লড়াই এখনও শেষ হয়নি, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ: কমলা হ্যারিস – ইউ এস বাংলা নিউজ




লড়াই এখনও শেষ হয়নি, প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ: কমলা হ্যারিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৪ | ৫:৩৬ 19 ভিউ
ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস সোমবার (৪ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়ায় তার প্রচারাভিযানের চূড়ান্ত সমাবেশে শেষ করেছেন। ওই সমাবেশে তিনি বলেছেন, তার দল আশাবাদী। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পেনসিলভানিয়া নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দিতে পারে। কমলা হ্যারিস বলেন, লড়াই এখনও শেষ হয়নি এবং আমাদের অবশ্যই শক্তিশালী হয়ে শেষ করতে হবে। এটি ইতিহাসের সবচে হাড্ডাহাড্ডি হতে পারে। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। এ লড়াই কারও বিরুদ্ধে নয়, এটি আমেরিকানদের মর্যাদাপূর্ণ ভবিষ্যতের জন্য। কমলা আরও বলেন, ‘মাত্র কয়েক ঘণ্টা বাকি, আমাদের এখনও অনেক কাজ বাকি আছে। আপনারা আমাকে আগেও বলতে শুনেছেন, আমরা কঠোর পরিশ্রম করতে পছন্দ করি। এ সময় জনতাকে ‘আমরা জিতব’

এবং ‘আমরা ফিরে যাচ্ছি না’ বলে উল্লাস করতে দেখা যায়। ফিলাডেলফিয়ার মিউজিয়াম অব আর্টসের এই সমাবেশেও জীবনযাত্রার খরচ কমানো, আবাসন সংকট নিরসন, শিশুসেবা, বয়স্কদের হোমকেয়ার এবং শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসার জন্য কর হ্রাসের মতো প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেছেন কমলা হ্যারিস। তিনি জয়ী হলে প্রজনন স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য গর্ভপাতের অধিকারের ওপর একটি বিল পাস করারও প্রতিশ্রুতি দেন। এ ছাড়া কমলা হ্যারিস রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজেকে বৈপরীত্য তুলে ধরার চেষ্টা করেন। যেমন তিনি ভিন্নমতের লোকদের সঙ্গে আলোচনার টেবিলে বসার প্রতিশ্রুতি দেন, কিন্তু সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়শই তার রাজনৈতিক বিরোধীদের কড়া সমালোচনা করেন। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা বলেন, ‘আমরা এই প্রচারণা শুরু করেছি ১০৭ দিন আগে।

শুরু থেকেই আমাদের এই লড়াই কোনো কিছুর বিরুদ্ধে নয়, এটি কোনো কিছুর জন্য লড়াই। এটি সমস্ত আমেরিকানদের জন্য স্বাধীনতা, সুযোগ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যতের জন্য লড়াই।’ কমলা আরও বলেন, ‘আজ রাতে আমরা শেষ করছি, যেভাবে শুরু করেছিলাম আশাবাদ, শক্তিমত্তা, আনন্দের সঙ্গে। আমাদের ভবিষ্যৎ গঠনের ক্ষমতা আমরা রাখি এবং যখন এটি একসঙ্গে করি, তখন আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোহাম্মদপুরে সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি চরমে চার বিসিএস থেকে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগের সিদ্ধান্ত রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ বান্দরবানে ৩ কেএনএ সদস্য নিহত, অস্ত্র উদ্ধার পবিপ্রবিতে রাতভর র‍্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭ অটোরিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার রাজধানীর যাত্রাবাড়ীতে আবারো সড়ক অবরোধ মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ঐক্যকে রাখতে হবে ইস্পাত কঠিন অটুট : জামায়াত আমির রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র কতটা বিধ্বংসী? হলিউডের দুই ছবি বাংলাদেশের পর্দায় বাংলাদেশ সফরে আসার পরিকল্পনা ব্রিটিশ রাজার গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি বিএনপি-ইউনূস যাই বলুক, আ.লীগের রাজনীতি করার সুযোগ নেই: পার্থ কর্মস্থলে পলাতক ১৮৭ পুলিশের বেতন বন্ধ, হচ্ছে মামলা গার্ডেন সিটিতে কুকুর-বিড়াল নিধন: সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া শহীদ রনির মেয়ের ছবিসহ ফেসবুকে যা বললেন মীর স্নিগ্ধ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষে আহত অন্তত ২০ জন বিচ্ছেদ নিয়ে যা বললেন রাহমান পুত্র এবং মোহিনী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত পাল্টালো যমুনা