গাভাস্কারের বিরুদ্ধে নালিশ দেবে রোহিত – ইউ এস বাংলা নিউজ




গাভাস্কারের বিরুদ্ধে নালিশ দেবে রোহিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৪:০৯ 80 ভিউ
দল হেরেছে, নিজেও পাননি রান। রোহিত শর্মা বুঝতে পেরেছিলেন, ‘বাদ পড়তে পারেন!’ তাই বিশ্রাম নিলেন। বাধ্যতামূলক হওয়ায় রঞ্জি ট্রফিতেও খেললেন। কিন্তু ভাগ্য বদল হয়নি। তাইতো কোনো রাগঢাক না রেখেই সুনীল গাভাস্কার বলে দিলেন, ‘তোমাদের খেলায় মন নেই বলেই রান পাওনি।’ গতকাল কোহলি-রোহিতের কড়া সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি গাভাস্কার। তার কাছে মনে হয়েছে, রোহিতরা স্রেফ বোর্ডের জোরাজুরির কারণে ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমেছিলেন। খেলেছেন দায়সারা ভাবে। এরমাঝে গাভাস্কার সিডনি মর্নিং হেরাল্ডে কলামে লিখলেন, অধিনায়ক রোহিত শর্মা ফুরিয়ে গেছেন। তার এখন সাহসী একটি সিদ্ধান্ত নেওয়া জরুরি। তার যে ফর্ম চলছে তাতে টেস্ট ক্রিকেটে সামনে খুব বেশিদূর পথ নেই। লিখেই ক্ষান্ত হননি গাভাস্কার। একই কথা অন

এয়ারেও বলেছিলেন, ‘যদি রোহিত মেলবোর্ন ও সিডনিতে রান করতে ব্যর্থ হয়, তাহলে তার উচিত হবে না নির্বাচকের সিদ্ধান্ত নেওয়ার।’ এই কথার পরই রোহিত জানান, তিনি বিশ্রাম নেবেন। কিন্তু মুখ থামেনি ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কারের। গতকালও আক্রমণ করেছেন রোহিতকে। বিষয়টি একদমই ভালো লাগছে না রোহিতের। ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক মনে করেন, গাভস্কার অনেক বেশি নেগেটিভ কথা বলেন। কিংবদন্তিকে শাস্তি দিতে তাই বোর্ডের কাছে নালিশ জানাতে চান রোহিত। ক্রিকব্লগারের বরাতে ভারতের গণমাধ্যম এনডিটিভি দিয়েছে এমন খবর। প্রতিবেদনে জানানো হয়েছে, সুনীল গাভাস্কারের সমালোচনা সহ্য হচ্ছে না রোহিতের। পত্রিকাটিকে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেই সূত্র জানায়, ‘রোহিত মনে করেন গাভাস্কার তাকে এমন বাজেভাবে সমালোচনা করা উচিত

নয়। সেই কারণে তিনি বিসিসিআইয়ের কাছে গাভাস্কারের নামে নালিশ জানাবে।’ রোহিত বা বোর্ডের কোনো বক্তব্য এখনও আসেনি। এই ইস্যুতে কথা বলেননি গাভাস্কারও। রোহিতের টেস্ট ক্রিকেট যুগটা ভালো যাচ্ছে না। তার আমলে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলতে পারেননি। ব্যর্থ হয়েছেন বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছেও খেয়েছেন নাকানিচুবানি। নিজেও মোটাদাগে ছিলে ব্যর্থ। এত কিছুর পরও আরেকটি সুযোগ পাচ্ছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় কোনো পরিবর্তন আনতে চায় না ভারতের বোর্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি ৪ প্যানেলের জাকসুতে কত শতাংশ ভোট পড়েছে, জানাল কমিশন ‘চাকসুতে অংশ নেবে কিনা ভেবে দেখছে ছাত্রদল’ জাকসু নির্বাচন বর্জনের কারণ জানাল ছাত্রদল এশিয়া কাপ : টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ স্বর্ণের দাম এখনো রেকর্ডের কাছাকাছি দাম কমলো জেট ফুয়েলের ‘পিটার হাসের কোম্পানি’ থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার এনসিপি নেতার চাঁদাবাজি, মবসন্ত্রাস ও দখলবাণিজ্যে অতিষ্ঠ স্থানীয়রা, মানববন্ধনে নিন্দা ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশ: বন্ধ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র নেপালে এখনো আটকা বাংলাদেশ ফুটবল দল ও সাংবাদিকরা ইউনূস সরকারের অধীনে জঙ্গিবাদের উত্থান, দেশে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন সিনেমায় ইমরান হাশমির সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি ৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ ফরিদা পারভীন লাইফ সাপোর্টে সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ২৭ বল খেলেই আমিরাতকে হারাল ভারত কত টাকায় পাওয়া যাবে আইফোন ১৭ প্রো কাতারের পর মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের হামলা, নিহত ৯