চাঁদার টাকায় কেনা ছাত্রসংসদ নেতার মোটরসাইকেল উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




চাঁদার টাকায় কেনা ছাত্রসংসদ নেতার মোটরসাইকেল উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ | ৮:১৫ 29 ভিউ
রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসা থেকে চাঁদাবাজির টাকায় কেনা ইয়াহামা এফজেড-এক্স ব্রান্ডের একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক (সম্প্রতি বহিষ্কৃত ) জানে আলম অপু সম্প্রতি তিন লাখ টাকা দিয়ে মোটরসাইকেলটি কেনে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। সূত্র বলছে, শুক্রবার অপুর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ আলামত পেয়েছে পুলিশ। এছাড়া অপুর দেওয়া তথ্যের ভিত্তিতে মোহামাম্মপুরের নবীনগর হাউজিং এর ১ নম্বর রোডের ২১ নম্বর বাসা থেকে চাঁদার টাকায় কেনা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ইয়ামাহা এফজেড-এক্স ব্রান্ডের মোটরসাইকেলটি তিন লাখ সাত হাজার টাকা দিয়ে কেনে অপু। এর আগে শুক্রবার সকালে রাজধানীর গোপীবাগ এলাকা থেকে জানে আলম অপুকে গ্রেফতার করে ডিবি পুলিশ। শুক্রবার বিকালে রাজধানীর মিন্টুরোডে ডিএমপির

মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অপুর গ্রেফতারের বিষয়টি জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ মিশনার মুহাম্মদ তালেবুর রহমান। সূত্র বলছে, গ্রেফতারের পর অপুকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তাকে চাঁদাবাজির ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযানে নামে পুলিশ। ডিসি তালেবুর রহমান বলেন, শুক্রবার সকালে ডিএমপির গোয়েন্দা শাখা রাজধানীর গোপীবাগ এলাকায় অভিযান চালিয়ে অপুকে গ্রেফতার করেছে। এ নিয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় মোট ৬ জন গ্রেফতার হলো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই চাঁদাবাজির সঙ্গে আর কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত চলছে। তিনি আরও বলেন, সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের ৮৩ নম্বর রোডের বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে অপু ও তার সহযোগীরা। তারা গত

১৭ জুলাই শাম্মী আহমেদ এর বাসায় গিয়ে ভয়ভীতি দেখায়। বাসায় থাকা শাম্মীর স্বামীর থেকে ১০ লাখ টাকা নিয়ে আসে। বাকি ৪০ লাখ টাকা আনতে গত ১৯ জুলাই ফের ওই বাসায় যায় কিন্তু টাকা আনতে পারেনি। পরে ২৬ জুলাই আরও লোকজন নিয়ে বাসায় গেলে পুলিশকে খবর দেয় ভুক্তভোগী পরিবার। পুলিশ গিয়ে ৫ জনকে গ্রেফতার করলেও পালিয়ে যায় অপু। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে অপু ও রিয়াদ সাবেক এমপি শাম্মী আহমেদের স্বামীর থেকে টাকার ব্যাগ নিচ্ছে। চাঁদাবাজির ঘটনায় গত ২৬ জুলাই ৫ জন গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে ছিল অপু। অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার থেকে চাঁদার ৫ লাখ

টাকা উদ্ধারের চেষ্টা চলছে। অভিযান সংশ্লিষ্টরা বলছেন, অপু গ্রেফতার এড়াতে বাব বার অবস্থান পরিবর্তন করেছেন। সর্বশেষ গোপীবাগের একটি বাসা থেকে বের হয়ে পাঠাও মোটরসাইকেলে পালানোর চেষ্টাকালে অপুকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গুলশানের চাঁদাবাজির ঘটনায় হওয়া মামলার ২ নম্বর আসামি অপু। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ১০ লাখ টাকা চাঁদা করে রিয়াদ ও অপু ৫ লাখ করে ভাগ করে নেয়। থানা সূত্র জানায়, গ্রেফতার অন্যরা হলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, ঢাকা মহানগর শাখার সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব

