স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করায় বন্ধুকে খুন – ইউ এস বাংলা নিউজ




স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করায় বন্ধুকে খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:২৬ 66 ভিউ
আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করায় বন্ধু রিপনকে এক্কেবারে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি স্যার। মাসুদ যখন ম্যাজিস্ট্রেটের কাছে এভাবে বলছিল তখন মাসুদের স্ত্রী রহিমা আক্তার প্রিয়া ম্যাজিস্ট্রেটকে বলে উঠেন, স্যার আমি রিপনের পা চেপে ধরেছি, আর মাসুদ বটি দা দিয়ে রিপনকে গলা কেটে হত্যা করা হয়। স্বামী-স্ত্রীর অনর্গল স্বীকারোক্তি দেখে অবাক দৃষ্টিতে তাকাচ্ছিলেন দুই ম্যাজিস্ট্রেট। এমন সময় মাসুদ ম্যাজিস্ট্রেটকে বলেন, আমরা প্রেম করে বিয়ে করেছি স্যার। আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করবে, আর আমি তাকে দুনিয়ায় বাঁচতে দিমু তা হতেই পারে না। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজধারী কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার সময় রিপন কাজী হত্যা মামলার আসামী মাসুদ ও তার স্ত্রী প্রিয়া

এভাবেই হত্যাকাণ্ডের বর্ণনা দেন বলে আদালত সূত্র জানায়। জানা গেছে, সাভারের হরিণধরা এলাকায় জনৈক সুমনের দুটি ছয়তলা বাড়ি একটির নীচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন লক্ষ্মীপুরের মাসুদ। অপর বাড়ির নীচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন ফরিদপুরের ভাঙ্গার রিপন কাজী। তারা দুজনে ঘনিষ্ঠ বন্ধু। দুই বন্ধু ইয়াবার নেশায় আসক্ত। প্রায় সময় মাসুদের বাসায় বসে ইয়াবা সেবন করতো রিপন। এই সুবাদে মাসুদের সুন্দরী স্ত্রী প্রিয়ার ওপর নজর পড়ে রিপনের। সে সুযোগ পেলেই নানা বাহানায় প্রিয়াকে উত্যক্ত করতো। প্রিয়া ভয়ে বিষয়টি স্বামীকে জানাত না। এদিকে গত ১৪ সেপ্টেম্বর বিকেল চারটার দিকে রিপন বাসা থেকে বের হ২। রাত পৌনে ১২টার দিকে তার স্ত্রী ফোন করলে রিপন জানায়, জরুরি

কাজ আছে। বাসায় ফিরতে দেরি হবে। রাত দুইটার দিকে রিপনের স্ত্রী লাইজু বেগম কল করতে গেলে স্বামীর ফোন বন্ধ পান। এরপর তিনি ফোনে বিভিন্ন জনের কাছে খোঁজখবর নিতে থাকেন। কিন্তু রিপনের কোন হদিস মিলছিল না। লাইজু বেগম পরদিন (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে মাসুদের বাসার সামনে দিয়ে নিজের বাসায় ফিরছিলেন। বাসার সামনে মাসুদ ও প্রিয়াকে দেখতে পান। তাদেরকে রিপনের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা সন্দেহজনক আচরণ করে এবং কৌশলে পালিয়ে যায়। এরপর লাইজু বেগম দেখতে পান মাসুদের বাসা তালাবন্ধ। তিনি বাড়িওয়ালা সুমনকে সঙ্গে নিয়ে তালা ভেঙ্গে দেখতে পান খাটের পাশে পরে আছে রিপন কাজীর গলা কাটা ক্ষতবিক্ষত নিথর দেহ। সাভার মডেল থানার

অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, রিপনের মৃতদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই আমরা ঘাতক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তারা রিপনকে খুনের দায় স্বীকার করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমার বাবুর বাবু কই? যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব মানছে না রাশিয়া মিয়ানমারে জান্তার ২০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ১ নম্বরে ‘চাঁদ মামা’, ‘কন্যা’ কত নম্বরে আজ রাঁধুন ভাপা ডিমের টক বছরের প্রথম তিন মাসে সোনার দাম বেড়েছে ১৪ বার, কমেছে ৩ বার ভারতের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, মাসে ২৪৫০০ রুপি, আবেদন যেভাবে পরিসংখ্যান ব্যুরোতে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শেষ শনিবার হামজার পথ ধরে অনেক বিদেশিই আসছেন বাংলাদেশের ফুটবলে সব বিদেশি গাড়ির ওপর ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প শুধু মানুষ হাসিয়ে ৪০০ কোটি টাকার মালিক তিনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যোগ করবেন যেভাবে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র মার্কিন সিনেটে টানা ২৫ ঘণ্টা বক্তব্যের রেকর্ড ৪৫০ বছর ধরে ফিলিস্তিনে খাবার জোগাচ্ছে হুররাম সুলতানের সেই লঙ্গরখানা সিলেটে সাবেক মেয়র ও এমপির বাসায় হামলা মূল্যস্ফীতির হার কমছে পাঁচ কারণে মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে ভারতে ঢুকে পাকিস্তানি সেনাদের হামলা ছেলের মৃত্যুর খবর শুনেই মারা গেলেন মা