ইজারার টাকা তোলা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইজারার টাকা তোলা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১০:০৬ 119 ভিউ
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে পৌর শহরের কাজীপাড়া মোড় এলাকায় এ সংঘর্ষ হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহতরা হলেন পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক ও সড়ক ইজারাদার রাকিব হোসেন (৪০) এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইনের ছেলে ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের যুব জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শোভন (৩০)। আহত রাকিব বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন, আর শোভন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার যানবাহন চলাচল ও পার্কিংয়ের জন্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার টাকায় এক বছরের জন্য ইজারা নেন রাকিব

হোসেন। বুধবার বিকেলে যুব জামায়াত নেতা শোভনের এক অটোচালক বন্ধু কাজীপাড়া এলাকায় এলে রাকিবের লোকজন তার কাছ থেকে রশিদ দেখিয়ে ২০ টাকা দাবি করেন। চালক টাকা না দিয়ে শোভনকে ফোন করলে তিনি লোকজন নিয়ে ঘটনাস্থলে আসেন এবং রাকিবের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ বাধে। স্থানীয়রা জানান, জামায়াত নেতা শোভনের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রাকিবের সমর্থক মো. বাপ্পী বলেন, ‘শোভন প্রথমে এসে রাকিবের সঙ্গে দুর্ব্যবহার করে এবং পরে লোকজন ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে রাকিবকে কুপিয়ে চলে যায়।’ অন্যদিকে, শোভন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বন্ধুর কাছ থেকে চাঁদা নিতে বাধা দেয়ায় আমাদের মারধর করা হয়। আমার

হাত কেটে গেছে, কারা মেরেছে জানি না।’ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ বলেন, ‘রাকিব বিএনপির কর্মী ও জিয়া মঞ্চের আহ্বায়ক। তার মাথায় একাধিক কোপ রয়েছে।’ জামায়াত নেতা আফজাল হোসাইন বলেন, ‘আমার ছেলে মারামারির মানুষ নয়। বিস্তারিত পরে জানাব।’ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘ইজারার টাকা তোলা নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সালমান শাহ হত্যা মামলার রায় ২০ অক্টোবর জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে পালাবদলের আভাস দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২ একদিনে ক্রিপ্টো বাজার থেকে উধাও এক ট্রিলিয়ন ডলার ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরাইলের পার্লামেন্টে হট্টগোল দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরাইল ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত দাম বাড়ল ভোজ্যতেলের কোরআন তিলাওয়াতকারীর বিশেষ ১০ মর্যাদা শিগগিরই ৪ হাজার এএসআই নিয়োগ আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে রেকর্ড, দেশে ভরি কত? বিধিনিষেধ প্রত্যাহার চায় গ্রামীণফোন, বিটিআরসিকে চিঠি অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা ‘রুশ সামরিক লক্ষ্যবস্তুতে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইউক্রেন’ জনসাধারণের জন্য উন্মুক্ত হলো রোমান কলোসিয়ামের ঐতিহাসিক ‘কমোডাস প্যাসেজ’ শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ এইচএসসির ফল প্রকাশ ১৬ অক্টোবর