
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

রাজধানীতে জাপা নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ

উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও গেল উল্টে

সেই ভিক্ষুকের ঘরে মিলল আরও এক বস্তা টাকা

দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম

সাভারে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ১

শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২

মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত
চট্টগ্রামে ছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্রকে বলাৎকারের অভিযোগে সাবেক এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর পতেঙ্গার স্টিল মিল বাজারে বুধবার রাতে এই অভিযোগ ওঠার পর তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পতেঙ্গা থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার ৪৪ বছর বয়সী মো. ইব্রাহীমের (৪৪) বাড়ি পটিয়া উপজেলায় হলেও তিনি পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকায় থাকেন।
পুলিশ বলছে, পতেঙ্গা খেজুরতলা এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন ইব্রাহীম। সেখান থেকে চাকুরিচ্যুত হয়ে একটি বাসা ভাড়া নিয়ে কোরআন পড়াতেন।
পতেঙ্গা থানার এসআই ইমরান হোসেন বলেন, ‘শিশুটিকে ইব্রাহীম প্রাইভেটে কোরআন পড়াতেন। সে সকালে তার কাছে পড়তে গেলেও গত কয়েকদিন ধরে রাতে আসতে বলা হয়। বুধবার রাতে ওই শিশু তার কাছে পড়তে যায়। সেসময় তিনি
তাকে বলাৎকার করেন বলে পরিবার ও স্থানীয়দের অভিযোগ ‘ এদিকে ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠার পর স্থানীয়রা ইব্রাহীমকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে শিশুটির পরিবার ওই ঘটনায় থানায় মামলা করে।
তাকে বলাৎকার করেন বলে পরিবার ও স্থানীয়দের অভিযোগ ‘ এদিকে ছাত্রকে বলাৎকারের অভিযোগ ওঠার পর স্থানীয়রা ইব্রাহীমকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে শিশুটির পরিবার ওই ঘটনায় থানায় মামলা করে।