মডরিচের জায়গায় মেসির বিশ্বকাপজয়ী সতীর্থকে চায় রিয়াল – ইউ এস বাংলা নিউজ




মডরিচের জায়গায় মেসির বিশ্বকাপজয়ী সতীর্থকে চায় রিয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ৫:২৭ 10 ভিউ
রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের প্রাণভোমরা লুকা মডরিচ চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার ১৩ বছরের যাত্রার ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি। তার বিদায়ে মিডফিল্ডে তৈরি হওয়া শূন্যস্থান পূরণে মনযোগী হয়েছে রিয়াল। শোনা যাচ্ছে, ইউরোপের শীর্ষ কোনো মিডফিল্ডারকে দিয়েই মডরিচের অভাব পূরণ করতে চায় তারা। ক্রোয়েশিয়ান কিংবদন্তির বদলি হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দিকে হাত বাড়াচ্ছে রিয়াল। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘ফিশাজেস’-এর বরাতে বিবিসি জানিয়েছে, ম্যাক অ্যালিস্টারকে পাখির চোখ করেছেন ফ্লোরেন্তিনো পেরেজ। আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-ও একই খবর দিয়েছে। তবে ম্যাক অ্যালিস্টারের রিয়ালে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ সম্প্রতি লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি। অলরেডদের নতুন কোচ আরনে স্লটের

পরিকল্পনার অনেকটা জুড়ে লিভারপুল মিডফিল্ডের এই রত্ন। আর চলতি মৌসুম শেষে রিয়ালের ফুলব্যাক ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ডের রিয়ালের যাওয়ার কথা রয়েছে। একই উইন্ডোতে নিজেদের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে নিশ্চয়ই রিয়ালের হাতে তুলে দেবে না ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার গুঞ্জন নিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে ম্যাক অ্যালিস্টার বলেছিলেন, ‘আমাকে নিয়ে ছড়ানো গুঞ্জন ও সংবাদ কি আমার পড়া উচিৎ? আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে কী ঘটছে তা। এই ক্লাব (লিভারপুল) আমাকে এখন যতটা পছন্দ করছে, যদি একটি উইকেন্ড খারাপ যায়, এখনকার মতো আগ্রহ আর থাকবে না।’ এদিকে ম্যাক অ্যালিস্টার ছাড়াও আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার এনজো ফার্নান্দেজের দিকেও নজর ছিল রিয়ালের। সংবাদ সম্মেলনে চেলসি কোচ এনজো

মারেসকা স্পষ্ট বলে দিয়েছেন, ‘এনজো আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমাদের অধিনায়ক ও মাঠে নেতৃত্ব দেওয়া ফুটবলারের একজন। সুতরাং এখন কোনো গুঞ্জন কিংবা আলোচনা নয়। সে আমাদের দিকেই মনোনিবেশ করছে এবং এটাই গুরুত্বপূর্ণ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুমিল্লায় আ.লীগ-যুবলীগের ৮ নেতাকর্মীসহ গ্রেপ্তার ১১ আবারও ভুল! ইয়েমেনে আটকে পড়ছে আমেরিকা ট্রাম্পের নীতির বলি রাজকন্যা এলিজাবেথ! একই মঞ্চে বিয়ে হলো হিন্দু-মুসলিমের সেনাবাহিনী ও বিএনপির সমালোচনায় সরব ইনকিলাব মঞ্চ সিরিয়ার ওপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প নাহিদকে মিথ্যাবাদী বললেন রাশেদ খান ফের নগর ভবন অবরোধ করলেন ইশরাক সমর্থকরা জিএম কাদেরের বিরুদ্ধে জাপা নেত্রীর ডাকাতি মামলা ঈদে সাংবাদিকদের ছুটি বৃদ্ধি ও বেতন-বোনাস পরিশোধের দাবি বিএফইউজে-ডিইউজে’র ৪৫ ভেনেজুয়েলান কর্মীকে ছুটিতে পাঠাল ডিজনি ওয়ার্ল্ড সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস শরীরে ৯৬ চামচ, নিজের গিনেস রেকর্ড ভেঙে ইতিহাস আবুলফজলের করাচিতে ‘করোনায়’ মৃত্যু নিয়ে মুখ খুলল পাকিস্তানের স্বাস্থ্য বিভাগ সুদসহ অক্ষয়ের টাকা ফেরত দিলেন পরেশ রাওয়াল পাকিস্তানিকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী মডরিচের জায়গায় মেসির বিশ্বকাপজয়ী সতীর্থকে চায় রিয়াল ‘ধরা পড়লে বলবা ইন্ডিয়া যাচ্ছিলাম, বিএসএফের তাড়া খেয়ে চলে আসছি’ মিয়ানমারে নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গা নিখোঁজ ভারতে উদ্বেগজনকভাবে বাড়ছে অপ্রাপ্তবয়স্কদের যৌন অপরাধ