ইরানের প্রতিক্রিয়া আত্মরক্ষামূলক: পররাষ্ট্রমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫
     ৮:০৭ অপরাহ্ণ

ইরানের প্রতিক্রিয়া আত্মরক্ষামূলক: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ | ৮:০৭ 70 ভিউ
ইরানে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘সুস্পষ্ট আগ্রাসন’ এবং ‘আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে আব্বাস আরাগচি এ মন্তব্য করেন। মঙ্গলবার (১৭ জুন) ঢাকার ইরান দূতাবাস এ তথ্য জানিয়েছে। আরাগচি জানান, এই হামলাগুলো শুক্রবার (১৩ জুন) সকালেই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই শুরু হয়, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু আলোচনা চলছিল এবং এর ষষ্ঠ দফা ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আব্বাস আরাগচি জোর দিয়ে বলেন, নতাঞ্জের পরমাণু স্থাপনায় ও তেহরানের আবাসিক এলাকায় হামলা, বেসামরিক নাগরিক, পরমাণু বিজ্ঞানী এবং শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের নিজ বাড়িতে হত্যা আন্তর্জাতিক আইনের

মৌলিক নীতিমালার পরিপন্থি এবং বেআইনি। তিনি কিছু দেশের পক্ষ থেকে ইরানের প্রতি সমর্থনের কথা উল্লেখ করে ইউরোপীয় দেশগুলোর দুর্বল প্রতিক্রিয়ার সমালোচনা করে বলেন, কেউ কেউ ইসরায়েলকে দোষারোপ করার পরিবর্তে বরং ইরানকেই লক্ষ্যবস্তু বানিয়েছে। তিনি স্পষ্ট করে জানান, ইরানের পাল্টা হামলা আন্তর্জাতিক আইনে স্বীকৃত এবং ‘বৈধ আত্মরক্ষা’ নীতির আওতায়, যা শুধু ‘অধিকৃত ভূখণ্ডে’ অবস্থিত সামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের তেল শোধনাগার ও অর্থনৈতিক অঞ্চল লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর ইসরায়েলের অর্থনৈতিক স্থাপনায় পাল্টা জবাব দেওয়া হয়েছে। তিনি এই আগ্রাসনের বিশ্বব্যাপী নিন্দা জানানোর আহ্বান জানান এবং সতর্ক করে দেন যে এ ধরনের বিপজ্জনক কর্মকাণ্ডের প্রতি উদাসীনতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এদিকে

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাক্বাঈ, সামাজিকযোগাযোগমাধ্যমে (এক্স) লিখেছেন, ‘আগ্রাসী ইসরায়েলি শাসকগোষ্ঠী তাদের প্রচারে এমনভাবে উপস্থাপন করছে যেন তারা অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালায় এবং আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে না। কিন্তু বাস্তবতা ভিন্ন, মাত্র তিনটি হামলায় ৭০ জনের বেশি নারী ও শিশু নিহত হয়েছে। চামরান শহরতলীর যে ভবনে হামলা চালানো হয়েছিল, সেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ২০ শিশুর মধ্যে এখনও ১০ জনের মরদেহ উদ্ধার করা যায়নি। আগ্রাসী শাসকগোষ্ঠী একদিক থেকে ঠিকই বলেছে তারা সত্যিই নির্ভুলভাবে হামলা করে কিন্তু সেই হামলার লক্ষ্য নারী ও শিশুরা। এই বর্বরতা তাদের স্বভাবসুলভ আচরণ। ’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সনিক টিউনার কুয়াশার দাপটে বাড়ছে শীতের অনুভূতি আন্দোলনের মুখে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিনের প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা এনএসআই’র ১৩ কর্মকর্তার সম্পদ অনুসন্ধানে মাঠে দুদক দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি: জয়সওয়াল ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকা লেনদেনের তথ্য ৬ শান্তিরক্ষীর অশ্রুসজল বিদায় পারাপারের সময় ফেরি থেকে পড়ে নদীতে ডুবল ৫ যান, ৩ জনের মৃত্যু মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত ছায়ানটে হামলা: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা ৪০০ বছর পর চিঠি বিলি বন্ধ করছে ড্যানিশ পোস্ট অফিস দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা, নিহত ১০ নজিরবিহীন অস্ত্র বিক্রি করেছে ইসরায়েল, শীর্ষ ক্রেতা কারা চুম্বন বিতর্কে রাকেশ বললেন, এসব হাস্যকর অবয়ব থেকেই নির্ধারণ হবে রোগীর চিকিৎসা শীতে খসখসে হাত পায়ের যত্ন নেবেন যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক ও ইউটিউবে কথা বলবেন জননেত্রী শেখ হাসিনা ‘জনপ্রিয়তা সহ্য করতে না পেরেই হাদিকে সরিয়েছে’— মির্জা আব্বাসের দিকে ইঙ্গিত জামায়াত আমিরের ভিডিও প্রমাণ: ময়মনসিংহে গণপিটুনিতে নিহত হিন্দু যুবক পুলিশের হেফাজতেই ছিলেন, কারখানা থেকে ছিনিয়ে নেওয়া হয়নি