গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ‘নিখোঁজ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:৪৯ অপরাহ্ণ

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ‘নিখোঁজ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৪৯ 114 ভিউ
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক সহসম্পাদক রবিউল আউয়াল অন্তর (৩০) নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে তার হদিস মিলছে না; পরিবারের দাবি তাকে অপহরণ করা হয়েছে। অন্তরের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছয়জনের নামে অভিযোগ করেছেন তার ভাই। পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা অন্তর। পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরে লড়ে যাচ্ছেন তিনি। দিচ্ছেন প্রতিবাদে নেতৃত্বও। অন্তরের ভাইয়ের অভিযোগ, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা তার ভাইকে অপহরণ করেছে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার টেলিফোনে অন্তরের নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত করে দ্রুত তার সন্ধান দেওয়ার দাবি করেছেন। অন্তরের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের

মতো বৃহস্পতিবারও কলাপাড়া পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠানে যান অন্তর। কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার জন্য বের হন তিনি। এরপর থেকেই তার হদিস মিলছে না। বন্ধ পাওয়া যায় তার মোবাইল ফোনও। পরে থানা পুলিশের ফোনে তারা থানায় আসে। অন্তরের বড় ভাই তুষার আল মামুন জানান, কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় অন্তরের মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এর একটু সামনে একটি হেলমেট পাওয়া যায়। পরে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করে থানায় নিয়ে আসে তারা। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাম্মদ জুয়েল ইসলাম জানান, মোটর সাইকেলটি পার্কিং করা দেখে পায়রা পোর্ট ৪ লেন সড়কের নিরাপত্তাকর্মীরা থানায় বিষয়টি জানায়। পরে পুলিশ গিয়ে পরিত্যক্ত

অবস্থায় যানটি উদ্ধার করে। তিনি বলেন, ‘মোটরসাইকেলের সামনে রবিউল আউয়াল অন্তর লেখা রয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। অনুসন্ধান করছেন।’ এ ঘটনায় পুলিশ নিজে বাদী হয়ে কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। আর অন্তরের বড় ভাই পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তাকে অভিযুক্ত করে অভিযোগ দিয়েছেন। অন্তরের বাবা মো. সোলায়মান বলেন, ‘আমার ছেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, তাদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছে। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছেন। এ নিয়ে তারা আমার ছেলেকে অপহরণ করতে পারে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অবৈধ আইসিটি ট্রাইব্যুনালের প্রহসনমূলক বিচারের রায় প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি ১৮ নভেম্বর : সারা দেশে সর্বাত্মক শাটডাউন The political Lens By RP Station মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টের রায় প্রত্যাখ্যান ও দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পদত্যাগ অবধি দুর্বার আন্দোলনের ঘোষণা স্বেচ্ছাসেবক লীগের। শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা ও প্রহসনমূলক মামলার সাজানো রায় প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১০০১ প্রগতিশীল শিক্ষকবৃন্দ আইসিটির দেওয়া রায় প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি অবৈধ ট্রাইব্যুনালকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘৃণাভরে তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। ওয়ার্কার্স পার্টির কার্যালয় দখলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের বিবৃতি তথাকথিত বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কর্তৃক প্রদত্ত রায় প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি শেখ হাসিনার বিরুদ্ধে ‘প্রহসনমূলক’ বিচার : বিদেশে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের চিকিৎসকদের তীব্র নিন্দা ১০২ জন সাংবাদিকের যৌথ বিবৃতি প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান প্রহসনমূলক বিচার এর প্রেক্ষিতে দেশে বিদেশে অবস্থানরত মুক্তিযুদ্ধের পক্ষের ১০০ জন চিকিৎসকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইউনুসের পুলিশের হাতে খুন হলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নতুন বাংলাদেশের অসহায় বাস্তবতা রাতেও ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ ধানমন্ডি ২৭-এ পরপর দুটি ককটেল বিস্ফোরণ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়: মিষ্টি বিতরণ নিয়ে বরিশালে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ শেখ হাসিনার প্রহসনমূলক বিচারের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের পক্ষের ১০১ প্রকৌশলীর প্রতিবাদ রায় প্রত্যাখ্যান করল আওয়ামী লীগ, সারা দেশে শাটডাউনের ডাক শেখ হাসিনার প্রহসনমূলক বিচারের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের পক্ষের ১০০ জন চিকিৎসকের প্রতিবাদ