‘দিল্লি জয়ে’ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ শান্তদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪
     ১১:২০ পূর্বাহ্ণ

‘দিল্লি জয়ে’ সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ শান্তদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৪ | ১১:২০ 161 ভিউ
গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ দল। বুধবার (৯ অক্টোবর) দিল্লিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের দিল্লি জয়ের চ্যালেঞ্জ টাইগারদের। এর আগে ২০১৯ সালের নভেম্বররে এ মাঠেই ভারতকে হারিয়ে ছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে পাওয়া বাংলাদেশের একমাত্র জয় এটি। আরও একটি দিল্লি জয়ের রেকর্ড রয়েছে টাইগারদের। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে এ মাঠে শ্রীলঙ্কাকে হারিয়েছিল সাকিব আল হাসানের দল। এ মাঠে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে সূর্যকুমার যাদবের বিপক্ষে টস করতে নামবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ২০১৯

সালের ৩ নভেম্বর রোহিত শর্মার ভারতকে হারিয়ে প্রথম দিল্লি জয় করে মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশ। সে ম্যাচে ৪৩ বলের ৬০ রানে অপরাজিত ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের একমাত্র জয় এটি। গত বছর দ্বিতীয়বারের মতো দিল্লি জয় করে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচ পরিচিত হয়ে আছে টাইমড আউট নামে। লঙ্কান অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ ব্যাটিংয়ে নামতে দেরি করেন। তার বিরুদ্ধে টাইমড আউটের আবেদন করেন বাংলাদেশের ততৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান। সেই আবেদনে সাড়া দিয়ে ম্যাথুজকে আউট ঘোষণা করেন আম্পায়াররা। ক্রিকেট ইতিহাসের বিশ্বের প্রথম টাইমড আউটের ঘটনা তুমুল বিতর্ক সৃষ্টি করে আন্তর্জাতিক অঙ্গনে। সাকিবকে সেই টাইমড আউটের বুদ্ধিদাতা নাজমুল হোসেন শান্ত এখন

বাংলাদেশ দলের অধিনায়ক। সে ম্যাচে এই দুজনের জুটিতে ৫৩ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। দুজনের জুটিতে এসেছিল ১৬৯ রান। দুই উইকেট শিকারের পর ব্যাট হাতে ৬৫ বলে ৮২ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাকিব। আর শান্তর ব্যাট থেকে এসেছিল ৯০ রান। অবশ্য দিল্লিতে টি-টোয়েন্টিতে ভারতের হারের রেকর্ড বেশি। এ ম্যাচে খেলা তিন টি-টোয়েন্টির দুটিতে হেরেছে ভারত। এর একটি ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে। সে হিসিবে দিল্লিতে পরিসংখ্যানে এগিয়ে টাইগাররা। তবে দুদলের পরিসংখ্যানে এগিয়ে ভারতই। এ পর্যন্ত দুদলের মুখোমুখি হয়েছে ১৫ ম্যাচে। এরপর ১৪টিতে জয় পায় ভারত। আর বাংলাদেশের একমাত্র জয় এই দিল্লিতে। প্রথম টি-টোয়েন্টিতে হেরে যাওয়ায় এ ম্যাচে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ

টাইগারদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের রামু সদরদপ্তরে মার্কিন অটিজম বিশেষজ্ঞদের ‘রহস্যজনক’ সফর মা আন্দোলনকারীদের হত্যা করতে চাইলে এখনও ক্ষমতায় থাকতেন: সজীব ওয়াজেদ জয় ঢাকায় ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান: সেনাবাহিনীতে ‘ইসলামীকরণ’ ও আইন লঙ্ঘন নিয়ে বিতর্ক নয়াদিল্লিতে আ.লীগ নেতাদের সংবাদ সম্মেলন: কর্মীদের উচ্ছ্বাস, আন্তর্জাতিক প্রচার জোরদারের নির্দেশ শেখ হাসিনার হাইকোর্টের রুলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গ্রামীণফোনকে ৬ হাজার কোটি টাকার তরঙ্গ দেয়ার নজিরবিহীন তোড়জোড়! ড: ইউনুস রাষ্ট্রকে ভিক্ষার পণ্যে পরিণত করা এক আন্তর্জাতিক দালাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের নীল নকশার প্রতিবাদে ও ইউনুস সরকারের পদত্যাগ দাবিতে ২০১ প্রকৌশলীর বিবৃতি বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত