সারা দেশে যৌথ অভিযান: সাবেক ভূমিমন্ত্রী ডিলুর ছেলেসহ গ্রেফতার ১৭ – ইউ এস বাংলা নিউজ




সারা দেশে যৌথ অভিযান: সাবেক ভূমিমন্ত্রী ডিলুর ছেলেসহ গ্রেফতার ১৭

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:১০ 56 ভিউ
সারা দেশে যৌথ অভিযানে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলবারুদ ও মাদক উদ্ধার করা হয়। পাবনার ঈশ্বরদী থেকে তমালকে গ্রেফতারের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও তার ব্যবহৃত কার জব্দ করা হয়েছে। ময়মনসিংহের ভালুকায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন এক যুবদল নেতা। এ ছাড়া নাটোর, ময়মনসিংহের গৌরীপুর, নেত্রকোনা, নোয়াখালীর বেগমগঞ্জ, মৌলভীবাজারের বড়লেখা, কক্সবাজার ও রংপুরে অন্যদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। নোয়াখালীতে কবরস্থানে মিলেছে সাবেক সংসদ-সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্স করা একটি শটগান। এদিকে চট্টগ্রামের পটিয়ায়

যৌথ অভিযানের নামে ডাকাতিকালে চারজনকে ধরে পুলিশে দিয়েছে জনতা। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় বিক্ষুব্ধরা। প্রাণ বাঁচাতে অস্ত্র ও গোলাবারুদ ফেলে পালিয়ে যান পুলিশ সদস্যরা। এ সময় অনেক অস্ত্র লুটপাট হয়েছে। এসব অস্ত্র দুর্বৃত্তদের হাতে চলে যাওয়ায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে অন্তর্র্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে লুট হওয়া অস্ত্র ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। কিন্তু এতে তেমন সাড়া না মেলায় ৪ সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধারে সারা দেশে যৌথ অভিযান শুরু হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর: পাবনা ও ঈশ্বরদী: র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা শুক্রবার

ভোরে ঈশ্বরদী পৌরসভার আলোবাগ মহল্লার একটি বাড়ি থেকে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমালকে গ্রেফতার করেছে। তমাল ৪ আগস্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান জানান, তমালের হামলায় মো. নজরুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম রিপনসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় আহত নজরুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। র‌্যাব তমালের ব্যবহৃত গাড়ি তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও ১০ পিস ইয়াবা উদ্ধার করে। শুক্রবার বিকালে তমালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একই থানায়

আরও ৫টি মামলা রয়েছে। তমাল ঈশ্বরদী যুবলীগের সভাপতি। নোয়াখালী: নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ-সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্স করা একটি শটগান উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের একটি কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। ওই সময় ঘটনাস্থল থেকে ১২ রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়। এ বিষয়ে জানতে একরামুল করিম চৌধুরীর মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। তার ছেলে সুবর্ণচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার ইশরাক সাবাব চৌধুরী বলেন, বাবা অসুস্থ থাকায় সরকারের নির্দেশনা মোতাবেক অস্ত্রটি হস্তান্তর করতে পারেননি। নাটোর: জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান খান

চৌধুরী এহিয়ার বাড়ি থেকে শুক্রবার ভোরে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি ভারতীয় ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি পিস্তল হোল্ডার ও একটি অস্ত্রের সিলিং। বগুড়া: ৩ সেপ্টেম্বর বিকাল ৫টার মধ্যে লাইসেন্সভুক্ত বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার কথা থাকলেও জেলায় ৬০ জন ব্যর্থ হয়েছেন। অভিযান চালিয়ে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। শুক্রবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার নাহিয়ান মুনসীফ এ তথ্য দিয়েছেন। গৌরীপুর (ময়মনসিংহ): পৌর শহরের নয়াপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার হাটশিরা

গ্রামের মো. রিপন মিয়ার ছেলে মো. আব্দুল কাইয়ুম এবং রাইশিমুল গ্রামের আহাম্মদ হোসেনের ছেলে ইমরান হোসেন। এ ঘটনায় গৌরীপুর থানার সাব-ইনস্পেকটর শামীম হোসাইন বাদী হয়ে একটি মামলা করেছেন। ভালুকা (ময়মনসিংহ): চাঁদাবাজির অভিযোগে বৃহস্পতিবার দুপুরে পুরুড়া ও ভালুকা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে জেলা যুবদল নেতাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল ইসলাম তালুকদার ও মিজানুর রহমান। বেগমগঞ্জ (নোয়াখালী): চৌমুহনী পূর্ববাজার থেকে শুক্রবার দুপুরে আমজাদ হোসেন সুমন প্রকাশ খালাসি সুমন নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। খালাসি সুমন হত্যাসহ বিভিন্ন ঘটনায় ১৩টি মামলা ও একটি অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সুমন চৌমুহনী পৌর হাজীপুর এলাকার

লুৎফল হক লাতু মিয়ার ছেলে। পটিয়া (চট্টগ্রাম): যৌথ বাহিনীর অভিযানের নামে একটি মাদ্রাসা ও এতিমখানায় ডাকাতি করে পালানোর সময় চারজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে জনতা। চরপাথরঘাটা ইউনিয়নের আলত্বাফিয়া ইয়াছিনিয়া আল এজাজ ইন্টারন্যাশাল ও এতিমখানায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার বিকালে মামলা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন সুহেল আনোয়ার, বিদ্যুৎ দেব, মো. শফিকুল ইসলাম ও সুমন কান্তি দে। বড়লেখা (মৌলভীবাজার): উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদিরকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কাদির উপজেলার তালিমপুর গ্রামের মৃত আসাব উদ্দিনের ছেলে। নেত্রকোনা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ৪ আগস্ট লুট হওয়া পুলিশের একটি আগ্নেয়াস্ত্র শুক্রবার উদ্ধার করেছে সেনাবাহিনী। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, এটি এখনো হস্তান্তর করা হয়নি। কক্সবাজার: কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় শুক্রবার ভোরে অস্ত্র ও গুলি উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন পিএমখালী এলাকার মৃত কবির আহমেদের ছেলে কলিম উল্লাহ, মৃত ফোরকান আহমেদের ছেলে মো. খোরশেদ আলম, মো. শফিউল্লাহর ছেলে মো. হাসান শরীফ লাদেন, মোহাম্মদ আলীর ছেলে মো. শাহিন, মাহাবুল্লার ছেলে মো. মিজান, মৃত কবির আহমেদের ছেলে আব্দুল মালেক, মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই ও আব্দুল আজিজ। উদ্ধার করা হয়েছে ২টি বিদেশি পিস্তল, ৩টি ওয়ানশুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি দামা, ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল ও ১টি চেইন। রংপুর: মহানগরীর একটি পুকুর থেকে বৃহস্পতিবার রাতে লকার ও কালো কাগজের একটি বান্ডিল উদ্ধার করেছে যৌথ বাহিনী। পুলিশ জানায়, বুধবার ভোরে বাবুখা এলাকায় নজরুল পাঠাগারের পাশে একটি ব্রিফকেস পান আতিকুর রহমান নামে এক নৈশপ্রহরী। সেটি খুলে একটি লকার পান তিনি। পরে তিনি তা পাঠাগারের সভাপতি রশিদুস সুলতান বাবলু ও তার বন্ধু মিলনের কাছে দেন। তারা সেটি পুলিশকে না দিয়ে নিজেরাই ভেঙে ফেলেন। পরে লকারটি পুকুরে ফেলে দেন। স্থানীয়দের দাবি, লকারে থাকা কাগজটিতে ৭৩ হাজার ইউএস ডলারের একটি হিসাব লেখা ছিল। এ ঘটনায় বাবলু ও আতিকুরকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জোট সরকার গঠনে ব্যর্থ, পদত্যাগ করবেন অস্ট্রিয়ার চ্যান্সেলর অবশেষে খোঁজ মিলল ‘মোস্ট ওয়ান্টেড’ জিয়ার সচিবালয়ের আগুন লাগা সেই ভবন খুলে দেওয়া হলো ১১ দিন পর ‘এক রাউন্ডও গুলি করিনি কিন্তু নামের পাশে লিখেছে ১৭ রাউন্ড’ বিনিয়োগের চেষ্টা করেও ফিরে যায় আরামকো, অভিযোগ সৌদি রাষ্ট্রদূতের আগামী নির্বাচনে আনসার-ভিডিপিকে ভিন্নরূপে দেখা যাবে হলুদে হলুদে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী? জার্মান নারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাত মেলালেন না সিরিয়ার বিদ্রোহী নেতা কুরস্কে রুশ ও কোরিয়ান সেনাদের ব্যাপক বিপর্যয়ের দাবি জেলেনস্কির চীনে ছড়িয়ে পড়েছে নতুন ভাইরাস, বাড়ছে উদ্বেগ-শঙ্কা ছাপ্পান্ন ভাগ আসামিই নিচের স্তরের সদস্য গাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত আরও ৫৯ ফিলিস্তিনি সিরিয়ায় নতুন সূর্যোদয় দেখছেন এরদোয়ান হোয়াইট হাউজে পুরস্কার নেওয়ার অনুষ্ঠানে গেলেন না মেসি সরকারের ঋণ গ্রহণে বড় বিশৃঙ্খলা দুই সংস্থার প্রধান কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের হবেন রমজান ঘিরে ন্যায্যমূল্যে ডিম বিক্রির বার্তা সংবিধান বাতিল করে গণপরিষদ নির্বাচনের দাবি জাতীয় বিপ্লবী পরিষদের ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, হাসপাতালে ৫৬