বাড্ডায় পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




বাড্ডায় পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ | ৯:১৩ 14 ভিউ
রাজধানীর বাড্ডা থানাধীন পূর্ব বাড্ডার একটি বাসা থেকে রহিমা আক্তার (২১) নামে এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে রহিমার স্বামী রাসেল মিয়া পলাতক বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। রাসেল পলাতক থাকায় তাদের সন্দেহ, রহিমাকে হত্যা করা হতে পারে। আজ রোববার (১৩ জুলাই) বিকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাড্ডা থানা উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে পূর্ব বাড্ডার পাঁচতলা বাজার এলাকার একটি টিনশেড বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।’ এলাকার বাসিন্দাদের বরাত দিয়ে

তিনি বলেন, ‘দাম্পত্য কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ওই নারী আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ ওই নারীর ভাই নিয়ামত জানান, তার বোন ও ভগ্নিপতি বাড্ডায় বিগবস নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। দুজনে প্রেম করে বিয়ে করেন। তাদের ছয় মাসের একটি সন্তান রয়েছে। তিনিও জানতে পেরেছেন, পারিবারিক কলহের জেরে তার বোন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে তার বোনের স্বামী পলাতক। পলাতক থাকায় তাদের সন্দেহ হচ্ছে, তার বোনকে হত্যা করা হয়েছে কি না। রহিমা আক্তার বরগুনা সদরের বুনিয়া গ্রামের মজিবুরের কন্যা। দুই বোন ও এক

ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট গিয়ে ৩ রোহিঙ্গা আটক ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা: ট্রাম্প বাংলাদেশের রেকর্ড হলো, আবার হলোও না গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত মিনিকেট নামে চাল সরবরাহ বন্ধের নির্দেশ ভোক্তা অধিকারের মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বন্ধ এক ম্যাচ পরই তিন বদল বাংলাদেশ দলে এ সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না: জাপা মহাসচিব উড্ডয়নের পরই যুক্তরাজ্যে প্লেন বিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত আদালতে আত্মসমর্পণ অপু বিশ্বাসের, পেলেন জামিন ট্রাই-ফোল্ড স্মার্টফোন আনছে স্যামসাং বাড্ডায় পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার এবার একাই চার চরিত্রে আল্লু অর্জুন নিহত সোহাগের পরিবারের পাশে বিএনপি, খুনিদের ফাঁসির দাবি শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় তিন মাদ্রাসাছাত্র নিহত লিটনের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর বিয়ের ধারণাটা আমার কাছে ভয়ংকর: শ্রুতি আয়ারল্যান্ডে গণকবরের সন্ধান, গোপন চেম্বারে ৭৯৬ শিশুর সমাধি চবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