বাড্ডায় পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




বাড্ডায় পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ | ৯:১৩ 62 ভিউ
রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডার একটি বাসা থেকে রহিমা আক্তার (২১) নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে রহিমার স্বামী রাসেল মিয়া পলাতক বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। রাসেল পলাতক থাকায় তাদের সন্দেহ, রহিমাকে হত্যা করা হতে পারে। আজ রোববার (১৩ জুলাই) বিকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাড্ডা থানা উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে পূর্ব বাড্ডার পাঁচতলা বাজার এলাকার একটি টিনশেড বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।’ এলাকার বাসিন্দাদের বরাত দিয়ে

তিনি বলেন, ‘দাম্পত্য কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ ওই নারীর ভাই নিয়ামত জানান, তার বোন ও ভগ্নিপতি বাড্ডায় বিগবস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। দুজনে প্রেম করে বিয়ে করেন। তাদের ছয় মাসের একটি সন্তান রয়েছে। তিনিও জানতে পেরেছেন, পারিবারিক কলহের জেরে তার বোন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে তার বোনের স্বামী পলাতক। পলাতক থাকায় তাদের সন্দেহ হচ্ছে, তার বোনকে হত্যা করা হয়েছে কি না। রহিমা আক্তার বরগুনা সদরের বুনিয়া গ্রামের মজিবুরের কন্যা। দুই বোন ও এক

ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সালমান শাহ হত্যা মামলার রায় ২০ অক্টোবর জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে পালাবদলের আভাস দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২ একদিনে ক্রিপ্টো বাজার থেকে উধাও এক ট্রিলিয়ন ডলার ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরাইলের পার্লামেন্টে হট্টগোল দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরাইল ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত দাম বাড়ল ভোজ্যতেলের কোরআন তিলাওয়াতকারীর বিশেষ ১০ মর্যাদা শিগগিরই ৪ হাজার এএসআই নিয়োগ আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? বিধিনিষেধ প্রত্যাহার চায় গ্রামীণফোন, বিটিআরসিকে চিঠি অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা ‘রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন’ জনসাধারণের জন্য উন্মুক্ত হলো রোমান কলোসিয়ামের ঐতিহাসিক ‘কমোডাস প্যাসেজ’ শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর