সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রী গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




সুদমুক্ত ঋণের প্রলোভন, লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ | ৭:৫৫ 129 ভিউ
লক্ষ্মীপুরের হতদরিদ্রদের সুদমুক্ত ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকায় লোক নিয়ে জড়ো করার চেষ্টাকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার দুজন হলেন- নুর মোহাম্মদ ও তার স্ত্রী রাশেদা বেগম। পুলিশ জানায়, এর আগে সোমবার সদর মডেল থানায় মো. সেলিম নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। পরে মামলায় গ্রেফতার দুজনকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার নুর মোহাম্মদ ও রাশেদা সদর উপজেলার পশ্চিম চরমনসা গ্রামের বাসিন্দা ও প্রতারক চক্রের সদস্য। মামলার বাদী সেলিম চরমনসা গ্রামের নজির উল্লাহর ছেলে। থানা পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠন সোমবার

ঢাকায় সমাবেশ করার কথা ছিল। সমাবেশ সফল করতে ও ব্যাপক লোকজন জড়ো করতে তারা গ্রামের হতদরিদ্র মানু্ষকে টার্গেট করে। এতে সংগঠনটি কয়েকজনকে প্রতিনিধি নিয়োগ দিয়ে সাধারণ মানুষকে সুদমুক্ত ঋণের প্রলোভন দিয়ে আসছিলেন। সেই লক্ষ্যে প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়া হয়। বিপরীতে তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এতে সবাই ঢাকায় যেতে রাজি হয়েছিলেন। ঢাকায় যাওয়ার জন্য জড়ো হওয়ার খবরে রোববার রাতে রামগতি উপজেলার আজাদনগর বাজার থেকে ৪২ জন, কমলনগর উপজেলার করইতলা বাজার এলাকা থেকে ১১ নারী ও সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়েছে। এ সময় ৬টি বাস ও ৪টি

মাইক্রোবাস জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক বলেন, ভবানীগঞ্জ এলাকা থেকে ২৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ২৭ জন ভুক্তভোগী। সেখান থেকে দুজনকে শনাক্ত করা হয়। পরে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সময় জোনাকি পরিবহণের একটি বাস জব্দ করা হয়। ঘটনাটি তদন্ত চলছে। এর সঙ্গে জড়িত অন্যদেরকে আইনের আওতায় আনা হবে। অন্যান্য থানায় আটক ও জব্দের বিষয়টি তদন্তের স্বার্থ দেখিয়ে এড়িয়ে যান তিনি। প্রসঙ্গত, দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার কথা জানায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। এ নিয়ে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা

আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সমাবেশের আয়োজক সংগঠনের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী। সেখানে নেওয়ার জন্যই লক্ষ্মীপুরের হতদরিদ্র নারী-পুরুষকে প্রলোভন দেখানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু নদ-নদীর পানি বাড়তে পারে, ৯ জেলায় বন্যার আভাস ছাগলকাণ্ডের সেই মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে অসন্তুষ্ট আদালত, আপ্রাণ চেষ্টার নির্দেশ ‘উৎসাহ ও উৎসব’ বোনাসের লাগাম টানছে সরকার সাদা পাথর লুটকাণ্ডে বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার চাঞ্চল্যকর শিক্ষক হত্যা মামলায় ছেলে গ্রেফতার আইভরি কোস্টের প্রেসিডেন্ট প্রার্থী কে এই ‘লৌহমানবী’ চার্লি কার্ক হত্যাকাণ্ড: ২২ বছর বয়সী উগ্রবাদী তরুণ রবিনসন গ্রেপ্তার কৃষি মন্ত্রণালয়ে সার আমদানিতে নজিরবিহীন লুটপাট নিয়ে ব্যাপক সমালোচনা পুলিশের গাড়ির সামনেই ‘জয় বাংলা’ স্লোগান, উজ্জীবিত আওয়ামী লীগ ইউনূস সরকারের নয়া বন্দোবস্ত: বহির্বিশ্বে হয়রানির শিকার বাংলাদেশি পাসপোর্টধারীরা রক্ষণশীল তারকা রাজনীতিবিদ কার্কের মৃত্যু রক্ষণশীলদের হাতেই? যে কালসাপ লালন-পালন করেছেন এতকাল এখন কেন তার ভয়ে ভীত ডা. জাহেদ? সরকারঘনিষ্ঠ সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি শ্রমিকরা, মালয়েশিয়া যাওয়ার খরচ বেড়ে ১ লাখ ৬২ হাজার টাকা পশ্চিমবঙ্গেও নেপালের মতো অভ্যুত্থানের ডাক দিয়ে ১৪ মামলা খেলেন বিজেপি নেতা! জঙ্গিবাদের আঁতুড়ঘর পাকিস্তানে সেনাবহরে জঙ্গি হামলায় ১২ সেনা নিহত, বেহাত সমরাস্ত্র-ড্রোন ভাঙ্গায় ৩ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা