চালু হচ্ছে ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট – ইউ এস বাংলা নিউজ




চালু হচ্ছে ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ | ১২:০৫ 10 ভিউ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের পাশাপাশি বাড়ছে বিভিন্ন এয়ারলাইন্সের সংখ্যা। বর্তমানে ঢাকা থেকে ৩৪টি দেশী–বিদেশী বিভিন্ন এয়ারলাইন্স ৫২টি রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে। এ অবস্থায় আগামী নভেম্বর মাসের শুরুতেই বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছে ইথিওপিয়ান নামে নতুন একটি এয়ারলাইন্স। এ নিয়ে বিমানবন্দরে এয়ারলাইন্সের সংখ্যা ৩৫টিতে উন্নীত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ঢাকা–আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট পরিচালনায় একদিকে যেমন বাড়বে বেবিচকের রাজস্ব আয়, অন্যদিকে বিদেশের মাটিতে বৃদ্ধি পাবে দেশের ভাবমূর্তি। জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি সাপেক্ষে ঢাকা থেকে আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে। কর্মকর্তারা জানান, আগামী নভেম্বর মাসের শুরুতেই প্রাথমিকভাবে

সপ্তাহে পাঁচটি ফ্লাইট চলবে। বেবিচকের অনুমতিসহ অন্যান্য প্রয়োজনীয় সব কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বর্তমানে বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট মিলে প্রায় এক কোটির (৯০ লাখের বেশি) মতো যাত্রী আসা-যাওয়া করেন। এর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রী সংখ্যা আলাদাভাবে নিরূপণ করা হয় না। বিমানবন্দর কর্মকর্তারা আরও জানান, ঢাকা থেকে আন্তর্জাতিক আকাশ রুটে যাত্রী আনা-নেওয়া করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান, ইউএস বাংলা, এয়ার অ্যারাবিয়া, এয়ার এশিয়া, এয়ার অ্যাস্ট্রা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, চায়না সাউদার্ন এয়ারলাইন্স, ড্রাগন এয়ার, ড্রুক এয়ার, পারো এমিরেটস, ইত্তিহাদ এয়ারওয়েজ, গালফ এয়ার, জেট এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কিংফিশার এয়ারলাইন্স, মালয়েশিয়ান

এয়ারলাইন্স, মালদিভিয়ান এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, রাখ এয়ারওয়েজ, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, টার্কিশ এয়ারলাইন্স ও ইয়েমেনিয়া। এর সঙ্গেই যুক্ত হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। এয়ারলাইন্সটির বাংলাদেশের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) প্রতিষ্ঠান রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন জানান, বেবিচকের অনুমতি সাপেক্ষে আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি চলছে। উন্নতমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে ঢাকার ফ্লাইটগুলো পরিচালিত হবে। আগামী নভেম্বর মাসের শুরু থেকে ফ্লাইট অপারেশনের কাজটি শুরু করার প্রস্তুতি চলছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া জানান, বর্তমানে যে কয়েকটি সংস্থা ঢাকা থেকে দেশ ও দেশের বাইরে বিভিন্ন রুটে ফ্লাইট অপারেশন করছে

তাদের সংখ্যা ৩৪টি। এর সঙ্গে নতুন আরেকটি যুক্ত হচ্ছে। থার্ড টার্মিনাল চালু হলে এয়ারলাইন্সের সংখ্যা আরও বাড়বে। এতে করে বেবিচকের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি বিদেশ বাড়বে বাংলাদেশ ভাবমূর্তি। সূত্র জানায়, ইথিওপিয়ান এয়ারলাইনস ১৪৭টি উড়োজাহাজের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। যাত্রী বহন, বহরের আকার এবং আয়ের দিক থেকে এটি আফ্রিকার বৃহত্তম এয়ারলাইনস। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম এয়ারলাইন হিসেবে স্থান পেয়েছে। বাংলাদেশ ও ইথিওপিয়ার কূটনৈতিক প্রচেষ্টায় ধারাবাহিক আলোচনার পর গত বছর ৬ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ার সার্ভিস চুক্তি সই করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাউশি ও অধীনস্থ প্রতিষ্ঠানে ১৭ কোটির অনিয়ম মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিবেদন ‘৭ মার্চ’ বাতিল বিবেচনাপ্রসূত নয় : সাইফুল হক ৭ মার্চের তাৎপর্য অনুধাবনের সীমাবদ্ধতা হবে আত্মঘাতী : রব হাসিনা কখনো দেশের মানুষের জন্য রাজনীতি করেননি : নিরব তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে বিএনপির রিভিউ আবেদনে ১০ যুক্তি খাতা না দেখেই মনগড়া রেজাল্ট দিয়েছে, অভিযোগ শিক্ষার্থীদের বগুড়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩ নাটকে মেহজাবীনের বোন মালাইকার অভিষেক মা হতে যাচ্ছেন রাধিকা ‘আ.লীগ চেরাগে’ ওয়ার্ড নেতার ৩ শতাধিক বাড়ি-ফ্ল্যাট ঘুমন্ত বিবেককে জাগিয়ে দেয় যে ‘তুফান’ কে এই ইয়াহিয়া সিনওয়ার দুই মাসেও শনাক্ত হয়নি রংপুরের সেই অস্ত্রধারীরা পরিবারসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ গোপালগঞ্জের ৯ স্বজনকে চাকরি দেন সাবেক সচিব গাজার যোদ্ধাদের নতুন প্রধান নিহত ইউরোপ-আমেরিকায় শেখ হাসিনা সরকারের ভিত কাঁপিয়েছেন যারা ভিসা কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানাল ভারত লালনের তিরোধন দিবস ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ দেশের জাতির পিতা কোনো বিতর্কিত ব্যক্তি হতে পারে না: মামুনুল হক