‘দিল্লি জয়ে’ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ শান্তদের – ইউ এস বাংলা নিউজ




‘দিল্লি জয়ে’ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ শান্তদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ | ১১:২০ 128 ভিউ
গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ দল। বুধবার (৯ অক্টোবর) দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের দিল্লি জয়ের চ্যালেঞ্জ টাইগারদের। এর আগে ২০১৯ সালের নভেম্বররে এ মাঠেই ভারতকে হারিয়ে ছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে পাওয়া বাংলাদেশের একমাত্র জয় এটি। আরও একটি দিল্লি জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে এ মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েছিল সাকিব আল হাসানের দল। এ মাঠে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে সূর্যকুমার যাদবের বিপক্ষে টস করতে নামবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ২০১৯

সালের ৩ নভেম্বর রোহিত শর্মার ভারতকে হারিয়ে প্রথম দিল্লি জয় করে মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ। সে ম্যাচে ৪৩ বলের ৬০ রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের একমাত্র জয় এটি। গত বছর দ্বিতীয়বারের মতো দিল্লি জয় করে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচ পরিচিত হয়ে আছে টাইমড আউট নামে। লঙ্কান অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ব্যাটিংয়ে নামতে দেরি করেন। তার বিরুদ্ধে টাইমড আউটের আবেদন করেন বাংলাদেশের ততৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান। সেই আবেদনে সাড়া দিয়ে ম্যাথুজকে আউট ঘোষণা করেন আম্পায়াররা। ক্রিকেট ইতিহাসের বিশ্বের প্রথম টাইমড আউটের ঘটনা তুমুল বিতর্ক সৃষ্টি করে আন্তর্জাতিক অঙ্গনে। সাকিবকে সেই টাইমড আউটের বুদ্ধিদাতা নাজমুল হোসেন শান্ত এখন

বাংলাদেশ দলের অধিনায়ক। সে ম্যাচে এই দুজনের জুটিতে ৫৩ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। দুজনের জুটিতে এসেছিল ১৬৯ রান। দুই উইকেট শিকারের পর ব্যাট হাতে ৬৫ বলে ৮২ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাকিব। আর শান্তর ব্যাট থেকে এসেছিল ৯০ রান। অবশ্য দিল্লিতে টি-টোয়েন্টিতে ভারতের হারের রেকর্ড বেশি। এ ম্যাচে খেলা তিন টি-টোয়েন্টির দুটিতে হেরেছে ভারত। এর একটি ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে। সে হিসিবে দিল্লিতে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। তবে দুদলের পরিসংখ্যানে এগিয়ে ভারতই। এ পর্যন্ত দুদলের মুখোমুখি হয়েছে ১৫ ম্যাচে। এরপর ১৪টিতে জয় পায় ভারত। আর বাংলাদেশের একমাত্র জয় এই দিল্লিতে। প্রথম টি-টোয়েন্টিতে হেরে যাওয়ায় এ ম্যাচে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ

টাইগারদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সঞ্চয়পত্রের সুদহার কমছে জানুয়ারি থেকে, উদ্বেগ মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্তদের ড. ইউনূসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজার হুমকির মুখে জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়ার ঘোষণা সাবেক মন্ত্রী পুত্র মুবিন-এর ইউনূস আমলে খুন-রাহাজানিতে আতঙ্কিত দেশবাসী: মাসে গড়ে ২৫০টির বেশি খুন ঐতিহাসিক সোশ্যাল মিডিয়া মামলায় সাক্ষ্য দেবেন মার্ক জাকারবার্গ কী ঘটছে সেন্ট মার্টিন্সে? পরিবেশ রক্ষার নামে ধ্বংসলীলা আর বিশেষ উদ্দেশ্যে জনমানবহীন করাই লক্ষ্য? শুভ জন্মদিন, কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ গভীর সংকটে পুঁজিবাজার: বাজার ছেড়েছেন ৮২ হাজার বিনিয়োগকারী, বাড়ছে আস্থাহীনতা ও হতাশা চট্টগ্রামে বিএনপি-জামায়াতের মব হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু: পুলিশি অবহেলার অভিযোগ পরিবারের অবিচলতার সঙ্গে নেতাকর্মীদের আপসহীন সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের বিবৃতি খাবার খাওয়ার পর এলাচ খেলে কী হয়? চীন-যুক্তরাষ্ট্র এখন ভিন্ন ধরনের বাণিজ্য যুদ্ধে আছে- বিশেষজ্ঞদের সতর্কতা সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই থেকেও আসছে চাঁদার হুমকি সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে পরিবর্তন আনবে বাংলাদেশ? ঢাকায় আরেকটি জাপানি সিনেমা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মাউশির সতর্কবার্তা আগামী বছর ২৮ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার সালমান শাহ: ২৯ বছর পর হত্যা মামলা, রহস্যের জট খুলছে না কেন ল্যুভর থেকে চুরি হওয়া অলংকারের আর্থিক মূল্য প্রকাশ ১০ মাসে পাঁচ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে