‘মোগো ছাইরা দেন, দেহি কিছু ধইরা বাঁচতে পারি কিনা’ – ইউ এস বাংলা নিউজ




‘মোগো ছাইরা দেন, দেহি কিছু ধইরা বাঁচতে পারি কিনা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৫ | ৪:৫৮ 73 ভিউ
‘ও ভাই মোগো ছাইরা দেন, আর পারি না। ভাসতে ভাসতে যদি কখনো কিছু হাতে পাই দেহি হেইয়া ধইরা বাঁচতে পারি কিনা’ কথাগুলো বললেন সাগরে ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবে যাওয়ার পর ভাসতে ভাসতে বেঁচে যাওয়া জেলেরা। ট্রলার ডুবে যাওয়ার পর এক সঙ্গে বয়া ধরে ১২ জেলে ৩ দিন সাগরে ভেসে থাকার পর ৩ দিনের মাথায় ৩ জেলে ভেসে থাকাবস্থায় এমন বর্ণনা দেন‌ ফিরে আসা জেলেরা। ট্রলার ডুবির চারদিন সাগরে ঢেউয়ের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে ৯ জেলে বেঁচে ফিরলেও বাকি ৩ জনের সন্ধান পাওয়া যায়নি। ১২ ঘণ্টা পর তিন জেলেও পাওয়া যায়। চারদিন তারা খাবার ও বিশুদ্ধ পানি ছাড়াই লবণ পানি খেয়ে

সাগরে ভেসে ছিলেন। প্রচণ্ড ঝড়-বৃষ্টি, ঢেউ আর মৃত্যুভয়কে সঙ্গী করে বেঁচে ফেরার সংগ্রাম চালিয়ে গেছেন। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা কবির শিয়ালী, সোহাগ ও গোপাল কান্নাজড়িত কণ্ঠে সেই বিভীষিকাময় ঘটনার বর্ণনা দেন। তারা বলেন, ট্রলার ডুবে যাওয়ার পর যখন বয়া নিয়ে ১২ জন ভেসে ছিলাম ৩ দিন ভাসার পর শরীর দুর্বল হয়ে পড়ে। সঙ্গে থাকা জেলেদের বলি ভাই মোগো এখন ছাইরা দেন। বয়া আর ধইরা রাখতে পারি‌ না। ভাসতে থাকি, ঢেউয়ে ঢেউয়ে যদি কোনো ট্রলার বা কিছু পাইলে ধরমু, না‌ হয় মরমু। তাদের ছাইরা ১২ ঘণ্টা ভেসে থাকার পর একটি ট্রলারের জেলেরা উদ্ধার করে। জানা যায়, বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের পশ্চিম

মঠের খাল এলাকার আলমগীর খলিফার মালিকানাধীন ‘এফবি সাইকূল’ নামের ট্রলারটি ১২ মাঝিমাল্লাসহ ৫ জুলাই গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। পরদিন ৬ জুলাই সকাল ৬টার দিকে উত্তাল সাগরে প্রবল ঢেউয়ের কবলে পড়ে পায়রা সমুদ্র বন্দরের শেষ বয়ার কাছে ট্রলারটি ডুবে যায়। উদ্ধার হওয়া ট্রলারের মাঝি কবির হোসেন বলেন, ‘ট্রলারে থাকা রিং বয়া ও ফ্লুট আঁকড়ে ধরে একত্রে ভেসে থাকেন ১২ জন। প্রথমে সবাই একত্রে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে ঢেউ ও স্রোতের তোড়ে তিনজন জেলে আলাদা হয়ে যান। বাকি ৯ জন প্রাণপণ লড়ে বেঁচে ছিলেন। চার দিন সাগরে ভেসে ভেসে তারা চলে আসেন রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে। ভোলা থেকে আসা একটি

মাছ ধরা ট্রলারের মাঝি কাশেম মাঝিসহ জেলেদের সহযোগিতায় আমাদের ভাসতে থাকা ৯ জেলেকে উদ্ধার করে দুপুরে রাঙ্গাবালী নৌপুলিশের কাছে হস্তান্তর করেন। উদ্ধার হওয়া জেলেরা হলেন- কবির হোসেন (৫২), এবাদত (৩৬), আল আমিন সিকদার (২৮), জাহিদ (২৭), রাসেল (২৪), ইব্রাহিম খান (৪০), মুনসুর (২৮), শাহ আলম (৬২) ও নূরুল হক (৪৫)। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। ১২ ঘন্টা পরে অপর খবির শিয়ালী (৪০), সোহাগ‌ মিয়া (৩৮) ও গোপাল চন্দ্র মিস্ত্রী (৪০) বৃহস্পতিবার দুপুরের দিকে পাওয়া যায়। এফবি সাইকুল ট্রলারের মালিক আলমগীর খলিফা বলেন, উদ্ধার জেলেরা এখনো শারীরিকখাবে সুস্থ নয়। জেলেরা কুলে আসার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বাড়ি আসার

জন্য রওনা হয়েছে। রাঙ্গাবালী নৌপুলিশ ইনচার্জ শহীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, উদ্ধার হওয়া জেলেদের চরমোন্তাজ স্লুইস বাজারে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে ট্রলার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও কলেন, উদ্ধার হওয়া জেলেরা ফ্লুট নিয়ে ভেসে ছিল। সাগরে থাকা অন্য জেলেরা তাদের দেখে উদ্ধার করেন। পরে সংবাদ পেয়ে আমরা গিয়ে সোনারচরসংলগ্ন আন্ডারচর এলাকা থেকে তাদের উদ্ধার করে চরমোন্তাজে নিয়ে আসি। প্রায় সময় দুর্যোগ জলোচ্ছ্বাসে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটে কিন্তু ট্রলার ডুবির ঘটনার পর জেলেদের উদ্ধারের জন্য সরকারিভাবে তেমন কোনো ব্যবস্থা নেই। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল দুর্যোগের সময় সাগরে দুর্ঘটনা ঘটলে জেলেদের উদ্ধারের জন্য দ্রুত আকাশ যান‌ অর্থাৎ হেলিকপ্টার দেওয়ার জন্য ।

যাতে করে দ্রুত জেলেসহ অন্যান্যদের উদ্ধার করা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে হলে রাজনীতি বিরোধিতার পেছনে নিপীড়নের স্মৃতি ও নতুন তৎপরতা হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ উপদেষ্টাদের সততার ওপরের পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার সিঙ্গাপুরের সামনে যত চ্যালেঞ্জ গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ ভারত থেকে পোশাক কেনা স্থগিত করছে মার্কিন কোম্পানি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র হাতে মহড়ার ছবিতে তোলপাড় আদিবাসী অধিকার প্রতিষ্ঠা ও সাংবিধানিক স্বীকৃতির দাবি তুষারের ‘নগ্ন ভিডিও’ ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার বিসিবির প্রধান কিউরেটর পদে হেমিং, গামিনীকে নিয়ে যা জানা গেল ‘বাংলাদেশের এক বাঁহাতি স্পিনার অনেক গালি দিয়েছিল’ সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি কল্লা শহীদ মাজারে ওরস শুরু রোববার সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যের প্রতিবাদে লালকার্ড প্রদর্শন পবিপ্রবির দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