
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল

উত্তরায় প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল

যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ

বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ

শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ

হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

চেকপোস্ট ব্যারাক থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা—টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করছে মাহমুদ জিন্স কারখানার শ্রমিকেরা। এতে ওই সড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট পরিশোধের দাবীতে বিক্ষুব্ধরা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখে। কারখানা কর্তৃপক্ষ প্রায় দুই মাস যাবত বকেয়া পাওনাদি পরিশোধের আশ্বাস দিয়ে শ্রমিকদের সাথে প্রতারণা করে আসছে।
শ্রমিকেরা বলেন, তিন মাসের বেতন বকেয়া থাকায় তাদের বাসা ভাড়া, দোকান বকেয়া দিতে পারছে না। দোকানে বকেয়া না দেওয়ায় এখন আর বাকি সদায় দিতে
চায় না দোককনদার। ছেলেমেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের বেতন না দিতে পারায় অনেক শ্রমিকদের স্কুল কলেজ পড়ুয়া সন্তানেরা বার্ষিক পরীক্ষার ফি দিতে না পারায় পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি। এতে ওইসব শিক্ষার্থীদের জীবনে একটি বছর পেছনে পড়তে হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বুঝানো হচ্ছে। দুপুর পৌনে দুইটা পর্যন্ত অবরোধ চলছিল। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন জানান, চন্দ্রা এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখার কারণে মহাসড়কে যানবাহণ চলাচল বন্ধ রয়েছে।
চায় না দোককনদার। ছেলেমেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের বেতন না দিতে পারায় অনেক শ্রমিকদের স্কুল কলেজ পড়ুয়া সন্তানেরা বার্ষিক পরীক্ষার ফি দিতে না পারায় পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি। এতে ওইসব শিক্ষার্থীদের জীবনে একটি বছর পেছনে পড়তে হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বুঝানো হচ্ছে। দুপুর পৌনে দুইটা পর্যন্ত অবরোধ চলছিল। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন জানান, চন্দ্রা এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখার কারণে মহাসড়কে যানবাহণ চলাচল বন্ধ রয়েছে।