অবসর ঘোষণার পরই বৃন্দাবনে হাজির কোহলি, নিলেন গুরুর আশির্বাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫
     ৪:৪৯ অপরাহ্ণ

অবসর ঘোষণার পরই বৃন্দাবনে হাজির কোহলি, নিলেন গুরুর আশির্বাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ৪:৪৯ 81 ভিউ
টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরদিনই স্ত্রী আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে গেলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। মঙ্গলবার তারা বৃন্দাবন ধামে প্রখ্যাত আধ্যাত্মিক গুরু স্বামী প্রেমনন্দ মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আশীর্বাদ নেন। বিরাট ও আনুশকা দুজনেই তার ভক্ত হিসেবে পরিচিত এবং এর আগেও তাদের বৃন্দাবনে একাধিকবার দেখা গেছে। বিরাট কোহলির টেস্ট অবসর একটি গৌরবময় অধ্যায়ের ইতি টেনেছে। দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে সাদা পোশাকে বিশ্বের বিভিন্ন দেশে, ভিন্ন ভিন্ন কন্ডিশনে ব্যাট হাতে একক আধিপত্য কায়েম করেছেন তিনি। ব্যাটার হিসেবে যেমন, তেমনি অধিনায়ক হিসেবেও বিরাট রেখে গেছেন দারুণ এক দৃষ্টান্ত। ৩৬ বছর বয়সী বিরাট কোহলি ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। মোট রান করেছেন

৯,২৩০, ব্যাটিং গড় ৪৬.৮৫। তার নামের পাশে আছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটি। তার সর্বোচ্চ ইনিংস ২৫৪* রান। টেস্ট ক্রিকেটে ভারতের পক্ষে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় তিনি চতুর্থ, তার সামনে আছেন শুধু শচীন টেন্ডুলকার (১৫,৯২১), রাহুল দ্রাবিড় (১৩,২৬৫) এবং সুনীল গাভাস্কার (১০,১২২)। বিরাট কোহলি টেস্টে অভিষিক্ত হয়েছিলেন ২০১১ সালের জুনে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম সিরিজ ছিল হতাশাজনক— পাঁচ ইনিংসে মাত্র ৭৬ রান করেছিলেন। কিন্তু এরপর ধীরে ধীরে নিজের জাত চিনিয়েছেন। ২০১২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৬ রানের ইনিংস দিয়ে টেস্টে প্রথম সেঞ্চুরি পান কোহলি। এরপর ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ছিলেন টেস্ট ব্যাটারদের মধ্যে এক অপ্রতিরোধ্য শক্তি। এই সময়ে ৪৩টি টেস্টে

৬৬.৭৯ গড়ে ৪,২০৮ রান করেছিলেন, যার মধ্যে ছিল ১৬টি সেঞ্চুরি এবং ১০টি ফিফটি। তার সর্বোচ্চ ইনিংস ২৫৪* রান ছিল এই সময়েই। এছাড়াও অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে সর্বাধিক সাতটি ডাবল সেঞ্চুরির রেকর্ড তারই। তবে ২০২০ সাল থেকে তার ফর্ম অনেকটা পড়ে যায়। এই সময় ৩৯টি টেস্টে ৩০.৭২ গড়ে করেন মাত্র ২,০২৮ রান। সেঞ্চুরি মাত্র তিনটি, ফিফটি নয়টি। ২০২৩ সাল তার ক্যারিয়ারে কিছুটা স্বস্তি ফেরায়। ওই বছর আটটি টেস্টে ৫৫.৯১ গড়ে তিনি করেন ৬৭১ রান। করেন দুটি সেঞ্চুরি এবং দুটি ফিফটি। বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি মাঠের বাইরে তিনি একজন আধ্যাত্মিক ও পারিবারিক মানুষ। ক্যারিয়ার শেষে তার এই সস্ত্রীক বৃন্দাবন সফর

যেন তারই প্রমাণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হিন্দু নেতা কৃষ্ণ নদীকে খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিটিআরসির সাবেক তিন চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা ১৯ দেশ থেকে অভিবাসন স্থগিত করল যুক্তরাষ্ট্র, তালিকায় নেই বাংলাদেশ গাজায় শান্তি বাস্তবায়নে জোর যৌথ প্রতিরক্ষায় গুরুত্বারোপ নরসিংদীতে ব্যবসায়ীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা কোহলি-ঋতুর সেঞ্চুরির ম্যাচ ছিনিয়ে নিল প্রোটিয়ারা প্রবাসীরা ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে রহস্যজনকভাবে নিখোঁজ, ১১ বছর পর ফের বিমানের খোঁজে অভিযান ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা আগামী সপ্তাহ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা দিয়াবাড়িতে মিছিল শেষে নিখোঁজ: তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব হাইকোর্টে রিট, আসন্ন সংসদ নির্বাচন স্থগিতের আবেদন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ ছাঁটাই, তড়িঘড়ি করে রাজনৈতিক কর্মী নিয়োগের অভিযোগ ‘বাঙালি চুদনা জাতি, আমি ইসরায়েলের সিকিউরিটিতে ঢুকেছি’—বনি আমিনের ফোনালাপ ফাঁস! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: ব্যয় বাড়লো ২৬ হাজার কোটি, সময়সীমা ৩ বছর পিছিয়ে, বর্তমান সরকারের দুর্বলতা উন্মোচিত ‘বাঙালি চুদনা জাতি, আমি ইসরায়েলের সিকিউরিটিতে ঢুকেছি’—বনি আমিনের ফোনালাপ ফাঁস! ২০০৯-এর ষড়যন্ত্রকারীদের মুক্তি: বিডিআর বিদ্রোহের আসামিরা কি তবে বিএনপি-জামায়াতের ‘দাবার ঘুঁটি’ ছিল? ‘টকশোতে জ্ঞানদানকারী ধর্ষক’: এবি পার্টি নেতা ফুয়াদের বিরুদ্ধে মামলার নির্দেশে তোলপাড়