স্বেচ্ছায় আয়ারল্যান্ড ছাড়লেই মিলবে নগদ অর্থ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫
     ৮:০০ পূর্বাহ্ণ

স্বেচ্ছায় আয়ারল্যান্ড ছাড়লেই মিলবে নগদ অর্থ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ | ৮:০০ 49 ভিউ
আয়ারল্যান্ডে থাকা আশ্রয়প্রার্থীরা স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে চাইলে তাদের নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটিতে আশ্রয়ের আবেদন করে সিদ্ধান্তের অপেক্ষায় থাকা কোনো ব্যক্তি নিজ দেশে ফেরত যেতে চাইলে তাকে দেওয়া হবে দুই হাজার ৫০০ ইউরো। আর একটি পরিবার পাবে সর্বোচ্চ ১০ হাজার ইউরো পর্যন্ত নগদ অর্থ সহায়তা।আইরিশ সরকারের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের ব্যয় কমানো সম্ভব হবে। যার মধ্যে রয়েছে আশ্রয়প্রার্থীদের থাকার খরচ, খাদ্য, স্বাস্থ্যসেবা, সামাজিক ভাতা এবং অন্যান্য খরচ। আয়ারল্যান্ডের বিচার, অভ্যন্তরীণ ও অভিবাসন বিষয়ক মন্ত্রী জিম ও’ক্যালাহান সোমবার (২৯ সেপ্টেম্বর) নতুন এই কর্মসূচির ঘোষণা দেন। মন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, স্বেচ্ছায় ফিরে যাওয়াকে উৎসাহিত

করার জন্য একটি নতুন প্রণোদনা হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায়, যারা আশ্রয় আবেদনের প্রথম ধাপে ব্যর্থ হয়ে আপিল প্রক্রিয়ায় রয়েছেন, তাদের ক্ষেত্রে জনপ্রতি এক হাজার ৫০০ ইউরো এবং একটি পরিবারের জন্য ছয় হাজার ইউরো দেওয়া হবে। শর্ত অনুযায়ী, চলতি বছরের ২৮ সেপ্টেম্বরের আগে যারা আশ্রয় চেয়ে আবেদন করেছেন তারাই এই সুযোগ পাবেন। এরপরের আবেদনকারীরা কর্মসূচির আওতায় আসবেন না। তবে মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, দেশে ফিরে গেলে কারো জীবন যদি ঝুঁকিতে পড়ে, তাহলে তার আবেদন গ্রহণ করা হবে না। মন্ত্রী জিম ও’ক্যালাহান বলেন, আমাদের আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থার ওপর চাপ কমাতে হবে। অনেক আবেদনকারীর মামলার ফল ইতিবাচক হয় না। তাই এ ধরনের লোকজনকে দ্রুত

তাদের নিজ দেশে ফেরত পাঠানো জরুরি। আয়ারল্যান্ড সরকার বলেছে, একজন আশ্রয়প্রার্থীর মামলার গড় খরচ প্রায় এক লাখ ২২ হাজার ইউরো। এর মধ্যে রয়েছে থাকা-খাওয়ার ব্যয়, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সামাজিক ভাতার খরচ। সরকারের আশা, নতুন এ পরিকল্পনায় ব্যয় কমবে। আশ্রয়প্রার্থীর সংখ্যা বেড়েই চলেছে আয়ারল্যান্ডসহ ইউরোপের কয়েকটি দেশে অনেক দিন ধরেই স্বেচ্ছা প্রত্যাবাসন কর্মসূচি চালু আছে। সাধারণত অনিয়মিত অবস্থায় থাকা মানুষেরা এই সুবিধা পান।আয়ারল্যান্ডে চলতি বছরের জানুয়ারি থেকে প্রায় এক হাজার ২০০ জন অভিবাসী এভাবে দেশে ফিরেছেন। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ৫৫০। তাদের টিকিটের খরচ বহন করেছে ডাবলিন এবং জনপ্রতি দিয়েছে এক হাজার ২০০ ইউরো, একটি পরিবারকে দিয়েছে ২ হাজার ইউরো। দেশটির মন্ত্রিসভার সদস্য

কোলম ব্রফি এক বিবৃতিতে বলেন, ‘‘এভাবে অভিবাসীরা মর্যাদার সাথে নিজ দেশে ফিরতে পারবেন। সেখানে পুনরায় স্থায়ী হওয়ার জন্যও আর্থিক সহায়তা পাবেন।’’ আয়ারল্যান্ড সরকার বলছে, আশ্রয়প্রার্থীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় নতুন এ কর্মসূচি চালু করা হয়েছে। ২০২২ সালে ১১ হাজার ৫৯৮টি আশ্রয়ের আবেদন জমা পড়ে, যা ছিল রেকর্ড। ২০২৩ সালে আবেদন সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ২৬৪। আর ২০২৪ সালে তা ১৮ হাজার ৬৫১-তে পৌঁছায়। ইনফোমাইগ্রেন্টস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোদে সময় কাটানোর উপকারিতা খুনের ৭ মামলায় ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত ২০২৬ সালেও স্বর্ণের দাম বৃদ্ধির পূর্বাভাস একুশে বইমেলা পিছিয়ে ভোটের পর, শুরু ২০ ফেব্রুয়ারি যুগ্ম সচিবকে জিম্মি করে ৬ লাখ টাকা চাঁদা দাবি চালকের নির্বাচনে এককভাবে অংশ নেবে জাপা, মনোনয়ন বিক্রি শুরু বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড গুপ্তচর ধাঁচের সিনেমা কেন ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় তুলেছে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আরো ৭ দেশ, মাঠে বিশ্বকাপ দেখা অনিশ্চিত পুরান ঢাকায় প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে মেসিকে ফেরানোর প্রতিশ্রুতি বার্সার নতুন প্রেসিডেন্ট প্রার্থীর সিডনিতে হামলাকারীর বিরুদ্ধে ৫৯ অভিযোগ, ১৫টি হত্যার ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিজয় দিবসের দিন জামায়াত আমিরের অভিনব প্রতারণা পাহাড়ে শিবিরের গোপন প্রশিক্ষণ নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ইন্ডিয়া ভিসা সেন্টার সাময়িক বন্ধ নিয়োগ থেকে টেন্ডার: দুদকের অভিযানের পরও বহাল সিন্ডিকেট, স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালক ডা. আবু হানিফ–নেটওয়ার্কের অদম্য দাপট ক্ষমতার পালাবদলের পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইতিহাস হত্যা, অঘোষিত বাতিল বিজয় দিবস কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত: নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তলব। ত্রিশ লক্ষ শহীদের পবিত্র রক্ত বিধৌত বাংলার সবুজ জমিন ফুঁড়ে উদিত হওয়া স্বাধীনতার রক্তলাল সূর্য খচিত আমাদের জাতিয় পতাকা।