২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান – ইউ এস বাংলা নিউজ




২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ | ৫:১২ 78 ভিউ
দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শিরোপা ঘরে তুলল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ শনিবার (১৭ মে) ফর্টিস এফসির বিপক্ষে আবাহনী ২-১ গোলে হেরে যাওয়ায়, তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে সাদা-কালো জার্সিধারীদের। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ২০০৭ সালে পেশাদার যুগের সূচনা হয়। এরপর ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতলেও লিগ শিরোপা অধরাই ছিল মোহামেডানের। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। শীর্ষ লিগের হিসেবে ২০০২ সালের পর প্রথম এই ট্রফির স্বাদ পেল সাদাকালো জার্সিধারীরা। বর্তমানে ১৫ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ৩৮ পয়েন্ট, যেখানে সমান ম্যাচ খেলে আবাহনী সংগ্রহ ২৮ পয়েন্ট। শেষ তিন ম্যাচে হারলেও পয়েন্ট টেবিলে মোহামেডানকে পেছনে

ফেলতে পারবে না আবাহনী। তাই আজ আবাহনী হারের পর ক্লাব ভবনেই শিরোপা উৎসবে মেতে উঠেন সাদা-কালো দলের ফুটবলাররা। আবাহনী হারলেই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা হবে মোহামেডানের- এমন আবহে শুরু ম্যাচে এগিয়ে গেল ফর্টিস এফসি। এরপর বৃষ্টি, বজ্রপাতে খেলা বন্ধ থাকল কিছুক্ষণ। মাঠে পানি জমে যাওয়ায় স্বাভাবিক খেলাও হলো বিঘিœত। মঞ্জুর রহমান মানিকের লাল কার্ডে ১০ জনে পরিণত হওয়ার পর ব্যবধান দ্বিগুণ করল ফর্টিস। একটু পর আবাহনী ঘুরে দাঁড়ালেও শেষ রক্ষা করতে পারেনি। তাদের হারে তিন ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত হয়ে গেল মোহামেডানের। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শনিবার ফর্টিসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে আবাহনী। আকাশি-নীল জার্সিধারীদের লক্ষ্য এখন লিগের রানার্সআপ

হওয়া। এখানে বাকি তিন রাউন্ডে তাদের লড়াই মূলত বসুন্ধরা কিংসের সঙ্গে। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে কিংস। ২০০৭ সালে পেশাদার লিগ নামকরণের পর এই শিরোপার হাহাকার ছিল মোহামেডানের। অবশেষে সে অপেক্ষার পালা ফুরালো তাদের। শীর্ষ লিগের হিসেবে ২০০২ সালের পর প্রথম চ্যাম্পিয়ন হলো সাদাকালো জার্সিধারীরা। গত মৌসুমেও লিগ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল মোহামেডান; কিন্তু পূর্ণতা দিতে পারেনি। টেবিলে কিংসের পরে অর্থাৎ দ্বিতীয় স্থানে থেকে তারা শেষ করেছিল আসর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামাসকে সশস্ত্র থাকার অনুমোদন দেওয়া হয়েছে: ট্রাম্প ফিলিস্তিনি বন্দিদের কয়েক ঘণ্টার মধ্যে মুক্তির আভাস ইসরায়েলের ৭ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস সালমান শাহ হত্যা মামলার রায় ২০ অক্টোবর জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে পালাবদলের আভাস দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২ একদিনে ক্রিপ্টো বাজার থেকে উধাও এক ট্রিলিয়ন ডলার ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরাইলের পার্লামেন্টে হট্টগোল দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরাইল ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত দাম বাড়ল ভোজ্যতেলের কোরআন তিলাওয়াতকারীর বিশেষ ১০ মর্যাদা শিগগিরই ৪ হাজার এএসআই নিয়োগ আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? বিধিনিষেধ প্রত্যাহার চায় গ্রামীণফোন, বিটিআরসিকে চিঠি অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা ‘রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন’