গাজীপুরে যেভাবে হানিট্র্যাপের শিকার হন যাত্রীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫
     ১০:২৫ অপরাহ্ণ

গাজীপুরে যেভাবে হানিট্র্যাপের শিকার হন যাত্রীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ | ১০:২৫ 57 ভিউ
গাজীপুরে প্রতারণার এক নতুন নাম ‘হানিট্র্যাপ’। এই ট্র্যাপে রয়েছে কয়েক ডজন নারী। তারা পুরুষ— বিশেষত পথচারীকে টার্গেট করেন। পরে টার্গেটকৃত ব্যক্তিকে তাদের অন্যান্য সদস্যদের সহযোগিতায় জিম্মি করে সর্বস্ব লুটে নেন। নগরীর চান্দনা চৌরাস্তায় এই চক্রের কয়েকটি গ্রুপ রয়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের পর নতুন করে আলোচনায় এসেছে এই হানি ট্র্যাপ গ্রুপ। হানি ট্র্যাপের মাধ্যমে ছিনতাই করত গ্রেপ্তার কেটু মিজান ও তার স্ত্রী গোলাপি এবং তার চক্রের সদস্যরা। কেটু মিজানের ভয়ংকর এক অন্ধকার জগৎ : হানি ট্র্যাপের মাধ্যমে ছিনতাইয়ের মূল হোতা কেটু মিজান। গ্রেপ্তারের পরও তার ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেমে থাকেনি। পুলিশের কড়া পাহারা ও পিছমোড়া করে হাতকড়া পরা অবস্থায় গতকাল শনিবার আদালতে নেওয়ার

সময় মিজান সবার উদ্দেশে বলে ওঠেন, ‘আপনারা নাটক-সিনেমা-ছবি করেন, আমি করি রিয়েল।’ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার পরও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। বরং আদালতে নিয়ে যাওয়ার সময়ও চোখ পাকিয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সিঁড়িঘাট মিলন বাজার এলাকার মোবারক হোসেনের ছেলে কেটু মিজান গাজীপুরে এ ড়ে তোলেন এক অপরাধ রাজ্য। মেলান্দহ থেকে ২৫-৩০ বছর আগে তার পরিবার চলে যায় রংপুর। পরবর্তীতে একই এলাকার মো. সুলাইমানের মেয়ে পারুল আক্তার গোলাপীকে বিয়ে করে সঙ্গে নিয়ে মিজান চলে আসেন গাজীপুরে। তার গড়ে তোলা জগতের সেকেন্ড ইন কমান্ড ছিলেন স্ত্রী। দুজনে মিলে গাজীপুর মহানগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মোড় এলাকায়

নিয়ন্ত্রণ করত এই ছিনতাইকারী চক্র। কেটু মিজান ও গোলাপি গ্রুপের সদস্য ছিলেন সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়া পাবনার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. স্বাধীন (২৮), খুলনার সোনাডাঙ্গা উপজেলার ময়লাপোতা এলাকার হানিফের ছেলে আল আমিন (২১), কুমিল্লার হোমনা থানার আন্তপুর গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে শাহ জালাল (৩২), পাবনার চাটমোহর থানার পাঁচবাড়িয়া গ্রামের কিয়ামুদ্দিনের ছেলে ফয়সাল হাসান (২৩), শেরপুরের নকলা থানার চিতলিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে সাব্বির সুমন (২৬) এবং ত্রিশালের শহীদুল ইসলাম। ইতোমধ্যে এ ৮ জনকেই গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ, মাদক, ছিনতাইসহ বিভিন্ন ধারায় ২৯টি মামলা রয়েছে। শুধু মিজানের বিরুদ্ধে বিভিন্ন থানায়

