রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫
     ৪:৫০ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৪:৫০ 32 ভিউ
ছুটির দিনের সকালে শক্ত ঝাঁকুনিতে কেঁপে উঠল ঘরবাড়ি, আতঙ্ক ছড়াল ঢাকাসহ সারা দেশে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ । ভূমিকম্পের পরে রাজধানীতে কিছু ভবন ধসে যাওয়া এবং কিছু ভবনে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বাসা থেকে বের হয়ে আসে। ঝাঁকুনিতে অনেকের বাসায় শেলফ ও টেবিল থেকে জিনিসপত্র পড়ে যায়। ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নগরবাসীদের অনেকে ফোনকল করে পরিস্থিতি জানাচ্ছেন। ভয়াবহ কম্পনে এখন পর্যন্ত বাড্ডা লিংক রোড এলাকায় একটি বহুতল ভবন পাশের আরেকটি ভবনের গায়ে হেলে পড়ার খবর পাওয়া গেছে। ভবনটির লিটফ ছিঁড়ে পড়ে

গেছে বলেও জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। উত্তর বাড্ডার অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। হাতিরঝিল এলাকায় একটি বহুতল ভবন পাশের অন্য একটি ভবনের গায়ে হেলে পড়েছে। মধুবাগ এলাকায় সেই ভবন হেলে পড়লেও সেখান থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোরে ভূমিকম্পে একটি ভবনে দুই দেয়ালের সংযোগস্থলে ফাটল দেখা দিয়েছে। রাজধানীর মিরপুরের ১০ নম্বরের কাছাকাছি একটি এলাকায় আরেকটি ভবন হেলে পড়েছে। তবে এই ভবনের বাসিন্দারা অক্ষত রয়েছেন। নিকুঞ্জে আরেকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। তবে এখানেও বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি। এই ভবনের গায়ে একাধিক

ফাটল দেখা গেছে। এ ছাড়া খিলগাঁওয়ের সিপাহীবাগের একটি ভবন হেলে পড়েছে বলে জানা গেছে। এ ছাড়া রাজধানীর শেওড়াপাড়ায়ও একটি ভবন হেলে পড়েছে। তবে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। তীব্র কম্পনের প্রভাব পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল, কবি জসীমউদ্‌দীন হল, স্যার এ এফ রহমান, মোকাররম ভবন, শেখ ফজলুল হলসহ বেশ কয়েকটি জায়গায় পলেস্তারা খসে পড়েছে। এদিকে, ভূমিকম্পের সময় ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে। বংশাল থানার ওসির রফিকুল ইসলাম বলেন, কেপি ঘোষ স্ট্রিটে একটি পাঁচতলা ভবন থেকে রেলিং পড়ে তিনজন পথচারীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ভূমিকম্পের পর থেকে

আমাদের নিয়ন্ত্রণ কক্ষে অনেক ফোনকল আসছে। বেশিরভাগ মানুষ ফোন করে ভবন হেলে পড়া, ভবনে ফাটল দেখা দেওয়া এবং ভবন ধসে পড়ার মতো খবর জানাচ্ছেন। প্রতিটি ফোনকল গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, সব জায়গায় ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে। ফায়ার ফাইটাররা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার বিষয়ে জানতে চাইলে খালেদা ইয়াসমিন বলেন, তারাও খবর পেয়েছেন, সেখানে টিম গিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ইরানে সরকার পতন এখনই হচ্ছে না রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র ইরান সংকটে আন্দোলনের ভেতরে যুদ্ধের ছায়া বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যত দিন ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’ স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা এলপিজি গ্যাস সংকট সহসাই কাটছেনা লোক দেখানো নিলামে গ্রামীণফোনকেই “৭০০ মেগাহার্টজের গোল্ডেন স্পেকট্রাম” দেওয়া হচ্ছে ‘নো বোট, নো ভোট’ স্লোগানে নির্বাচন বয়কটে নামছে আওয়ামী লীগ তরুণদের আন্দোলনে ক্ষমতায় আসা ইউনূসের কর্মসংস্থান ও চাকরী নিয়ে বাস্তবতাবিহীন নিষ্ঠুর রসিকতা বৈধতাহীন সরকারের অধীনে অর্থনৈতিক বিপর্যয় : সর্বনিম্ন বিনিয়োগে ডুবছে বাংলাদেশ মৌলবাদের অন্ধকারে যখন সংস্কৃতি গলা টিপে ধরা—তখনও বাংলাদেশ বেঁচে থাকে অসাম্প্রদায়িক চেতনায়…. সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা। ১৬ বছরে যা হয়নি, ১৭ মাসেই সব ভেঙে পড়লো কিভাবে? রপ্তানি খাতে বড় পতন, সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার ক্ষমতার শেষ মুহূর্তে তড়িঘড়ি প্রকল্প ব্যয় বৃদ্ধি: দুর্নীতির মচ্ছবে ব্যাস্ত ইউনুস সরকারের বিশেষ সহকারী