
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রুদ্ধশ্বাস রোমাঞ্চের পর বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

‘ফিক্সিং হলে ক্রিকেটার তৈরি হবে না’ – উদ্বেগ বিসিবি সভাপতির

নাহিদকে নিয়ে জিম্বাবুয়ের খোঁচা, জবাবে যা বললেন শান্ত

আজকের খেলা: ১৯ এপ্রিল ২০২৫

মেসির তিন ছেলে কে কোন ফুটবলারের ভক্ত
নারী ফুটবলারদের বিদ্রোহের নেপথ্যের যে কারণ জানা গেলো!

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা, হুট করে বিদ্রোহ করে বসে বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। একের পর এক অভিযোগ দিতে থাকেন হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে। সঙ্গে ঘোষণা দেন পিটারকে অপসারণ করা না হলে একযোগে অবসরে যাবে সব ফুটবলার।
কোচের সাথে ফুটবলারদের মূল সমস্যা বাটলারের বাজে ব্যবহার। খেলোয়াড়দের সাথে কখনোই ভালো ব্যবহার করতো না এই কোচ। মাঠের বাইরে ফুটবলারদের ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপের অভিযোগ তুলেন খেলোয়াড়রা।
পরিচয় গোপন করার শর্তে একজন ফুটবলার একটি সংবাদ মাধ্যমকে টেলিফোনে জানান, আমরা আ্যসিসটেন্ট কোচ সহ বাফুফের অনেক কর্মকর্তাকে আমাদের সমস্যার কথা জানিয়েছি আগেই। কিন্ত তারা এর কোন সমাধান করতে পারেনি।
বাজে ব্যবহারের সাথে ফুটবলারদের বডি শেমিং করতো
বলেও অভিযোগ করেন খেলোয়াড়রা। বাটলারের বিরুদ্ধে ফুটবলারদের ভিতর বিভেদ সৃষ্টির অভিযোগও আনা হয়। বিভিন্ন খেলোয়াড়কে কোচ নাম ধরে বলেন যেন তাদের সাথে অন্য খেলোয়াড়রা না মিশে। ওই ফুটবলার আরো বলেন, কোচের প্রিয়ভাজন খেলোয়াড়রাই শুধু সুবিধা পেত, বাকিরা পেত মানসিক অত্যাচার। সেই অত্যাচার চলতো অনুশীলনেও। আর সেসব ক্ষোভই এখন জমতে জমতে পাহাড় হয়ে গেছে। আমরা এতদিন নির্বাচনের জন্য চুপ ছিলাম, ভেবেছিলাম নতুন প্রেসিডেন্ট আসলে সব ঠিক হবে। কিন্ত প্রেসিডেন্ট আমাদের সাথে বসার প্রয়োজনবোধ করেনি। উলটো নতুন ২ বছরের চুক্তি করেছে তার সাথে।
বলেও অভিযোগ করেন খেলোয়াড়রা। বাটলারের বিরুদ্ধে ফুটবলারদের ভিতর বিভেদ সৃষ্টির অভিযোগও আনা হয়। বিভিন্ন খেলোয়াড়কে কোচ নাম ধরে বলেন যেন তাদের সাথে অন্য খেলোয়াড়রা না মিশে। ওই ফুটবলার আরো বলেন, কোচের প্রিয়ভাজন খেলোয়াড়রাই শুধু সুবিধা পেত, বাকিরা পেত মানসিক অত্যাচার। সেই অত্যাচার চলতো অনুশীলনেও। আর সেসব ক্ষোভই এখন জমতে জমতে পাহাড় হয়ে গেছে। আমরা এতদিন নির্বাচনের জন্য চুপ ছিলাম, ভেবেছিলাম নতুন প্রেসিডেন্ট আসলে সব ঠিক হবে। কিন্ত প্রেসিডেন্ট আমাদের সাথে বসার প্রয়োজনবোধ করেনি। উলটো নতুন ২ বছরের চুক্তি করেছে তার সাথে।