১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে কেটু মিজান ও গোলাপীর প্রতারণা ফাঁদে পা দিয়েছিলেন শেরপুরের বাদশা মিয়া নামের এক যুবক। যার শেষ পরিণতির শিকার হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন। চান্দনা চৌরাস্তায় কয়েকজন দোকানি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চান্দনা চৌরাস্তার সাবেক বাসন ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত কার্যালয়ের সামনে, জাগ্রত চৌরঙ্গীর আশেপাশে ও বিভিন্ন গলিতে সন্ধ্যার পর থেকে অবস্থান নেয় হানি ট্র্যাপের সদস্য, দেহব্যবসায়ীরা। সময় সুযোগ বুঝে তারা টার্গেট করে বিভিন্ন জেলা থেকে আগত সাধারণ মানুষ বিশেষত পথচারীকে হানি ট্র্যাপে ফাঁদে ফেলে সব কিছু লুটে নেয় তারা। স্থানীয়রা জানায়, দেশের বিভিন্ন এলাকা থেকে এসে নানা কাজে চান্দনা

চৌরাস্তা হয়ে প্রতিদিন অন্তত চার লাখ মানুষ যাতায়াত করে। গাজীপুরে বিভিন্ন কল-কারখানার শ্রমিক-কর্মচারীরাও চৌরাস্তা হয়ে যাতায়াত করেন। তাদের মধ্যে দূরদূরান্ত থেকে অনেক নিরীহ নারী-পুরুষও থাকেন। দিনের বেলা টানা পার্টি তাদের টার্গেট করে। ঢাকা মহাসড়ক, টাঙ্গাইল মহাসড়ক, ময়মনসিংহ মহাসড়ক ও গাজীপুর অভিমুখী মহাসড়কে অবস্থান নিয়ে টানা পার্টির সদস্যরা ভ্যানিটি ব্যাগ, পার্স, মানিব্যাগ, কানের দুল, গলার চেইন ইত্যাদি নিয়ে ভিড়ের মধ্যে মিশে যায়। তবে তাদের প্রধান টার্গেট থাকে মোবাইল ফোন। হেঁটে ফোনে কথা বলতে বলতে চলার সময় বা বাসে বসে ফোনে কথা বলার সময় জানালা দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় চক্রের সদস্যরা। প্রতিদিন এ ধরনের অহরহ ঘটনা ঘটছে। নানা কারণে ভুক্তভোগীদের অনেকেই

পুলিশের কাছে অভিযোগ করেন না। সূত্র জানায়, হানি ট্র্যাপের সদস্যদের সঙ্গে যুক্ত রয়েছে এক ডজনের বেশি সুন্দরী তরুণী। কারো কাছে টাকা বা মূল্যবান কিছু থাকলে তারা টার্গেট করে। টার্গেট করা ব্যক্তিকে তরুণী দিয়ে হানি ট্র্যাপে ফেলে মারধর করে মানিব্যাগসহ জিনিসপত্র কেড়ে নেওয়া হয়। বাসন থানা সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরের তেলিপাড়ায় বাবার লাশ অ্যাম্বুলেন্সে করে ফিরছিলেন দুই যুবক। চান্দনা চৌরাস্তায় পৌঁছলে ছিনতাইকারীরা গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে লাশবাহী গাড়ির যাত্রীদের টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে এ ঘটনায় গ্রেপ্তার হন ফয়সাল। তিনি পাবনার চাটমোহরের কিয়ামুদ্দিনের ছেলে। এর আগে ২১ ফেব্রুয়ারি বাবার মৃত্যুর খবর পেয়ে দিনাজপুর যাওয়ার পথে গাজীপুরের চান্দনা চৌরাস্তায়

