‘ট্রাম্পকে হত্যার ছক কষেছিল ইরান’ – ইউ এস বাংলা নিউজ




‘ট্রাম্পকে হত্যার ছক কষেছিল ইরান’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৪ | ৭:৪৬ 60 ভিউ
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রের জন্য এক ইরানিসহ তিন জনকে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার (০৮ নভেম্বর) এ ঘোষণা দেওয়া হয়। খবর ইউএসএ টুডের। খবরে বলা হয়, ২০২০ সালের জানুয়ারিতে বাগদাদে ড্রোন হামলায় নিহত হন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি। তার মৃত্যুর প্রতিশোধ নিতেই মার্কিন নাগরিকদের টার্গেট করেছিল ইরান। এরই ধারাবাহিকতায় ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক কষেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে হত্যা চেষ্টায় অভিযুক্তরা হলেন- ইরানের ফরহাদ শাকেরি (৫১), কার্লিসেল রিভেরা (৪৯) এবং নিউইয়র্কের জোনাথন লোডহোল্ট (৩৬)। এদের মধ্যে রিভেরা এবং লোডহোল্টকে গত বৃহস্পতিবার নিউইয়র্ক থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, শাকেরি এখনো পলাতক

রয়েছে। যুক্তরাষ্ট্রের ধারণা, শাকেরি ইরানে আত্মগোপনে রয়েছে। ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত এই তিন আসামির প্রত্যেকের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছিল, যার জন্য আইনে সর্বোচ্চ ১০ বছরের সাজা রয়েছে। এ ছাড়াও তাদের বিরুদ্ধে হত্যা করার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছিল, যার জন্য যথাক্রমে ১০ বছর এবং বছরের সাজার বিধান রয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, বিশ্বে ইরানের মতো অনেকেই আছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিচার বিভাগ ইরানি একজনের বিরুদ্ধে অভিযোগ এনেছে। যাকে মার্কিনিদের হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। যার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন। প্রসিকিউটরদের মতে, ইরানের রিপাবলিকান গার্ডের কাছে শাকেরি খুবই

গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত। তিনি ইরানের তেহরানে অবস্থান করছেন। শাকেরি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী ছিলেন। তিনি ডাকাতির অপরাধে ১৪ বছর কারাভোগ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর কার্গো সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তায় সামরিক পদক্ষেপ চায় জামায়াত দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ফের রেকর্ড ভারতীয়-বাংলাদেশিসহ ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের ইউক্রেনে ‘সাময়িক যুদ্ধবিরতি’ ঘোষণা পুতিনের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কুয়েতে মসজিদ ও নামাজের সময় নিয়ে নতুন নির্দেশনা রোববার সিইসির সঙ্গে বসছে এনসিপি ভারতের যে অঞ্চলে হঠাৎ মানুষের নখ পড়ে যাচ্ছে রায়পুরে ২০ দিন পর সেই স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী কারাগারে কানাডায় গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত, যা বলছে পুলিশ জাতীয় সংসদে ৬০০ আসন করার সুপারিশ ছাত্রদল ছেড়ে কেন জামায়াতে গেলেন, জানালেন সেই নেতা রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ আপনাদেরও কাঠগড়ায় দাঁড় করানো হবে: কর্নেল অলি ‘আমি ছাত্রলীগ নেতা, সবাইকে দেখে নেব’ ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একজনের মৃত্যু যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির সুপারিশ দিল্লির তরুণ হত্যায় গ্রেফতার কে এই ‘লেডি ডন’?