪ নং ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন বলে জানা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইসিকে ৪০ লাখ ইউরো দেবে ইইউ বিপিএলের ফিক্সিং নিয়ে যা বললেন তামিম ভারত-পাকিস্তান ম্যাচে বিজ্ঞাপনে রেকর্ড ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশের ফল প্রকাশ, জানা যাবে যেভাবে সাভারে ছাত্র হত্যা মামলার আসামি এখন রাজাপুরের ইউএনও বেনাপোল বন্দরে জাল মেনিফেস্টোয় কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি! ফার্স্ট-সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব-ডিসিদের পাশে বসে তদবিরে ব্যস্ত: টুকু নজরুল ইসলাম খানের নামে বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত অধ্যাপক আবুল বারকাতের জামিনে মুক্তি দাবি ১২২ নাগরিকের নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পাম অয়েল ডাকসু: ২২ ভোটারে একজন প্রার্থী বিএফআইইউ প্রধানের বিষয়ে তদন্তে কেন্দ্রীয় ব্যাংক এক টেবিলে বসবেন পুতিন-জেলেনস্কি, এরপর ত্রিপক্ষীয় বৈঠক: ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের মাঝেই পুতিনকে ফোন করলেন ট্রাম্প ছয়টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু এটা সবচেয়ে কঠিন: ট্রাম্প ট্রাম্পের সঙ্গে বৈঠক, ইউরোপীয় নেতারা কে কী বললেন আমাদের যুদ্ধ বন্ধ করা প্রয়োজন: জেলেনস্কি জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক