গাভাস্কারের বিরুদ্ধে নালিশ দেবে রোহিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫
     ৪:০৯ অপরাহ্ণ

গাভাস্কারের বিরুদ্ধে নালিশ দেবে রোহিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৪:০৯ 116 ভিউ
দল হেরেছে, নিজেও পাননি রান। রোহিত শর্মা বুঝতে পেরেছিলেন, ‘বাদ পড়তে পারেন!’ তাই বিশ্রাম নিলেন। বাধ্যতামূলক হওয়ায় রঞ্জি ট্রফিতেও খেললেন। কিন্তু ভাগ্য বদল হয়নি। তাইতো কোনো রাগঢাক না রেখেই সুনীল গাভাস্কার বলে দিলেন, ‘তোমাদের খেলায় মন নেই বলেই রান পাওনি।’ গতকাল কোহলি-রোহিতের কড়া সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি গাভাস্কার। তার কাছে মনে হয়েছে, রোহিতরা স্রেফ বোর্ডের জোরাজুরির কারণে ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেছিলেন। খেলেছেন দায়সারা ভাবে। এরমাঝে গাভাস্কার সিডনি মর্নিং হেরাল্ডে কলামে লিখলেন, অধিনায়ক রোহিত শর্মা ফুরিয়ে গেছেন। তার এখন সাহসী একটি সিদ্ধান্ত নেওয়া জরুরি। তার যে ফর্ম চলছে তাতে টেস্ট ক্রিকেটে সামনে খুব বেশিদূর পথ নেই। লিখেই ক্ষান্ত হননি গাভাস্কার। একই কথা অন

এয়ারেও বলেছিলেন, ‘যদি রোহিত মেলবোর্ন ও সিডনিতে রান করতে ব্যর্থ হয়, তাহলে তার উচিত হবে না নির্বাচকের সিদ্ধান্ত নেওয়ার।’ এই কথার পরই রোহিত জানান, তিনি বিশ্রাম নেবেন। কিন্তু মুখ থামেনি ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কারের। গতকালও আক্রমণ করেছেন রোহিতকে। বিষয়টি একদমই ভালো লাগছে না রোহিতের। ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক মনে করেন, গাভস্কার অনেক বেশি নেগেটিভ কথা বলেন। কিংবদন্তিকে শাস্তি দিতে তাই বোর্ডের কাছে নালিশ জানাতে চান রোহিত। ক্রিকব্লগারের বরাতে ভারতের গণমাধ্যম এনডিটিভি দিয়েছে এমন খবর। প্রতিবেদনে জানানো হয়েছে, সুনীল গাভাস্কারের সমালোচনা সহ্য হচ্ছে না রোহিতের। পত্রিকাটিকে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেই সূত্র জানায়, ‘রোহিত মনে করেন গাভাস্কার তাকে এমন বাজেভাবে সমালোচনা করা উচিত

নয়। সেই কারণে তিনি বিসিসিআইয়ের কাছে গাভাস্কারের নামে নালিশ জানাবে।’ রোহিত বা বোর্ডের কোনো বক্তব্য এখনও আসেনি। এই ইস্যুতে কথা বলেননি গাভাস্কারও। রোহিতের টেস্ট ক্রিকেট যুগটা ভালো যাচ্ছে না। তার আমলে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে পারেননি। ব্যর্থ হয়েছেন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছেও খেয়েছেন নাকানিচুবানি। নিজেও মোটাদাগে ছিলে ব্যর্থ। এত কিছুর পরও আরেকটি সুযোগ পাচ্ছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় কোনো পরিবর্তন আনতে চায় না ভারতের বোর্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দরপত্র ছাড়াই ৬১০ কোটি টাকার টিকা কেনা : স্বচ্ছতা আর জবাবদিহিহীনতার নতুন নজির ছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা হারিয়ে যাচ্ছে, ইউনুসের অবৈধ সরকারের কিছু যায় আসে না কেরানীগঞ্জ কারাগারে ‘মানবেতর’ জীবন: ১৮০০ বন্দিকে ২৪ ঘণ্টা লকআপ ও খাবার বঞ্চনার অভিযোগ ছাত্রলীগ নেতার রক্তাক্ত বাংলাদেশ : যে সন্ত্রাসীদের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন, তাদেরই দমন করবেন কীভাবে? প্রলয় চাকী —৯০-এর দশকের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক। জুলাইয়ের দাঙ্গার মাশুল দিচ্ছে লাখো শিক্ষার্থী : একে একে বন্ধ হচ্ছে বিদেশের দরজা অবৈধ ইউনুস সরকারের সাজানো নির্বাচন ,ভোট বর্জনের আহ্বান আগুনে পোড়া বাড়ি, রক্তে ভেজা মাটি : বিএনপি-জামায়াতের নির্বাচনী উপহার সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর পুরস্কারের রাতে তারকাদের চোখধাঁধানো উপস্থিতি বাংলাদেশের জন্য ভারতেই ভেন্যু বদলের পথে আইসিসি নির্বাচনে ৫১ দলের ৩০টিতেই নেই নারী প্রার্থী ৫ বছরের বেশি পুরোনো গাড়ি আমদানি করা যাবে অস্ত্র আছে, যুদ্ধ নেই—কর্মহীন বাহিনী, সীমাহীন ক্ষমতা বাংলাদেশের সেনা-রাজনীতির বাস্তবতা মুনাফার নামে মহাধোঁকা: ঋণের গর্তে বিমান ও বন্দর