‘কৌশলগত ভুলের কারণেই বাংলাদেশ হেরেছে’ – ইউ এস বাংলা নিউজ




‘কৌশলগত ভুলের কারণেই বাংলাদেশ হেরেছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ৬:১৬ 62 ভিউ
কৌশলগত ভুলের কারণেই বাংলাদেশ তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মুশতাক আহমেদ। গতকাল রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পাকিস্তান। ২০২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.২ ওভারে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে টাইগারদের পরাজয়ে কৌশলগত ত্রুটি দেখছেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ মুশতাক আহমেদ। ব্যাটিং ইউনিটে হৃদয়ের স্লো ব‍্যাটিং দলের ওপর চাপ বাড়িয়েছে। পাশাপাশি রিশাদসহ দলে বাকি স্পিনারদের ফিল্ড সেট-আপেও দুর্বলতা দেখছেন তিনি। বুধবার ম্যাচ

পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্পিন কোচ। সার্বিকভাবে ম্যাচ হারের বিষয়কে ‘একটি খারাপ দিন’ হিসেবেই বিবেচ্য করছেন তিনি। মুশতাক আহমেদ বলেন, আমার মনে হয় কৌশলগত দিক থেকে আমরা আজ বেশ পিছিয়ে ছিলাম। তার মানে এই নয়, আমাদের ব‍্যাটাররা ২০০ রান করতে পারে না। লিটন শুরুটা বেশ ভালো করেছিলো। এক পর্যায়ে মনে হচ্ছিলো, জয় সম্ভব। তবে, ওভারপ্রতি ১৩-১৪ রান হয়ে যাওয়াটা খুব কঠিন। ব্যাটিংয়ে তাওহিদ হৃদয়ের ভূমিকা আরও ভালো হতে পারতো বলে মনে করেন মুশতাক। বলেন, আমার বিশ্বাস আজ সে মোমেন্টাম না পাওয়ায় ভালো করতে পারেনি। হৃদয় খুব ভালো ক্রিকেটার, গেম চেঞ্জার। সে যখন ব‍্যাটিং করে খুব ভালো ভাবে বল কানেক্ট করে।

আগে এরকম দৃষ্টান্ত সে অনেকবারই দেখিয়েছে। দলের বোলিং-ফিল্ডিং ইউনিট নিয়েও কথা বলেন জাতীয় দলের স্পিন কোচ। কিছু জায়গায় খামতি ছিল উল্লেখ করে তিনি বলেন, কখনও আপনাকে ফিল্ডিং দিয়ে আক্রমণ করতে হবে, বল দিয়ে নয়। যেমন আগা সালমানকে পেস দেয়া যাবে না স্লো বল করতে হবে, ভেরিয়েশন দিতে হবে। হাসানের বিপক্ষে জোরে বল করাটা প্রয়োজন ছিলো। উল্লেখ্য, আগামীকাল শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ মিলারের দাদন বাণিজ্যে অস্থির চালের বাজার নিরন্তর টিকে থাকার লড়াই কুতুবদিয়া দ্বীপবাসীর লুটপাটের ক্ষত মুছতে সাদা পাথরে পানি স্প্রে ২৩ বছর ধরে কারাগারে ফিলিস্তিনের ‘নেলসন মেন্ডেলা’ আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ধর্মঘটে বাতিল এয়ার কানাডার ৬’শর বেশি ফ্লাইট চীনে অবৈধ সরবরাহ ঠেকাতে চিপের চালানে গোপন ট্র্যাকার বসাচ্ছে যুক্তরাষ্ট্র ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টা পর ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া টালিউডে রেকর্ড গড়লো ‘ধূমকেতু’ পাসওয়ার্ডের নিরাপত্তায় কার্যকরী অভ্যাস গড়ে তোলা জরুরি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন ৩৬ বছর স্বামী থেকে আলাদা আলকা কেন আফগানিস্তানেই নজর চীন, ভারত ও পাকিস্তানের? আমি থাকাকালে চীন তাইওয়ানে হামলা করবে না : ট্রাম্প কোনো যুদ্ধবিরতি, ‍কোনো চুক্তি হয়নি : বৈঠকের ফল ‘শূন্য’ বিশ্ববাজারে বাড়ল ভোজ্যতেলের দাম দুই কারণে বাড়ল জ্বালানি তেলের দাম স্ত্রীর প্রেমিককে গণধোলাই দিতে বললেন হিরো আলম ফেসবুকে কথাকাটাকাটি, টেঁটা-বল্লম নিয়ে দুপক্ষের সংঘর্ষ