
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

স্বামীকে কিডনি দিতে এক মুহূর্তও দেরি করলেন না তরুণী

গাজা ছেড়ে আরেক দেশে ইসরায়েলের হামলা

মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন?

মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া মাচাদো

ভারতের ৯ প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

গাজায় প্রবেশ করেছে ১৫৩টি ত্রাণবাহী ট্রাক: রেড ক্রিসেন্ট
কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের চালানো হামলায় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (২৯ সেপ্টেম্বর) কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।
এদিন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন ট্রাম্প ও নেতানিয়াহু। ফোনালাপেই ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘প্রথম পদক্ষেপ হিসেবে—কাতারে হামাসের লক্ষ্যবস্তুতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একজন কাতারি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। একই সঙ্গে হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার সময় কাতারের
সার্বভৌমত্ব লঙ্ঘন করার বিষয়েও তিনি অনুশোচনা প্রকাশ করেন। নেতানিয়াহু নিশ্চিত করেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা আর চালানো হবে না।’ গত ৯ সেপ্টেম্বর দোহায় ওই হামলা চালায় ইসরায়েল। দাবি করা হয়, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। এতে অন্তত পাঁচ হামাস সদস্য নিহত হন। একই সঙ্গে কাতারের নিরাপত্তা কর্মকর্তা বদর আল-দোসারিও প্রাণ হারান। তবে হামাসের শীর্ষ নেতারা অক্ষত থাকেন। নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা জানিয়েছে, ‘ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আর লক্ষ্যবস্তু করা হবে না।’
সার্বভৌমত্ব লঙ্ঘন করার বিষয়েও তিনি অনুশোচনা প্রকাশ করেন। নেতানিয়াহু নিশ্চিত করেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা আর চালানো হবে না।’ গত ৯ সেপ্টেম্বর দোহায় ওই হামলা চালায় ইসরায়েল। দাবি করা হয়, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিল। এতে অন্তত পাঁচ হামাস সদস্য নিহত হন। একই সঙ্গে কাতারের নিরাপত্তা কর্মকর্তা বদর আল-দোসারিও প্রাণ হারান। তবে হামাসের শীর্ষ নেতারা অক্ষত থাকেন। নেতানিয়াহুর ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা জানিয়েছে, ‘ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলা ও কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ক্ষমা চান এবং প্রতিশ্রুতি দেন ভবিষ্যতে কাতারের ভূখণ্ডকে আর লক্ষ্যবস্তু করা হবে না।’