স্ত্রী ছাড়াও লিটনের ‘কামব্যাকের’ নেপথ্যে যিনি – ইউ এস বাংলা নিউজ




স্ত্রী ছাড়াও লিটনের ‘কামব্যাকের’ নেপথ্যে যিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ | ১০:০১ 93 ভিউ
আগের ম্যাচে ফিফটি করে লিটন দাস ফেরার একটা বার্তা দিয়েছিলেন। তবে এমন ‘ফলস ডন’ দেখার অভ্যাস তো বাংলাদেশ ক্রিকেটে কম নেই। তাই আরও একটা বড় বার্তার দরকার ছিল। লিটন সেটাও দিলেন। বিপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিটা করে বসলেন তিনি। ব্যাট হাতে তার সময়টা খুব বাজে যাচ্ছিল। বিপিএলে টানা তিন ইনিংসে তিনি দুই অঙ্ক ছুঁতে পারেননি। তার আগে জাতীয় দলের হয়েও ব্যাডপ্যাচটা চোখে পড়ার মতো ছিল তার। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও জায়গা পাননি স্কোয়াডে। এমন দুঃসময়েও স্ত্রী তার পাশে থাকবেন, তাকে অনুপ্রেরণা যোগাবেন, সফল সবার গল্পটা এমন। লিটনেরও ঠিক তাই। তিনি সেঞ্চুরির পর তার স্ত্রী সঞ্চিতা দাসকে ধন্যবাদ জানাতে ভুললেন না। বললেন,

‘গত কিছুদিনে আমি সেভাবে ছন্দে ছিলাম না। এই সময়ে আমাকে আমার স্ত্রী আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে। তাকেও ধন্যবাদ জানাই।’ সঙ্গে আরও একজনকে ধন্যবাদটা দিলেন। তিনি হলেন শাহীন। লিটন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমাদের দলে একজন টিম বয় আছেন, তিনিও অনেক অনুপ্রেরণা দিয়েছেন। ফলে শাহীনকেও অনেক ধন্যবাদ।’ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে যখন খেলেছেন লিটন, তখন শাহীন ছিলেন থ্রোয়ার। অনেক বছর ধরে লিটনের সঙ্গে কাজ করতে করতে শাহীন এখন বোঝেন কখন কী বল থ্রো করতে হবে। সঙ্গে লিটনের ভুলচুকও ধরিয়ে দেন ভালোভাবেই। ঢাকা ক্যাপিটালস ওপেনার জানালেন, সে তথ্যই সাহায্য করেছে তাকে। তিনি বলেন, ‘শাহীন দলে আমাদের আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। সে গত তিন-চার

বছর কুমিল্লার সঙ্গে ছিল, আমার খেলাটা দেখছে। যারা এ রকম নিয়মিত প্র্যাকটিস করায়, তারা কিন্তু ছোট ছোট তথ্য দিতে পারে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুক্তির ৭ দিনের মাথায় পাইরেসি হওয়া সেই ‘তাণ্ডব’ এবার ওটিটিতে যুক্তরাষ্ট্র থেকে ২৫ উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতিতে শুল্ক সুবিধা বাগে আনার চেষ্টা ছাড়া পেলেন ২ জন, টেস্ট নিয়ে অভিযোগ থাকলে বার্ন ইনস্টিটিউটে যোগাযোগের আহ্বান স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের আবেদন আহ্বান ইসির ৬ মাস বয়সী যমজ শিশুসহ গৃহবধূকে গ্রেপ্তার করে ছবি পোস্ট পুলিশের ফেলে যাওয়া ব্যাগ পেয়ে কেঁদে ভাসছেন স্বজন রিমান্ডে নিয়ে প্রকৃত কুশীলবদের বের করে আনাটা গুরুত্বপূর্ণ: মাহিন সরকার টাকার বস্তা নিয়ে নেমেছে লিভারপুল জনঅসন্তোষ বাড়ছে মালয়েশিয়ায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে বিভাজিত ইউরোপ থাইল্যান্ড-কম্বোডিয়ার সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা মার্কিনী শুল্কনীতিতে এ বছর কমবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ভাঙনের মুখে নোয়াখালীর প্লাবিত নিম্নাঞ্চলের ঘরবাড়ি ফেসবুকে প্রেম, বিয়ের পর জানা গেল ‘নববধূ’ পুরুষ! চট্টগ্রামসহ ৪ জেলায় ফের বন্যার শঙ্কা বাবার অবহেলা ও সৎমায়ের নির্যাতনে স্কুলছাত্রীর আত্মহত্যা গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১ ‘ব্যাংক খাত পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলার লাগবে’