ইজারার টাকা তোলা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইজারার টাকা তোলা নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১০:০৬ 63 ভিউ
বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে পৌর শহরের কাজীপাড়া মোড় এলাকায় এ সংঘর্ষ হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহতরা হলেন পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক ও সড়ক ইজারাদার রাকিব হোসেন (৪০) এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইনের ছেলে ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের যুব জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শোভন (৩০)। আহত রাকিব বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন, আর শোভন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর এলাকার যানবাহন চলাচল ও পার্কিংয়ের জন্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার টাকায় এক বছরের জন্য ইজারা নেন রাকিব

হোসেন। বুধবার বিকেলে যুব জামায়াত নেতা শোভনের এক অটোচালক বন্ধু কাজীপাড়া এলাকায় এলে রাকিবের লোকজন তার কাছ থেকে রশিদ দেখিয়ে ২০ টাকা দাবি করেন। চালক টাকা না দিয়ে শোভনকে ফোন করলে তিনি লোকজন নিয়ে ঘটনাস্থলে আসেন এবং রাকিবের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ বাধে। স্থানীয়রা জানান, জামায়াত নেতা শোভনের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রাকিবের সমর্থক মো. বাপ্পী বলেন, ‘শোভন প্রথমে এসে রাকিবের সঙ্গে দুর্ব্যবহার করে এবং পরে লোকজন ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে রাকিবকে কুপিয়ে চলে যায়।’ অন্যদিকে, শোভন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বন্ধুর কাছ থেকে চাঁদা নিতে বাধা দেয়ায় আমাদের মারধর করা হয়। আমার

হাত কেটে গেছে, কারা মেরেছে জানি না।’ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ বলেন, ‘রাকিব বিএনপির কর্মী ও জিয়া মঞ্চের আহ্বায়ক। তার মাথায় একাধিক কোপ রয়েছে।’ জামায়াত নেতা আফজাল হোসাইন বলেন, ‘আমার ছেলে মারামারির মানুষ নয়। বিস্তারিত পরে জানাব।’ কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘ইজারার টাকা তোলা নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে হলে রাজনীতি বিরোধিতার পেছনে নিপীড়নের স্মৃতি ও নতুন তৎপরতা হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ উপদেষ্টাদের সততার ওপরের পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার সিঙ্গাপুরের সামনে যত চ্যালেঞ্জ গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ ভারত থেকে পোশাক কেনা স্থগিত করছে মার্কিন কোম্পানি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র হাতে মহড়ার ছবিতে তোলপাড় আদিবাসী অধিকার প্রতিষ্ঠা ও সাংবিধানিক স্বীকৃতির দাবি তুষারের ‘নগ্ন ভিডিও’ ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার বিসিবির প্রধান কিউরেটর পদে হেমিং, গামিনীকে নিয়ে যা জানা গেল ‘বাংলাদেশের এক বাঁহাতি স্পিনার অনেক গালি দিয়েছিল’ সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি কল্লা শহীদ মাজারে ওরস শুরু রোববার সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যের প্রতিবাদে লালকার্ড প্রদর্শন পবিপ্রবির দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