এবং বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী আমিনুল ইসলাম। এদের প্রত্যেককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আমিনুল ছাড়া অপর চারজন রিমান্ডে রয়েছেন। রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৭ দিনের রিমান্ডের পঞ্চম দিন শুক্রবারও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের। কোথায় কার কাছে টাকা রেখেছে তার বিস্তারিত তথ্য তদন্তসংশ্লিষ্টদের জানিয়েছেন রিয়াদ। এছাড়া রিয়াদের একাধিক বাসার সন্ধান পায় পুলিশ। সেসব বাসায় বিলাসী জীবন কাটাতেন রিয়াদ। এর মধ্যে রাজধানীর বাড্ডার বৈকাল এলাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে চাঁদাবাজির ২ লাখ ৯৮ হাজার টাকা। বুধবার রাতে বাড্ডার বাসায় অভিযান চালায় গুলশান থানা পুলিশ। অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, মেস বাসাটির একটি কক্ষে থাকতেন

রিয়াদ। সেখানেই রাখেন এমপি শাম্মীর স্বামীর থেকে নেওয়া চাঁদার টাকার একটি অংশ। এর আগে রিয়াদের রাজধানীর নাখালপাড়ার বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার একটি চেক ও ২০ লাখ টাকার ১০টি এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিপ্ট) স্লিপ উদ্ধার করে পুলিশ। গুলশান থানা সূত্র জানায়, এখন পর্যন্ত রাজধানীতে সন্ধান পাওয়া রিয়াদের দুটি বাসার মধ্যে একটি পশ্চিম রাজাবাজার এলাকায়, আরেকটি বাড্ডার বৈকাল এলাকায়। দুটির মধ্যে বাড্ডার বাসায় সে নিয়মিত থাকত। আর রাজাবাজারের বাসায় মাঝেমধ্যে যেত। বাড্ডার বাসাটি মেস বাসা। জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডার বাসা থেকে টাকা উদ্ধার হয়। শাম্মী আহমেদের বাসা থেকে ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার পর রিয়াদসহ কয়েকজন তা ভাগবাটোয়ারা করে

নেন। নিজের ভাগের টাকা রিয়াদ বাড্ডার বাসায় রাখেন। এর আগে বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিয়াদের বাসা থেকে চেক উদ্ধারের বিষয়টি জানানো হয়। সোয়া দুই কোটি টাকার চেক নিয়েছে রংপুর-৬ আসনের (পীরগঞ্জ) আওয়ামী লীগের সাবেক এমপি আবুল কালাম আজাদের ব্যবসা প্রতিষ্ঠান ‘ট্রেড জোন’ থেকে। ট্রেড জোনের পোশাক কারখানাসহ নানা ব্যবসা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘বরবাদ’ নির্মাতার বিরুদ্ধে অভিনেত্রী দোয়েলের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ টটেনহ্যাম ছাড়ার ঘোষণা এশিয়ান ফুটবলের নায়ক সনের মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত ‘সাইয়ারা’ বদলে দিয়েছে অনিতের জীবন ইনস্টায় স্ত্রীর ছবি দিয়ে বিপাকে কাকা শুল্কের অর্থে ঘাটতি সামলাতে পারবে যুক্তরাষ্ট্র? খুলনায় ঘরে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে মেদভেদেভের কথায় চটে রাশিয়ার কাছাকাছি সাবমেরিন পাঠানোর নির্দেশ ট্রাম্পের ইমরান খানের দলের ১০৮ নেতাকর্মীকে কারাদণ্ড ডালাস চলচ্চিত্র উৎসবে মোশাররফ-জুঁই দম্পতি আরও একদল বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যে কারণে ইংল্যান্ডে টানা ২ বছর সবচেয়ে প্রিয় নাম ‘মোহাম্মদ’ চাঁদার টাকায় কেনা ছাত্রসংসদ নেতার মোটরসাইকেল উদ্ধার সামিরা খুঁজছিলেন নবম টার্গেট, গ্রেপ্তার করল পুলিশ পুরোনো জরিপ দিয়ে বর্তমানের দারিদ্র্য বিমোচনের অভিযোগ রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর ‘টিন সেক্স’ নিয়ে নতুন বিতর্ক বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করল ঢাবি প্রশাসন, তদন্তে কমিটি ভূগর্ভের তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা বিজ্ঞানীদের