ছিনতাইকারীদের কবলে পড়ে একটি পরিবার। লাশ আনতে যাওয়ার কথা বলেও রক্ষা পায়নি তারা। ভুক্তভোগীরা তাৎক্ষণিক পুলিশের সহযোগিতায় অন্য একটি গাড়িতে গন্তব্যে রওনা করেন। স্থানীয়দের অভিযোগ, দিন দিন ছিনতাইকারীদের রাজ্যে পরিণত হয়েছে চান্দনা চৌরাস্তা। এসব ছিনতাইকারীর অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়ায়। পুলিশ অনেক সময় তাদের গ্রেপ্তার করে। কয়েক দিনের মধ্যেই তারা জামিনে বেরিয়ে এসে ফের ছিনতাইয়ে জড়ায়। সাংবাদিক তুহিন খুনের দিন সন্ধ্যায় এই চক্রের সদস্যরা এক অটোচালককে পিটিয়ে তার অটো ছিনতাই করে নিয়েছে। নেশাগ্রস্ত থাকায় সামান্য কারণেই তারা কুপিয়ে সব লুটে নেয়। ছিনতাইয়ে বাধা দেওয়ায় গত বছর চান্দনা চৌরাস্তার বনরূপা সড়কে তানজিলা আক্তার (৩৮) নামের এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে খুন করে ছিনতাইকারীরা। পুলিশের একটি সূত্র জানায়, ছিনতাইয়ের ঘটনায় বেশির ভাগ পথচারী বা ভুক্তভোগী থানায় অভিযোগ করেন না। এ জন্য অনেক সময় বিষয়টি পুলিশ অবগত থাকে না। এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, চান্দনা চৌরাস্তায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা আগেও ছিল। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর তা আরও জোরদার করা হয়েছে। ব্যবসায়ীদের সিসিটিভি লাগাতে বলা হয়েছে, যাতে অপরাধীরা পালিয়ে যেতে না পারে। এ ছাড়া সার্বক্ষণিক একটি নিরাপত্তা টিমের পাশাপাশি কুইক রেসপন্স টিম থাকবে। ছিনতাইকারীসহ অপরাধীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘অন্যায় চলতে থাকলে প্রতিক্রিয়া আসবেই’— মোহাম্মদ এ. আরাফাতের হুঁশিয়ারি আন্তর্জাতিক অপশক্তির সাথে সম্পৃক্ত শিশু বক্তার দম্ভোক্তি: আমরা এখন আর আঞ্চলিক খেলোয়াড় না বন্ধ হচ্ছে সিইপিজেডের কারখানাগুলো: সংকট ধামাচাপায় সংবাদ প্রকাশে বাধা দিলেও দাবিয়ে রাখা যায়নি শ্রমিকদের অপহরণসহ সকল অপরাধ বেড়েছে কয়েক গুণ: ইউনূস-আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি নিজ ভূখণ্ডে পাকি বিমানবাহিনীর বোমাবর্ষণ: নারী-শিশুসহ নিহত ৩০, অস্বীকার সরকারের অন্ধকারের হাতছানি বিগ চেঞ্জ পদক পেয়ে ড. ইউনূস: মানুষের সব সমস্যার সমাধান ব্যবসায়িক উপায়ে করা সম্ভব আবারও বাড়তে পারে সয়াবিন তেলের দাম, ক্ষোভ হতাশায় নিম্নআয়ের মানুষ দূর্গাপুজায় ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় চট্টগ্রামঃ উচ্চ ঝুঁকিতে পাঁচ জেলা বাণিজ্য সচিব নিয়োগে এনসিপি নেতা নাহিদকে ৩৫ কোটি টাকা ঘুষ প্রদানের অভিযোগ অনন্ত-বর্ষাসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণা মামলা হয়রানি ঠেকাতে ওয়ারেন্ট সমন যাবে অনলাইনে রাজধানীতে আজ কোথায় কী ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা ঘোষণা স্পেনের ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস লিটনদের ভারত পরীক্ষা আজ কী ঘটেছিল ইতিহাসের এই দিনে কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলের উদ্যোগ এক দিনের ব্যবধানে স্বর্ণের দামে আবার রেকর্ড ট্রাম্প কিছুতেই নোবেল পেতে পারেন না : ফ্রান্সের প্রেসিডেন্ট