সাকিবকে দেশে ফিরতে নিষেধ করার কারণ জানালেন আসিফ – ইউ এস বাংলা নিউজ




সাকিবকে দেশে ফিরতে নিষেধ করার কারণ জানালেন আসিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৪ | ৫:০৬ 91 ভিউ
আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্টে খেলার জন্য ১৭ অক্টোবর রাতে দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে শেষ মুহূর্তে তার দেশে ফেরা বাতিল করা হয়। দেশ সেরা এই অলরাউন্ড বিদায়ী টেস্ট হিসেবে পরিকল্পিত ছিল এই ম্যাচ, কিন্তু নানা নাটকীয়তার পর সিদ্ধান্তটি বদলাতে হয়। ফলে, সাকিবের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে কানপুরের টেস্টই থেকে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সাকিবকে দেশে ফিরতে নিরুৎসাহিত করার পরামর্শ দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি সেই পরামর্শের কারণ ব্যাখ্যা করেছেন এবং নিজের বিরুদ্ধে ওঠা ইন্ধনের অভিযোগও উড়িয়ে দিয়েছেন। আসিফ বলেন, ‘আমি সাকিবের পরিস্থিতি নিয়ে একটি

বিবৃতির মাধ্যমে পরিষ্কার করেছি। উদ্ভূত পরিস্থিতিতে যাতে ক্রীড়াঙ্গনে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি না হয় এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেজন্য বিসিবিকে আমি আপাতত সাকিবকে দেশে ফিরতে না বলার পরামর্শ দিয়েছি।’ বিসিবির বাইরে সাকিবের বিরুদ্ধে বিক্ষোভ এবং কুশপুত্তলিকা দাহের ঘটনা নিয়ে আসিফের বিরুদ্ধে ওঠা ইন্ধনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ইন্ধনে এমন কোনো ঘটনা ঘটেছে তা নিয়ে আমি অবগত নই। আমি শুধু বলেছি, মতপ্রকাশ করা সবার সাংবিধানিক অধিকার। তবে কেউ যদি এটাকে ভুলভাবে পরিচালিত করে বা বিভ্রান্তিকর বক্তব্য দেয়, সেটার জন্য আমি দায়ী নই।’ সাকিব আল হাসান টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও তিনি চেয়েছিলেন দেশের মাটিতে শেষ টেস্ট খেলে বিদায় নিতে।

তবে নিরাপত্তা ঝুঁকির কারণে সাকিবের দেশে ফেরা সম্ভব হয়নি। আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের স্কোয়াডে সাকিবকে রাখা হলেও, শেষ পর্যন্ত তার পরিবর্তে হাসান মুরাদকে দলে ডাকা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চলতি সপ্তাহে লঘুচাপ সৃষ্টির আভাস এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান স্যারের ছবির নায়িকা হওয়া আমার জীবনে অনেক বড় পাওয়া : মিম পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় মৃত্যু বেড়ে ৭১, আরও বর্ষণের পূর্বাভাস এবার বলিউডে বড় চমক দিতে চলেছেন শ্রীলীলা বাংলাদেশি বিজ্ঞানীর আবিষ্কারের পথে প্লাস্টিকের বিকল্প “বৃটেনের কার্ডিফ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন ক্যালিফোর্নিয়ার গাঁজা খামারে অভিবাসন অভিযানে মৃত্যু ১, গ্রেপ্তার ২০০ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরা আইন লঙ্ঘন করলে বৈধতা বাতিল এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা শ্রদ্ধা–ভালোবাসায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাত, দুই দিনে ৭১ জনের মৃত্যু গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় কলাপাড়ায় ইউএনওর পুকুরে মিলল জীবন্ত ইলিশ যেভাবে প্রশ্ন করা যাবে হোয়াটসঅ্যাপে! আর্থিক অন্তর্ভুক্তিতে পিছিয়ে বাংলাদেশ ১৪ ঘণ্টার জন্য শিথিল গোপালগঞ্জের কারফিউ ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪১ প্রাণহানি