ফেসবুকে প্রেম, বিয়ের পর জানা গেল ‘নববধূ’ পুরুষ! – ইউ এস বাংলা নিউজ




ফেসবুকে প্রেম, বিয়ের পর জানা গেল ‘নববধূ’ পুরুষ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ | ১০:০৭ 90 ভিউ
রাজবাড়ীর গোয়ালন্দে ফেসবুকের মাধ্যমে প্রেম, তারপর পারিবারিক সম্মতিতে বিয়ে। কিন্তু দেড় মাস সংসার করার পরই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য, মাহমুদুল হাসান শান্ত যাকে বিয়ে করেছিলেন, সেই ‘সামিয়া’ আসলে একজন পুরুষ! এ ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সামিয়া’ নামে যাকে সবাই জানত, তার প্রকৃত নাম মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার বাসিন্দা এবং আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ধরে ফেসবুকে ‘সামিয়া’ নামে নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তোলেন শাহিনুর। এরপর ফেসবুকেই পরিচয় হয় গোয়ালন্দের মাহমুদুল হাসান শান্তর সঙ্গে। গত ৭ জুন হঠাৎ শান্তর বাড়িতে চলে আসে ‘সামিয়া’। এরপর পরিবারের সম্মতি নিয়ে, স্থানীয়দের উপস্থিতিতে এবং

মৌলভি ডেকে ইসলামী নিয়মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের পর দেড় মাস শান্তর পরিবারের সঙ্গে নববধূর মতোই সংসার করছিলেন শাহিনুর ওরফে সামিয়া। কিন্তু তাঁর কিছু অস্বাভাবিক আচরণ দেখে ধীরে ধীরে সন্দেহ তৈরি হয় পরিবারের সদস্যদের মধ্যে। একপর্যায়ে গত শুক্রবার বিকেলে নিশ্চিত হওয়া যায়, ‘সামিয়া’ আসলে একজন পুরুষ। সংবাদটি ছড়িয়ে পড়তেই স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এটি ভাইরাল হয়ে যায়। শান্ত বলেন, ফেসবুকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে হঠাৎ বাড়িতে চলে আসায় পরিবারের সম্মতিতে আমরা বিয়ে করি। তবে বিয়ের পর থেকেই তার আচরণ অস্বাভাবিক ছিল। কাছে যেতে চাইলে বলত, অসুস্থ,

ডাক্তার নিষেধ করেছে। এতে সন্দেহ জাগে। শান্তর মা মোছা. সোহাগী বেগম বলেন, একজন পুরুষ আমাদের পরিবারের বউ হয়ে থাকছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। সে অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল। ঘটনা প্রকাশের পর শনিবার (২৬ জুলাই) সকালে পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে শাহিনুর ওরফে সামিয়া গণমাধ্যমকে বলেন, শান্তর সঙ্গে যা করেছি, সেটা আমার ভুল। আমার হরমোনজনিত সমস্যা আছে। নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন খানকে এক সুতোয় গাঁথছেন আরিয়ান? স্বর্ণের দাম আরও বাড়ল দেশের আকাশে রক্তলাল চন্দ্রগ্রহণ থাকবে যতক্ষণ, দেখা যাবে ২ গ্রহ রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল আ.লীগের ঝটিকা মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম, গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে মামলা ছিনতাইকারী সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা রাশিয়ার ক্যানসার ভ্যাকসিন ট্রায়ালে সফল অবৈধ ইসরাইলি বসতিতে কুদস ব্রিগেডের রকেট হামলা ২০২৬ সালে ৪৭ মিলিয়ন পর্যটকের স্বপ্নে মালয়েশিয়া মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিকৃতকারী বদরুদ্দীন উমর আর নেই গড় কমলেও আগস্টে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি দুদকের উপপরিচালক মাহবুবুল আলম বরখাস্ত কেন পুরস্কার গ্রহণ করতেন না বদরুদ্দীন উমর? রাশিয়া-ইউক্রেনের বাফার জোনে সেনা পাঠাবে বাংলাদেশ ও সৌদি? বাগেরহাটে ৩ দিনের হরতালের ঘোষণা দুই মহাসড়ক অবরোধ যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা সৌদি-ইরানের থেকেও বেশি তেল ভেনেজুয়েলায়, তারপরও লাভে নেই